05/10/2025
অসীম, অতিন্দ্ৰীয় ও অতিপ্রাকৃত সত্তা বা সত্তাগুলো কী কেবলই বিভ্রম? এই তীক্ষ ও অপ্রিয় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ববিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স এই বইয়ে আমাদের এক বুদ্ধিবৃত্তিক বিতর্কের সামনে নিয়ে গেছেন।
ডকিন্স দেখাতে চেয়েছেন, প্ৰচলিত ধর্মগুলো কেবল ঐশ্বরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং এগুলোর মূলে রয়েছে মানুষের মনস্তাত্ত্বিক নির্ভরতা এবং ক্ষমতার আকাঙক্ষা। এটি কোনো সাধারণ সমালোচনামূলক গ্ৰন্থ নয়।
বিজ্ঞান, যুক্তি এবং মানব ইতিহাসের নিপুণ বিশ্লেষণ দিয়ে তিনি সেইসব ধারণাগুলোকে প্রশ্নবিদ্ধ করেছেন, যা হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে আসছে। এটি মানবজাতির বিবৰ্তন মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং ধর্মের মনস্ত্ত্ব নিয়ে একটি সাহসী, বুদ্ধিদীপ্ত এবং আপোষহীন অনুসন্ধান। ডকিন্স এই বইয়ে স্পষ্ট করে তুলে ধরেছেন কীভাবে ধর্ম ব্যক্তিগত জীবনে শান্তি ও স্বস্তির মিথ্যা আশ্বাস দেওয়ার বদলে সমাজে বিভেদ, কুসংস্কার এবং সংঘাতের বীজ বপন করে চলেছে। তিনি বৈজ্ঞানিক প্ৰমাণ এবং যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন যে, আমাদের এই সুবিশাল মহাবিশ্বকে বুঝতে বা এর সৌন্দর্য্যে মুগ্ধ হতে কোনো ঐশ্বরিক শক্তির প্রয়োজন নেই। বরং, বিজ্ঞানই জীবনের গভীরতম রহস্যগুলো উদঘাটনের একমাত্র পথ। 'দ্য গড ডিল্যুশন' আপনাকে কেবল একটি বই পড়ার অভিজ্ঞতা দেবে না, বরং এটি আপনার দীর্ঘদিনের লালিত বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দেবে। এটি আপনাকে প্ৰশ্ন করতে শেখাবে, নতুন করে ভাবতে বাধ্য করবে এব যুক্তির আলোয় পৃথিবীকে দেখতে উৎসাহিত করবে। এটি সেইসব মানুষের জন্য এক অবশ্যপাঠ্য দলিল, যারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে সত্যের সন্ধানে আগ্রহী এবং যারা নিজেদের চিন্তার দিগন্তকে নতুনভাবে উন্মোাচন করতে চান।
বইয়ের নাম : দ্য গড ডিল্যুশন
লেখক : রিচার্ড ডকিন্স
অনুবাদ : কাজী মাহবুব হাসান
মুদ্রিত মূল্য : ৮০০ টাকা
বিক্রয় মূল্য : ৫৬০ টাকা মাত্র!