ভাটিয়ারী ক্রাইম নিউজ

ভাটিয়ারী ক্রাইম নিউজ এটি একটি সামাজিক ও নিরপেক্ষ পেইজ ...দেশ

চট্টগ্রামে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনি।৩ বছর আগে জুন মাসে সীতাকুণ্ড বিএম ডিপোর কথা মনে থাকার কথা।সীতাক...
25/07/2025

চট্টগ্রামে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনি।৩ বছর আগে জুন মাসে সীতাকুণ্ড বিএম ডিপোর কথা মনে থাকার কথা।সীতাকুণ্ড ট্রাজেডিতে মানুষের কি মানবতা দেখা গেছিল হাসপাতাল,বিএমডিপো এলাকায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাস ভর্তি করে রক্ত দিতে ছুটে আসে শিক্ষার্থীরা।যার যা সহযোগিতা করার সে তা করেছিল।এরপর ধরেন ১ বছর আগে ফেনী ও চট্টগ্রামে ভ*য়া*বহ বন্যা।মানুষ কেউ নৌকা নিয়ে,কেউ রান্না করা খাবার নিয়ে,কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছিল।এই অঞ্চলে জন্ম না নিলে এমন অনেক কিছু হয়ত মিস করা হত।প্রতিটা অঞ্চল এক এক কারণে বিখ্যাত হতে পারে।কিন্তু প্রিয় চট্টগ্রাম আতিথেয়তা বা মানবিকতার জন্য অনন্য। ❤️❤️❤️❤️❤️❤️

23/07/2025
21/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Shout out to my newest followers! Excited to have you onboard!Md Masud Parvez, Mohd Parvez Shanewaz, MD Shokat Hossain, ...
21/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md Masud Parvez, Mohd Parvez Shanewaz, MD Shokat Hossain, Easkander Ali

বাংলাদেশ বিমান বাহিনীর F7 যুদ্ধ বিমান দিয়া বাড়ির মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতর বিদ্ধস্ত হয়েছে।  মোটামুটি ৫টি মিসাইল ব...
21/07/2025

বাংলাদেশ বিমান বাহিনীর F7 যুদ্ধ বিমান দিয়া বাড়ির মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতর বিদ্ধস্ত হয়েছে। মোটামুটি ৫টি মিসাইল বহন করার সক্ষমতা আছে এই যুদ্ধ বিমানের। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা প্রশিক্ষন বিমানগুলোর মধ্যে অন্যতম আধুনিক এই যুদ্ধ বিমান। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর।

বিমানটি যেখানে বিদ্ধস্ত হয় তার ঠিক পাশেই মেট্রো রেলের ডিপো। বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। জনবহুল এলাকা, স্কুল ছুটির সময়ে স্কুলের উপর বিমানটি আঘাত করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে বাড়ে।

ঢাকার মত জনবহুল এলাকায় বিমান বিদ্ধস্তের এমন নজির সম্ভবত এবারই প্রথম।

যেকোনো বিমান দূর্ঘটনার সময় পাইলট সর্বোচ্চ চেষ্টা করে ক্যাজুয়ালিটি কমানোর। এই বিমানে থাকা পাইলটও সম্ভবত ঐ চেষ্টাই করেছিলো। বিমানটি জনবহুল শহরের উপরে থাকায় যেকোনো বাসা-বাড়ি কিম্বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারতো। পাইলট mayday সতর্ক বার্তা দেয়ার আগে নিজেকে কনভিন্সড করেছিলেন সব থেকে কম ক্ষতি হবে যদি এই মাঠে নামানো যায় কারন তিনি আকাশ থেকে স্কুলের মাঠ টিকেই নিরাপদ ভাবছিলেন, তাই হয়তো শেষ মুহুর্তে তার ভাবনায় ছিলো যদি এই খালি জায়গায় বিমানটিকে নামানো যায়। কিন্তু তিনি হয়তো বুঝতেও পারেনি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান.

10/11/2023
05/10/2023

#অনেকে_আমাকে_প্রশ্ন_করেন!
#রেকর্ড_আপনার_দাদার_নামে_কিন্তু_দলিল_আছে_কি_না_জানেন_না?
তাহলে করনীয় কি?
আপনাদের যদি এরকম হয় তাহলে আপনাদের দলিল খুঁজে বের করতে হবে বা দলিল আছে কি না সেটা জানতে হবে।

🤝✅ আপনারা জমির দলিল ২ টি উপায়ে উঠাতে পারবেন।

✅প্রথম উপায় : প্রথমে নিচের তিনটি ধাপ অনূসরণ করুণ!
🤝প্রথম ধাপ : প্রথমে জমির দাগ নাম্বার জানুন।
আপনি যে দাগটি জানেন সেটা কি দাগ তা নিশ্চিত হোন ?
আপনি যে দাগটি জানেন সেটা
cs দাগ, না RS দাগ, না BS দাগ নিশ্চিত হোন ।

🤝ধাপ ২:দাগ নম্বর জেনে খতিয়ান নাম্বার জানুন।
কোথা থেকে জানবেন? ইউনিয়ন ভূমি বা তফসিল অফিস হতে।

🤝ধাপ ৩: খতিয়ানে যদি নামজারি বা খারিজ করা থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা। নামজারি বা জমাভাগের কেস বা নথি বের করে নিন। নামজারি বা খারিজের নথিতে দলিলের নাম্বার দেয়া থাকে ওইখান থেকে দলিল নাম্বার নিয়ে নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন।

✍️কোথায় করবেন? জেলা রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস। আপনার জমির দলিল যদি বর্তমান সাল থেকে ৫-৬ বছর আগের হয় তাহলে সাব রেজিস্টি অফিস হতে দলিলের নকল বা সার্টিফাইড কপি নিতে পারবেন।
আর দলিল টি যদি অনেক বছর আগের হয় তাহলে জেলা রেজিস্ট্রার অফিস এর জেলা রেকর্ড রুম হতে সংগ্রহ করতে হবে।

✅উপায় ২:- তিনটি ধাপ অনুসরণ করে দলিল নম্বর বা দলিল না পান তখন দলিল তল্লাশি বা সার্চ করতে হবে।
তল্লাশি বা সার্চ করতে যা যা লাগবে -
১. সম্ভাব্য সাল।
২. দলিল দাতা ও গ্রহীতার নাম।
৩. দলিল দাতা ও গ্রহীতার বাবার নাম।
৪. দাগ নম্বর ও মৌজার নাম।
#জমিদার #জমি #দলিল #খতিয়ান #নকশা৷ #রেকর্ড

Address

Chittagong

Telephone

+8801712107956

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাটিয়ারী ক্রাইম নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category