27/06/2025
#রাঙ্গুনিয়ায় প্রয়াত তিন আলেমেদ্বীনের স্মরণে ও নাশিদ মাহফিল
______________________________
" #বিশিষ্ট আলেমেদ্বীন" শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা ইসহাক নূর ও আল্লামা মুহাম্মদ মুছা (রহ:) স্মরণে রাঙ্গুনিয়া উপজেলার শিলক দিঘির পাড় এলাকাবাসী এবং প্রয়াত শায়েখদের দেশ ও প্রবাসী ভক্তদের আয়োজনে আলোচনা সভা ও নাশীদ মাহফিল বৃহস্পতিবার (২৬ জুন) স্থানীয় মাঠে বিকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
#নাশিদ শিল্পী স্বপ্নরব শিল্পীগোষ্ঠী ও চট্টগ্রামের আরকান বিন ওসমান মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি আতিক বিন ওসমান'র আহ্বানে এবং নাশিদ শিল্পী শহিদুল ইসলাম মিজানের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা জমির উদ্দিন। প্রধান ওয়ায়েজ ছিলেন গাজী ইয়াকুব ওসমানী। নাশিদ পরিবেশন করেন শিল্পী আলমগীর বিন কবির সাহেব। ধর্মীয় আলোচনা করেন মাওলানা নেছার আহমেদ, মাওলানা ক্বারি ওসমান গনী, হাবিবুল্লাহ রাব্বানী, আবু জাফর নানুপুরী, এরশাদুল আলম মাসুদ, ক্বারি আব্বাস, রাকিবুল ইসলাম, মুহাম্মদ মাদানিসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগন। এতে হাজার হাজার মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত এই তিন আলেমেদ্বীনের রূহের মাগফিরাত কামনা করা হয়।
©️