Woman's Traditional cloths

Woman's  Traditional  cloths I am a shopify and digital marketing expert

05/08/2022

•• স্বাবলম্বী ••
বিয়ের সময় পাত্র পক্ষের একটাই দাবি ছিল মেয়ের চাকরি করা চলবে না। ভূগোল নিয়ে মাস্টার্স করা বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশ রাজি হয়। বনেদি পরিবার, ছেলের ভাল ব্যবসা। টাকা পয়সার অভাব নেই। বিয়ের দুএকটা বছর ঘুরতে না ঘুরতেই জামাইয়ের কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হল। প্রায় পথে বসার মত অবস্থা।

আমার তো খুব করুন অবস্থা, তুমি একটু চাকরি বাকরির চেষ্টা করে দেখ না ব্যবসাটাকে দাঁড় করানো যায় কিনা। বলেছিলো অনামিকার স্বামী অনিকেত। সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা অনামিকা ব্যাংকের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানুষিক পরিশ্রম। দু'বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে। অনামিকা যখন অফিসে যায় ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে। বছর তিনেকের মধ্যে অনিকেতের ব্যবসা আবার ঘুরে দাঁড়ায়। রাত্রি বেলায় একদিন অনিকেত অনামিকাকে কাছে টেনে নিয়ে বলে, এবার চাকরিটা ছেড়ে দাও। কি দরকার আর। তিথিকে মানুষ কর। আমার ব্যবসাটা তো দাঁড়িয়ে গেছে। আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নয় যে তোমার সব কথা শুনতে হবে। অনামিকা বলল।

তা ছাড়বে কেন, তাহলে কচি ম্যানেজারের সাথে ঢলাঢলি, হাহা হিহি এসব যে বন্ধ হয়ে যাবে। কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ। যদি যাস তাহলে মেরে তোর দাঁতগুলো ভাঙবো। দুশ্চরিত্র মেয়েছেলে কোথাকার।' রাগে গরগর করতে করতে এসব কথা বলে চলল অনিকেত।

পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকা আর ব্যাংকে যায় নি। মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি। যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়ে বলেছিল, 'তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা। চাকরি করছো বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছো। বলি মেয়েমানুষের এরকম তেজ ভালো না। এখন যাচ্ছ দুদিন পর আবার তো সুড়সুড় করে ফিরে আসবে।

- আমি সুড়সুড় করে বাড়ি আসি নাকি আপনার পোষ্য জানোয়ারটা ল্যাজ ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে আসে সেটাই দেখবো। অনামিকা এই বলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়।

এসেই সবকিছু জানিয়ে মাকে সোজাসাপ্টা একটা কথাই বলেছিল, শোনো মা, আমি এখানে সারাজীবনের মত থাকতে আসিনি। আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে এক মেয়ে আসে তার বাপের বাড়িতে। একটা ফ্ল্যাট বা বাড়িভাড়া দেখে তিথিকে নিয়ে চলে যাব। তোমাদের আমি একমাত্র মেয়ে তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার। তোমরা আমার সাথে আসতে পারো আবার নাও আসতে পারো। সেটা তোমাদের মর্জি'। বাবা মা বুঝে গেছিল 'মানিয়ে নিতে হয়' কিংবা 'মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ' এই জাতীয় কথা বলে কোন কাজ হবে না।

অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। বাবা মাও তার সাথেই থাকে। অনিকেত দুয়েকবার এসেছিল কিন্তু অনামিকা ঘরেই ঢুকতে দেয়নি। শাসিয়ে গেছে, - 'দেখে নেব'। অনামিকা মেয়ে তিথিকে রোজ সন্ধ্যেবেলা পড়াতে বসে। তার মেয়েকে বোঝায়, ' শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য নয় স্বাধীনতা এবং আত্মসম্মানের সহিত সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন নাহলে সারাজীবন কলুর বলদের মত মানিয়ে নিতে হবে'।

টেবিল ক্লথ ও  চেয়ারের কভার 🥰🥰কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ
25/07/2022

টেবিল ক্লথ ও চেয়ারের কভার 🥰🥰
কাস্টমার রিভিউ
আলহামদুলিল্লাহ

রেডি শাড়ি
21/06/2022

রেডি শাড়ি

04/03/2022
13/01/2022

কোন কিছু হারিয়ে গেলে আমার স্ত্রী খুব বিশ্বাস নিয়ে সূরা নাছর পড়তে থাকে । এ সূরাতে যেহেতু আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার পক্ষ থেকে সাহায্যের কথা বলা আছে, তার বিশ্বাস আল্লাহ অবশ্যই সাহায্য করবেন । আলহামদুলিল্লাহ আল্লাহ আজ অবধি তাকে নিরাশ করেননি ।

হিজরতের সময় রসূলুল্লাহ (স:) শত্রুর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য সূরা ইয়াসিনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন এবং তাদের চোখের সামনে দিয়ে হেঁটে যান, তারা দেখতেও পায়নি ।
'আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের দৃষ্টিকে আবৃত করে দিয়েছি, ফলে তারা কোনো কিছু দেখতে পায় না।' ‌সূরা ইয়াসিন:৯ ।

শত্রুর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য অথবা আপনি চাইছেন আপনাকে না দেখুক তখন খুব বিশ্বাস নিয়ে এ আয়াতটি পাঠ করতে পারেন ।

কোরআনে বর্ণিত যে দোয়া পড়ার কারণে ইব্রাহিম (আ:) এর জন্য আগুন শান্তিময় ঠান্ডা হয়ে গেছিলো তা হল, 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ।'
আল্লাহই আমার জন্য যথেষ্ট । তিনিই উত্তম সাহায্যকারী । সূরা আল ইমরান : ১৭৩ ।

যখন খুব নির্ভরতার প্রয়োজন হবে তখন খুব বিশ্বাস নিয়ে পড়লে অন্তরে নির্ভরতা পাবেন আর আল্লাহকে পাবেন সাহায্যকারী হিসেবে ।

যখন দেখবেন আপনার সব পথ বন্ধ হয়ে গেছে তখন পাঠ করুন 'কখনোই নয় নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ।' সূরা শুয়ারা :৬২ । সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী এ অবস্থায় মুসা আঃ এ দোয়া পড়েছিলেন আর আর তখনই আল্লাহ বিশ্বাসীদের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে দেন ।

আর বিপদে মুসিবতে ইউনুস আলাইহিস সালামের দোয়া তো সর্বজনবিদিত । 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন । তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, তুমি পবিত্র মহান । নিশ্চয়ই আমি গুনাহগার ।' সূরা আম্বিয়া : ৮৭।

আরো অসুস্থ অবস্থায় আইয়ুব (আ:) এর খুব সুন্দর দোয়াটি পড়তে পারেন যে দোয়া পড়ে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিলেন ।
'হে আমার রব আমি দুঃখ কষ্টে আছি । আপনিতো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু । সূরা আম্বিয়া :৮৩ ।

ইবনুল কাইয়্যিম র: একটি ঘটনা বর্ণনা করেছেন । আল্লাহর এক প্রিয় বান্দা শামের(বর্তমান সিরিয়া ফিলিস্তিন) দিকে যাত্রা করেন ।পথে মরুভূমির মাঝে একাকী এক ডাকাতের কবলে পড়েন । তিনি ডাকাতকে অনুরোধ করেন তাকে যেন দু'রাকাত নামাজ পড়তে দেয়া হয় । নামাজে দাড়িয়ে তিনি পড়তে থাকেন,

'তোমাদের দেবতারা ভালো নাকি তিনি যিনি সংকটাপন্ন লোকের ডাকে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে ‌।' সূরা নমল : ৬২ ।

এ আয়াতটি তিনবার পড়েন । নামাজ শেষে তিনি দেখেন ডাকাতের মৃতদেহ পড়ে আছে । আল্লাহর কাছে তার চাওয়াটা এতটা নিখাদ ছিল যে আকাশ থেকে আল্লাহর বাহিনী নেমেছিল ।

সেই রব এখনো আছেন ।

আমাদের মত নগন্য অসহায় সৃষ্টি বিশ্ব-জাহানের প্রভুর কাছে চেয়ে পাবো না, এটা হতে পারে না । আমরা জানি না কিভাবে চাইতে হয়, আমাদের বিশ্বাস বড়ই দুর্বল ।

Collected

ব্লক/বাটিক বা হ্যান্ডপেইন্টের কাজে ক্ষেত্রে রঙ তৈরী করা খুব কষ্টের এবং নিখুত একটা কাজ। কোন রঙের সাথে কোন রঙ মেশালে চাহিদ...
05/01/2022

ব্লক/বাটিক বা হ্যান্ডপেইন্টের কাজে ক্ষেত্রে রঙ তৈরী করা খুব কষ্টের এবং নিখুত একটা কাজ। কোন রঙের সাথে কোন রঙ মেশালে চাহিদামত পাওয়া যাবে তা নিয়ে রীতিমত ঘাম ছুটে যায়। একটু গাড় হয়ে গেলেও ঝামেলা একটু হালকা হয়ে গেলেও ঝামেলা। আবার রঙ টা এমনিতে দেখতে যেমন লাগে, কাপড়ে বসলে আবার অমন লাগেনা। তাই বিশাল এক যুদ্ধে নামার মত অবস্থা হয়।

তবে অস্থির হলে চলেনা, সুন্দর কাজ অবশ্যই ধৈর্য্যের সাথে আসে। ধৈর্য্য ধরে বুঝে শুনে করলেই সুন্দর হয়। বেসিক কয়েকটা রঙের মিশ্রণ আপনাদের সাথে শেয়ার করি।

হলুদ ২ গুণ + লাল ১ গুণ=কমলা
সবুজ ১ গুণ + হলুদ ৩ গুণ=কফি কালার
কালো ১ গুণ + সবুজ ১ গুণ=গাঢ় সবুজ
নীল + হলুদ + লাল=মেরুন
নীল + গোলাপী=জাম
নীল + লাল=বেগুনী
কমলা + নীল=চকলেট
লাল + হলুদ=হালকা বাদামী
কমলা + নীল=বাদামী
লাল + কমলা=লালচে কমলা
লাল + বেগুনী=লালচে বেগুনী
নীল + সবুজ=ময়ূরকণ্ঠী রং
লাল + হলুদ + নীল=চকলেট
হলুদ+ আকাশী=হালকা সবুজ

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে বেশ কিছু নতুন কাজ নিয়ে আসব ইনশাআল্লাহ। ফাল্গুন তো কাছেই। ফাল্গুনে বাচ্চাদের জন্য ক...
03/01/2022

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে বেশ কিছু নতুন কাজ নিয়ে আসব ইনশাআল্লাহ। ফাল্গুন তো কাছেই। ফাল্গুনে বাচ্চাদের জন্য কেমন জামা চান?

ইউনিক সেলিং পয়েন্ট 🌹ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি হলো আপনার পণ্যের আলাদা একটা গুন যেটা আপনার পণ্যকে আপনার কম্পিটিটর থেকে ...
22/12/2021

ইউনিক সেলিং পয়েন্ট 🌹

ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি হলো আপনার পণ্যের আলাদা একটা গুন যেটা আপনার পণ্যকে আপনার কম্পিটিটর থেকে আলাদা করে।এবং এই গুনকে আপনি ভালোভাবে প্রচার করতে হবে যা কাস্টমারকে আকৃষ্ট করে।

যেমন আমি বেবি ড্রেস নিয়ে কাজ করছি আমার বেবি ড্রেসের ইউএসপি হলো আমার ডিজাইন গুলো অন্য কোথাও পাওয়া যাবে না আমি আমার মনের মতো করে ডিজাইন গুলো করি,কাপড়ের কোয়ালিটি বেস্ট রাখার চেষ্টা করি এবং ড্রেসের কালার নষ্ট হবে না সেই গ্যারান্টি দিতে পারি।

খুব সুন্দর
20/12/2021

খুব সুন্দর

মাশা-আল্লাহ খুব সুন্দর টাই-ডাই 🌹🌹
19/12/2021

মাশা-আল্লাহ খুব সুন্দর টাই-ডাই 🌹🌹

বিজয়ের ৫০ বছর🌹আজকের দিনটির জন্য কত শত যোদ্ধা যুদ্ধ করেছে যার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতা ছাড়া একটা জাতি কখন...
16/12/2021

বিজয়ের ৫০ বছর🌹

আজকের দিনটির জন্য কত শত যোদ্ধা যুদ্ধ করেছে যার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতা ছাড়া একটা জাতি কখনো বাঁচতে পারে না।যুদ্ধের সময় মানুষ কত দুর্বিষহ জীবন কাটিয়েছে তখনকার মানুষদের থেকে শোনা যায়।

আমার আম্মার কাছে অনেক শুনেছি যুদ্ধের অনেক কথা।উনাদেরকে হানাদার বাহিনী থেকে বাঁচার জন্য গর্তের ভিতরও ঢুকতে হয়েছে।
লাখো শহীদের জন্য আজকের দিনে আমরা বেশি বেশি দোয়া করব এটাই সবচেয়ে বড় পাওয়া মুক্তি যোদ্ধাদের জন্য।

Address

Kadamtoly
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Woman's Traditional cloths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Woman's Traditional cloths:

Share