কুরআন ও সহিহ হাদিসের আলো

কুরআন ও সহিহ হাদিসের আলো আল্লাহর পথে ফিরে আসুন!!!! Regional website

12/10/2025
বাংলাদেশের প্রখ্যাত ফটো জর্নালিষ্ট শহিদুল আলমকে ই/জরাঈলী বাহিনী গ্রেফতার করেছে। তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিল...
08/10/2025

বাংলাদেশের প্রখ্যাত ফটো জর্নালিষ্ট শহিদুল আলমকে ই/জরাঈলী বাহিনী গ্রেফতার করেছে। তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শহিদুল আলমের মুক্তি দাবি করছি।✊🇧🇩🤲🇦🇪✊🇧🇩🤲

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্ব...
08/10/2025

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা এবং এখনই সকলের সতর্ক হওয়া প্রয়োজন।

♦️অ্যানথ্রাক্স কীঃ

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত গবাদিপশু যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদিতে হয়। সংক্রামিত প্রাণীর রক্ত, মাংস, চামড়া বা মৃতদেহের সংস্পর্শে এসে মানুষের শরীরে জীবাণুটি প্রবেশ করতে পারে।

♦️কিভাবে ছড়ায়ঃ
সংক্রামিত পশুর মাংস, রক্ত, চামড়া বা হাড় স্পর্শ করার মাধ্যমে।

অসুস্থ পশু জবাই করার সময় ক্ষত বা কাটা জায়গা দিয়ে জীবাণু শরীরে ঢুকে যেতে পারে।

কখনও কখনও আধা সেদ্ধ বা কাঁচা মাংস খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে।
♦️মানুষের মধ্যে উপসর্গঃ

অ্যানথ্রাক্স সাধারণত তিনভাবে সংক্রমণ ঘটায়—ত্বক, ফুসফুস ও অন্ত্রে। সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের অ্যানথ্রাক্স। এতে প্রথমে ছোট ফোস্কা হয়, পরে তা কালো ঘায়ে পরিণত হয়। অন্য উপসর্গগুলোর মধ্যে থাকতে পারে—

জ্বর ও দুর্বলতা

শরীর ব্যথা ও মাথাব্যথা

ঘা বা ফোস্কার চারপাশে ফোলা

গলা বা বুকে ব্যথা

♦️যেগুলো একদম করা যাবে নাঃ

অসুস্থ বা হঠাৎ মা*রা যাওয়া গরু বা ছাগল জ*বা*ই করা বা খাওয়া যাবে না।

মৃ*ত বা সন্দেহভাজন পশুর রক্ত, মাংস বা চামড়া কোনোভাবেই স্পর্শ করবেন না।

গরু মা*রা গেলে সেটি দাফন করার আগে অবশ্যই প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

♦️করণীয়

1. গবাদিপশুর খেয়াল রাখুন।

2. জ*বা*ইয়ের আগে নিশ্চিত হোন পশুটি সুস্থ কিনা।

3. ত্বকে ঘা, কালো দাগ বা ফোস্কা দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

4. আক্রান্ত এলাকার পশু কেনা-বেচা থেকে বিরত থাকুন।

5. পশুর খোঁয়াড় ও আশপাশ পরিষ্কার রাখুন এবং দূষিত বস্তু সাবধানে নিষ্পত্তি করুন।

ডা. মাহফুজ বাঁধন

আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।

সর্বোত্তম জিকির ও শ্রেষ্ঠ আমলরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "সর্বোত্তম জিকির হলো 'লা-ইলাহা ইল্লাল্ল...
07/10/2025

সর্বোত্তম জিকির ও শ্রেষ্ঠ আমল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "সর্বোত্তম জিকির হলো 'লা-ইলাহা ইল্লাল্লাহ'।" (তিরমিজি, ইবনে মাজাহ)। এই বাক্যটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় চারটি বাক্যের মধ্যে অন্যতম। এটি সব আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও অধিক সাওয়াবপূর্ণ।
২. জান্নাতে প্রবেশের চাবি
এই কালেমা হলো জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি অন্তরের সাথে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলবে আর এ বিশ্বাসের ওপর তার মৃত্যু হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।" (বুখারি, মুসলিম)।
অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি একনিষ্ঠতার (খালেস অন্তরে) সাথে এটি বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে 'খালেস অন্তরে' বলার অর্থ হলো - একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং তাঁর আদেশ-নিষেধের প্রতি আত্মসমর্পণ করে এই সাক্ষ্য দেওয়া।
৩. জাহান্নাম থেকে মুক্তি
এই সাক্ষ্য প্রদানকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে, তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে।" (বুখারি-মুসলিম, মুসনাদে আহমদ)
৪. গুনাহ মাফ ও ক্ষমা লাভ
এই কালেমার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিশাল পাপরাশিও ক্ষমা করে দিতে পারেন, যদি সে শিরক থেকে মুক্ত থেকে এই কালেমার ওপর অবিচল থাকে। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
"হে আদম সন্তান! তুমি যদি জমিন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাক, তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব।" (তিরমিজি শরীফ)। 'লা-ইলাহা ইল্লাল্লাহ' এই কালেমাটিই হলো শিরক না করার মূল সাক্ষ্য।
৫. আমলের পাল্লা ভারী করা
'লা-ইলাহা ইল্লাল্লাহ'-এর গুরুত্ব এত বেশি যে তা কিয়ামতের দিন আমলের পাল্লাকে অনেক ভারী করে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ (আ.)-এর একটি উপদেশ উল্লেখ করে বলেছেন যে:
যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর 'লা-ইলাহা ইল্লাল্লাহ'-কে অপর পাল্লায় রাখা হয়, তবুও 'লা-ইলাহা ইল্লাল্লাহ' তাদের বিপরীত নুয়ে পড়বে (অর্থাৎ পাল্লা ভারী হবে)। (ইবনে হিব্বান)
'মন থেকে' বলার তাৎপর্য
আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন, "একবার মন থেকে" বললে। এখানে "মন থেকে" বলার অর্থ হলো:
* ইখলাস (একনিষ্ঠতা): একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার এবং তাঁর প্রতি ইবাদতকে নিবেদিত করার ইচ্ছা রাখা।
* দৃঢ় বিশ্বাস: এর অর্থ (আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই) সম্পর্কে নিশ্চিত জ্ঞান ও সন্দেহমুক্ত বিশ্বাস পোষণ করা।
* স্বীকার ও আনুগত্য: এই কথার সাক্ষ্য দেওয়ার পাশাপাশি এর দাবি অনুযায়ী জীবন পরিচালনা করা, অর্থাৎ শিরক ও আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকা।
যেহেতু এটি ঈমানের মূল কালেমা, তাই ইখলাস ও বিশ্বাসের সাথে এর সাক্ষ্য প্রদানকারীর জন্য উপরের বর্ণিত সকল ফজিলত প্রযোজ্য হবে ইনশাআল্লাহ।

❤️
06/10/2025

❤️

আমার ধর্মীয় কিতাব অবমাননা কারীর বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা তার ফা/সি চাই! একমত হলে শেয়ার করুন
06/10/2025

আমার ধর্মীয় কিতাব অবমাননা কারীর বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা তার ফা/সি চাই! একমত হলে শেয়ার করুন

খুবই দুঃখজনক ঘটনা মনিরামপুর বাধাঘাটাতে বিষধর সাপের কামড়ে ১ ছেলের মৃ/ত্যুআল্লাহ তার ফ্যামিলির সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান...
04/10/2025

খুবই দুঃখজনক ঘটনা মনিরামপুর বাধাঘাটাতে বিষধর সাপের কামড়ে ১ ছেলের মৃ/ত্যু
আল্লাহ তার ফ্যামিলির সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক

Address

Chittagong
4223

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন ও সহিহ হাদিসের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share