The Daily Pashchimanchal

The Daily Pashchimanchal দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
`মা, মাটি ও মানুষের মুখপত্র'
pashchimanchal.com
epaper.pashchimanchal.com

19/09/2025

সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কিমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়।

19/09/2025

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদনঃকামরুল হাসান,
মেহেরপুর।


19/09/2025

সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের বিজয়। নেতাকর্মীদের শোকরানা নামাজ আদায়।

প্রতিবেদন:সাইদুর রহমান,
গড়াইটুপি প্রতিনিধি।

জীবননগরের ভৈরব নদের পানির স্রোতের চাপে একেএকে ভেঙ্গে পড়েছে ৪ টি ব্রীজ। গৃহবন্দী হয়ে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ।
19/09/2025

জীবননগরের ভৈরব নদের পানির স্রোতের চাপে একেএকে ভেঙ্গে পড়েছে ৪ টি ব্রীজ।
গৃহবন্দী হয়ে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ।

19/09/2025

‎ভরতে আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠক এর মাধ্যমে বিজিবি এর কাছে হস্তান্তর

‎মজিবনগর প্রতিনিধি :‎‎চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর অধীনস্থ মুজিবনগর সীমান্ত ১০৫ নং পিলারা নিকট স্বাধীনতা সড়কে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবিদার মো আবুল বাশার এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডে

‎আজ১৯ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকা হতে ১২:১৫ ঘটিকা পযন্ত এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক ষেসে ভারতে আটকৃত ৪ বাংলাদেশীকে বিজিবি এর কাছে হস্তান্তর করে।

‎হস্তান্তরকৃত ৪ জন একই পরিবারের সদস্য ১। মো রতন হোসেন (৩৭) পিতা মৃত শহিদুল ইসলাম সাং ধরডা থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর। ২।রাবেয়া আক্তার (৩৪) স্বামী মো রতন হোসেন সাং ধরডা থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর।৩। হাবিবা (১০)পিতা মো রতন হোসেন সাং ধরডা থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর।৪। ইমাম হুসাইন (০১মাস ০২ দিন) পিতা মো রতন হোসেন সাং ধরডা থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর।

‎তারা ভারতের সাং পাবন পুরি গান্ধী কলোনি থানা ভেসকলোনি জেলা বিকানে প্রদেশে রাজস্থান বসবাস করতেন। রাজমিস্ত্রী কাজ করতেন। তারা ২০২২ সালের অক্টোবর মাসে যশোর সীমান্ত দিয়ে গিয়েছিল। গত ২৮/০৮ / ২০২৫ তারিখে ভারতীয় পুলিশের নিকট আটক হন। আটককৃত ব্যক্তিরা বর্তমানে মুজিবনগর বিজিবি ক্যাম্প হেফাজতে আছে। তাদের দেওয়া নাম ঠিকানা যাচাই-বাছাইসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভরতে আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠক এর মাধ্যমে বিজিবি এর কাছে হস্তান্তর করেছে বিস্তারিত কমেন্টস বক্সে
19/09/2025

ভরতে আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠক এর মাধ্যমে বিজিবি এর কাছে হস্তান্তর করেছে

বিস্তারিত কমেন্টস বক্সে

19/09/2025

আজ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দরিয়াপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মেহেরপুর জেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

আজ শুক্রবার,১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ০৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি
18/09/2025

আজ শুক্রবার,
১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
০৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

18/09/2025

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযান, ২ দোকানিকে জরিমানা

চুয়াডাঙ্গা জেলার আলুকদিয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও আলুকদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার (নিচের বাজার) ও আলুকদিয়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি পণ্য তদারকি করা হয়।

চুয়াডাঙ্গার বড় বাজার (নিচের বাজার) এলাকার মাছ, মাংস ব্যবসায়ীদের পরিছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ ও সঠিক ওজনে মাছ-মাংস ক্রয়-বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া আলুকদিয়া এলাকায় তদারকির সময় অপরিছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মো. সাহিনুর ইসলাম এর বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মো. রুহুল আমিন এর প্রতিষ্ঠান মেসার্স আমেনা পল্লী এন্ড ইত্যাদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে সর্বমোট ১৫ হাজার-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট বেকারিকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।সহযোগিতায় ছিলেন, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।

18/09/2025

দামুড়হুদার ডুগডুগি গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা (সাপের খেলা) অনুষ্ঠিত হচ্ছে,,,

18/09/2025

চুয়াডাঙ্গার খাড়াগোদায় সাটারিং এর কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে নি*হ*ত কালুপোল গ্রামের হৃদয় হোসেনের লা*শ বাড়িতে পৌছেছে। পরিবারে চলছে শোকের মাতম।

প্রতিবেদকঃ সাইদুর রহমান, গড়াইটুপি।

আজ বৃহস্পতিবার,১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ০৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি
17/09/2025

আজ বৃহস্পতিবার,
১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
০৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

Address

The Daily Pashchimanchal
Chuadanga
7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Pashchimanchal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category