
25/07/2025
চট্টগ্রামে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনি।৩ বছর আগে জুন মাসে সীতাকুণ্ড বিএম ডিপোর কথা মনে থাকার কথা।সীতাকুণ্ড ট্রাজেডিতে মানুষের কি মানবতা দেখা গেছিল হাসপাতাল,বিএমডিপো এলাকায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাস ভর্তি করে রক্ত দিতে ছুটে আসে শিক্ষার্থীরা।যার যা সহযোগিতা করার সে তা করেছিল।এরপর ধরেন ১ বছর আগে ফেনী ও চট্টগ্রামে ভ*য়া*বহ বন্যা।মানুষ কেউ নৌকা নিয়ে,কেউ রান্না করা খাবার নিয়ে,কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছিল।এই অঞ্চলে জন্ম না নিলে এমন অনেক কিছু হয়ত মিস করা হত।প্রতিটা অঞ্চল এক এক কারণে বিখ্যাত হতে পারে।কিন্তু প্রিয় চট্টগ্রাম আতিথেয়তা বা মানবিকতার জন্য অনন্য। ❤️❤️❤️❤️❤️❤️