চিনির পোকা

চিনির পোকা follow me, Take a surprise every second
(10)

রুপালী ইলিশ....
10/09/2025

রুপালী ইলিশ....

05/09/2025
😎😎
04/09/2025

😎😎

আলহামদুলিল্লাহ এত দিনের পরিশ্রম আজ সফল হইলো...
03/09/2025

আলহামদুলিল্লাহ এত দিনের পরিশ্রম আজ সফল হইলো...

29/08/2025

ডাকসুতে কে যাবে?

সাদিক না-কি আবিদ?

স্মোকি কেক ফর ব্রেকফাস্ট
28/08/2025

স্মোকি কেক ফর ব্রেকফাস্ট

জাপান এবার যেন সায়েন্স ফিকশনকেও বাস্তবে নামিয়ে আনল। তারা এমন একটা হিউম্যান ওয়াশিং মেশিন বানিয়েছে যা মানুষকে মাত্র ১৫ মিন...
25/08/2025

জাপান এবার যেন সায়েন্স ফিকশনকেও বাস্তবে নামিয়ে আনল। তারা এমন একটা হিউম্যান ওয়াশিং মেশিন বানিয়েছে যা মানুষকে মাত্র ১৫ মিনিটে গোসল করে গা শুকিয়ে দেবে! এই যন্ত্রটির আনুষ্ঠানিক নাম মিরাই নিংগেন সেন্টাকুকি (Future Human Washing Machine)।

এতে ব্যবহার করা হয়েছে এআই, হাই-স্পিড পানির জেট আর অতি ক্ষুদ্র বুদবুদ, যা শরীর পরিষ্কার করবে। পাশাপাশি সেন্সর দিয়ে নজর রাখা হবে হার্টবিট আর মানসিক অবস্থার ওপর। আরও অবাক করা ব্যাপার হলো, এর ভেতরে দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল প্রজেক্ট করা হবে, যাতে ব্যবহারকারী আরাম অনুভব করেন।

এর ধারণা প্রথম আসে ১৯৭০ সালে, তবে তখন বাজারে আসেনি এটা। নতুন সংস্করণটি দেখানো হবে এক্সপো ২০২৫ ওসাকা-তে, যেখানে ১,০০০ মানুষ এটি সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন। এখন পর্যন্ত প্রোটোটাইপ ৭০% সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে বাড়ির জন্যও আলাদা সংস্করণ আনার পরিকল্পনা আছে।

অনেকে একে বিলাসবহুল যন্ত্র বলছেন, আবার অনেকে মনে করছেন এটি বয়স্ক বা প্রতিবন্ধী মানুষদের সহায়ক প্রযুক্তি হতে পারে।

আপনার কোনো বন্ধু, যার গায়ে বোটকা গন্ধ, গোসল করতে চায় না, কাছে গেলেই হড়হড় করে বমি আসে আপনার, তাকে এটা গিফট দিতে পারেন!

বলুন তো কি নাম...
23/08/2025

বলুন তো কি নাম...

সবার ফোনের ডায়াল প্যাড নাকি চেঞ্জ হইছে আমার টা ঠিক আছে আপনার টা চেক করে ছবি দেন...
22/08/2025

সবার ফোনের ডায়াল প্যাড নাকি চেঞ্জ হইছে আমার টা ঠিক আছে আপনার টা চেক করে ছবি দেন...

৫ বছর ধইরা সিএনজি চালাই ঢাকায়..প্রত্যেকদিন সকালে সিএনজি নিয়া বাহির হই..দিন শে-ষ হইলে বাড়ি যাই খাই..ঘুমাই..আমার জীবনটা এম...
19/08/2025

৫ বছর ধইরা সিএনজি চালাই ঢাকায়..প্রত্যেকদিন সকালে সিএনজি নিয়া বাহির হই..দিন শে-ষ হইলে বাড়ি যাই খাই..ঘুমাই..আমার জীবনটা এমন হইতো না যদি তাহেরার সাথে প্রেম না করতাম..🥰🥰

কেলাস নাইনে এ থাকতে প্রেম শুরু করি তাহেরার সাথে..ভালই যাইতে ছিল..হঠাৎ কইরা তাহেরা আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করা শুরু করলো..আমি না করতে পারতাম না তাই জিনিস গুলা কিনা দিতাম😎😎..

যখন টাকা থাকত না তখন বাপের দোকানের ড্রয়ার থেইকা টাকা নিয়া কিনা দিতাম..একদিন তাহেরা কয় কক্সবাজার যাইবো..আমি না করলাম..তারপর সে কয় না নিয়া গেলে আমার সাথে থাকব না..আমি অনেক ক-ষ্ট কইরা বাপের দোকান আর আলমারি থেইকা ৪০হাজার টাকা চু-রি করি..৭দিন তাহেরার সাথে কক্সবাজার থাইকা আসি..

আসার পর আমার বাপ আমার সাথে ঝ-গ-ড়া শুরু করে..ঝ-গ-ড়া করার সময় সে স্ট্র-ক কইরা মা-রা যায়..তার ২সপ্তাহ পরে তাহেরা আমারে ছাইরা চইলা যায়..

আমার পরা লেখা ব-ন্ধ হ‌ইয়া যায়..আস্তে আস্তে সব শে-ষ হ‌ইয়া যায়..এখন পেটের দায়ে সিএনজি চালাই..তাহেরার লগে ১সপ্তাহ আগে দেখা হইসিলো সে এখন আমারে চিনেও না..প্রেম জিনিসটা ভাল না আমগর মত ছোট লোকগোর লাইগ্যা 🙂

- তার বাস্তব জীবনের গল্প

Address

Chotto Charkalia

Telephone

+8801721349499

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিনির পোকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিনির পোকা:

Share

Category