
02/08/2025
পোমরায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার কাউন্সিলও অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বেলা তিনটায় ইউনিয়নের পুরোনো সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়। আয়োজক ছিল পোমরা ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রসেনা। এই অনুষ্ঠানে ইউনিয়নের আওতাধীন দুটি উচ্চবিদ্যালয়, দুটি মাদ্রাসা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ও রাঙ্গুনিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে উত্তীর্ণ মোট ৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ মাইনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের লেকচারার আদনান তাহসিন আলমদার। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে লক্ষ্য নির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা দেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পোমরা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন ও উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন শাখার আহ্বায়ক ও সহসভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন।
ইসলামী ছাত্র সেনার পোমরা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবনেতা মুহাম্মদ বেলাল উদ্দীন।