29/01/2024
আমরা আমাদের এজেন্সির এর জন্য নতুন একটি টিম গঠন করছি । আপনি কাজ পারেন না কোনো সমস্যা নেই । ফ্রীতে ট্রেনিং করানো হবে। আমাদের কোনো টেকনিকেল নলেজের রিকুয়ারমেন্ট নেই তবে। কিছু সফট স্কিলের রিকুয়ারমেন্ট আছে এবং শুধু মাত্র কম্পিউটারের অপারেটিং এর সামান্য নলেজ থাকলে হবে। শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি পাস।
টিমে যারা থাকবেঃ-
১ জন কন্টেন্ট ডিজাইনার, ১ জন ডিজিটাল মার্কেটার, ১ জন গ্রাফিক্স ও ওয়েব ইউ-আই ডিজাইনার, ১ জন ওয়েব ডেভেলপার, ১ জন ব্র্যান্ড স্পেসালিস্ট।
এই পাঁচ জন টিম মেম্বার এর ট্রেনিং চলবে ৪ মাস যাবত।
সুযোগ ১ - টিমের জন্য ট্রেনিং ফ্রী।
ট্রেইনিং সপ্তাহে ৬ দিন । দিনে ৪ ঘন্টা ক্লাস।
সুযোগ ২ - চাকুরী করা সুযোগ।
বেতনঃ ট্রেনিং শেষে প্রত্যেক মেম্বার এর বেতন নির্ধারন করা হবে পে-স্কেলের গড় অনুসারে।
বর্তমান গড় বেতন -
ডিজিটাল মার্কেটার - বেতনঃ 14000 BDT
গ্রাফিক্স ও ইউ আই ডিজাইনর - বেতনঃ 15000 BDT
ওয়েব ডেভেলপার - বেতনঃ 22000 BDT
ব্র্যান্ড স্পেসালিস্ট - বেতনঃ 19000 BDT
কন্টেন্ট ডিজাইনার - বেতনঃ 14000 BDT
এজেন্সি প্রত্যেক মাসে প্রজেক্টের লভ্যংশের ১০% টিম এর সাথে শেয়ার করবে।
সুযোগ ৩ - কোম্পানীর পার্টনার হবার সুযোগ।
২ বছর কাজ করার পর যখন আপনি সম্পূর্ন তৈরি এরপর কোম্পানীর পক্ষ থেকে নিউ স্টার্ট আপ ওপেন করে দেবে এবং নতুন আরো একটি টিম বিল্ড করে দেবে। পুরো টিম ওই স্টার্ট আপ চালাবে। কোম্পানী যে টিম কে স্টার্ট আপ ওপেন করে দেবে সে টিম পুরো স্টার্ট আপ এর ৩০% কোম্পানীর সাথে শেয়ার করবে এবং বাকি ৭০% ঐ টিমের অর্জন।
শর্তঃ ট্রেনিং স্টার্টের আগে এবং ইন্টারভিউ এর রেজাল্টের পর এজেন্সির সাথে ২ বছর কাজ করতে হবে।
এপ্লাই ডেড লাইন - ১৫/০২/২০২৪ ইং
যোগাযোগঃ +৮৮০১৫৪০৩৬৪৩১১, +৮৮০২৩৩৩৩৩৩৭১৯
ইমেইলঃ [email protected]
ঠিকানাঃ প্রানহরি দাস রোড, সরাইপাড়া, পাহাড়তলি, চট্টগ্রাম।