বিডি এগ্রো টিভি

বিডি এগ্রো টিভি বাংলা নিউজ,বাংলা খবর,দেশের খবর, বিডি এ?

08/10/2025

ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে অভিযান | দামুড়হুদা, চুয়াডাঙ্গা

আজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের দুলালনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালিত হয় ভেজাল সার ও কীটনাশক প্রতিরোধে।

👉 অভিযানে নেতৃত্ব দেন –
আল সাবা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
সহযোগিতায় ছিলেন –
মোহাম্মদ নাজমুল হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা
মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা।

✅ অভিযানে বেশ কিছু ভেজাল কীটনাশক ও সার জব্দ ও ধ্বংস করা হয়।
🚫 কৃষকদের সুরক্ষায় ও নিরাপদ কৃষি চর্চার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।

📢 কৃষকদের প্রতি আহ্বান – সঠিক ও অনুমোদিত উৎস থেকে কৃষি উপকরণ সংগ্রহ করুন।

📌 পুরো অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। দেখে শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।

#ভেজাল_বিরোধী_অভিযান
#চুয়াডাঙ্গা
#দামুড়হুদা
#কৃষি_অধিদপ্তর
#নিরাপদ_কৃষি
#ভেজাল_পণ্য_বর্জন
#কৃষকের_সুরক্ষা
#বাংলার_কৃষি
#কৃষি_অভিযান
#দুলালনগর

06/10/2025

ভেজাল সার ও কীটনাশকবিরোধী অভিযান | লক্ষ্মীপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পরিচালিত হয়েছে একটি সফল ভেজাল সার ও কীটনাশকবিরোধী অভিযান।
এ অভিযানে বিভিন্ন প্রকার ভেজাল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন –
👩‍🌾 আল সাবা, কৃষি সম্প্রসারণ অফিসার, দামুড়হুদা উপজেলা কৃষি অফিস।

সহযোগিতায় ছিলেন –
🔹 আব্দুল ওয়াহেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
🔹 মোঃ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা
🔹 মোঃ মুকুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা

🌾 আমাদের উদ্দেশ্য – নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা।

📽️ ভিডিওতে দেখুন এই সচেতনতামূলক অভিযানের দৃশ্য।

-

#ভেজালবিরোধীঅভিযান
#নিরাপদকৃষি
#ভেজালসার
#কীটনাশক
#লক্ষ্মীপুর
#দামুড়হুদা
#চুয়াডাঙ্গা
#উপজেলাকৃষি
#আলসাবা
#কৃষি_সম্প্রসারণ
#সচেতনতা
#কৃষকের_সুরক্ষা
#ভেজাল_মুক্ত_কৃষি

03/10/2025

গ্রামীণ জীবন কৃষকের ছেলেদের জীবন

02/10/2025

চুয়াডাঙ্গার কৃষক গোলাম মল্লিকের ভিয়েতনামি মাল্টা চাষে অভাবনীয় সফলতা 🍊

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের সফল কৃষক গোলাম মল্লিক ১২ মাসি ভিয়েতনামি মাল্টা চাষ করে দেখিয়েছেন কীভাবে সীমিত জমিতেও লাভজনক ফল চাষ করা সম্ভব।
এই ভিডিওতে আমরা সরাসরি তার মুখ থেকে শুনব ভিয়েতনামি মাল্টা চাষের প্রক্রিয়া, তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সফলতার গল্প।

যদি আপনি কৃষি খাতে নতুন কিছু জানতে চান বা নিজেই মাল্টা চাষে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিওর জন্য।
👍 লাইক দিন ও কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিও।

--

#ভিয়েতনামিমাল্টা #মাল্টাচাষ #কৃষিসফলতা #বাংলারকৃষক #চুয়াডাঙ্গা #বাংলাদেশিকৃষি #ফলচাষ #গোলামমল্লিক

29/09/2025

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় আমন ধানের ক্ষেতে আলোর ফাঁদ স্থাপন করে ক্ষতিকারক ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আলোর ফাঁদ একটি গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব পর্যবেক্ষণ পদ্ধতি, যার মাধ্যমে মাঠে কী ধরনের পোকা রয়েছে তা শনাক্ত করা যায় — সে পোকা উপকারী না ক্ষতিকারক, তা বিশ্লেষণ করে পরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন কৃষকরা।

👉 এই কার্যক্রমে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেন
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,
খালিদ সাইফুল্লাহ এবং মুকুল হাসেন।

📌 মাঠ পর্যায়ে সঠিক তথ্যের ভিত্তিতে বালাইনাশক ব্যবহার কমাতে ও ফসলের ক্ষতি প্রতিরোধে এ ধরণের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।

🎯 চলুন এক নজরে দেখে নিই, কীভাবে এই আলোর ফাঁদ কাজ করে এবং কৃষকেরা কীভাবে উপকৃত হন।

---

🔖

#আলোরফাঁদ #পোকা_পর্যবেক্ষণ #আমনধান #দামুড়হুদা #কৃষিতথ্য
#পরিবেশবান্ধব_কৃষি #উদ্ভিদসংরক্ষণ #চুয়াডাঙ্গা #বাংলারকৃষি #কৃষিসেবা

25/09/2025

আজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে স্থানীয় কৃষকদের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। ভেজাল দস্তা ও বোরন সার শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবা ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে।

এ অভিযান স্থানীয় কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছভাবে পরিচালিত হয়, যা ভবিষ্যতে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভেজাল সারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে।

ভেজালমুক্ত কৃষি আমাদের সকলের অধিকার। আসুন, আমরা সবাই সচেতন হই এবং ভেজাল প্রতিরোধে একসাথে কাজ করি।

📽 নিচের ভিডিওতে পুরো প্রক্রিয়াটি দেখুন।
📢 শেয়ার করে কৃষকদের সচেতন করতে সহায়তা করুন। #ভেজাল সার #ভেজালসার জব্দ

23/09/2025
চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে সবুজপাড়ার মাসুমের মরদেহ উদ্ধারআজ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে কোন সাড়া শব্দ না পে...
20/09/2025

চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে সবুজপাড়ার মাসুমের মরদেহ উদ্ধার

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে থানার ওসিসহ পুলিশের টিম ঘটবাস্থলে আসেন।
মামুনুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবর রহমানের ছেলে।
তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি কেদারগঞ্জ সবুজপাড়ায় হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন।
হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান। মামুনুর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে তিনি উপরে গিয়ে দেখতে পান মামুনুরের স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন। স্বজনদের পরামর্শ দেওয়া হয় মামুনুরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা দেখতে পান মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, মাহবুবুর রহমান মাসুম নামের এক ব্যক্তির মরদেহ হোটেলের রুমে রয়েছে। সিআইডির টিম এসে আলামত সংগ্রহ করবে৷ মৃত্যুর কার‍ণ জানতে তদন্ত করা হচ্ছে।
এদিকে, বেলা দেড়টাই এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হোটেলের কক্ষে রয়েছে।
**বিস্তারিত আসছে…..**

إنا لله وإنا إليه راجعونইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাস্তপুর দাখিল মাদ্র...
19/09/2025

إنا لله وإنا إليه راجعون
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাস্তপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক এবং সুবলপুর গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত জমাত আলী সাহেব আজ ইন্তেকাল করেছেন (আল্লাহ উনার প্রতি রহম করুন)।

তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, যিনি আলোকিত করেছেন অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবন। তাঁর কোমল স্বভাব, আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের সবার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। গ্রামবাসীর কাছেও তিনি ছিলেন একজন প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি।

আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।

দয়া করে তাঁর রুহের মাগফিরাতের জন্য একটি দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ ডাঃ রিয়াজুল জান্নাত রিয়া ৪৮ তম বিসিএস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে বিডি এগ্রো টিভি এর উপস্থাপক ...
12/09/2025

আলহামদুলিল্লাহ ডাঃ রিয়াজুল জান্নাত রিয়া ৪৮ তম বিসিএস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে বিডি এগ্রো টিভি এর উপস্থাপক শেখ সাদীকের ছোট ভাই এর সহধর্মিনী এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোঃ আইনুল ইসলাম এবং তুহিন আক্তার রত্না এর জ্যেষ্ঠ কন্যা। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।
বিডি এগ্রো টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

Address

Damurhuda
Chuadanga
7220

Telephone

+8801913886281

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিডি এগ্রো টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিডি এগ্রো টিভি:

Share