
10/06/2025
"May you never steal, lie, or cheat. But if you must steal, then steal away my sorrows. And if you must lie, lie with me all the nights of my life. And if you must cheat, then please cheat death, because I couldn’t live a day without you".
ভালোবাসার পথ ভুল ছিল না, শুধু অচেনা ছিল।
অনেকের জীবনে এমন মুহুর্ত আসে, এমন একজন মানুষের দেখা পাওয়া যায় যাকে প্রথম দেখাতেই মনে হয়—এই মানুষটাকেই আমি সারাজীবন খুজছিলাম!
Leap Year সেই রকম এক গল্প—যেখানে প্রেম আসে খুব নীরবে, আস্তে আস্তে… ঠিক যেমন সকালবেলার রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে।
এক মেয়ে, খুবই গোছানো, জীবনে সবকিছু প্ল্যানমাফিক চলে। কিন্তু হঠাৎ একদিন সে ঠিক করে, প্রিয় মানুষটিকে নিজেই প্রস্তাব দেবে— ২৯ ফেব্রুয়ারি, লিপ ইয়ারের দিন!
আর ঠিক তখনই সব গোলমাল শুরু হয়। প্লেন, ট্রেন, রাস্তা—সব তাকে ভুল পথে নিয়ে যায়, আর এই ভুল পথেই দেখা হয় এক রুক্ষ কিন্তু অদ্ভুত রকমের সুন্দর এক ছেলের সঙ্গে।সেই ছেলেটা একদম তার বিপরীত—অগোছালো, কড়া কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে একটা আলাদা রকমের শান্তি আছে তার ভেতর।
তাদের দু’জনের যাত্রা, ঝগড়া, হাসি, অভিমান তাদের নিয়ে যায় অদ্ভুত এক সম্পর্কের মাঝে।
এই সিনেমাটা ঠিক প্রেমের গল্প নয়, বরং প্রেমে পড়ে যাওয়ার মুহূর্তগুলোর গল্প। চোখের চাহনি, না বলা কথা, হঠাৎ চুপ করে যাওয়া—এইসব ছোট ছোট জিনিসগুলো দিয়ে গড়ে উঠেছে এক অদ্ভুত গল্প।
আইরল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেন শুধু ব্যাকগ্রাউন্ড নয়, বরং এই প্রেমের এক নীরব সাক্ষী।
তাই যাদের এখনো দেখা হয়নি দেখে ফেলুন এক বসাতেই দেখে ফেলার মত মুভি Leap Year.
Movie : Leap Year
Releasing Year: 2010
IMDB: imdb.com/title/tt1216492/
Trailer : youtu.be/HrlQBsd8LsE?si=ZegAWOKQxf-Ftmal