08/10/2025
ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে অভিযান | দামুড়হুদা, চুয়াডাঙ্গা
আজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের দুলালনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালিত হয় ভেজাল সার ও কীটনাশক প্রতিরোধে।
👉 অভিযানে নেতৃত্ব দেন –
আল সাবা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
সহযোগিতায় ছিলেন –
মোহাম্মদ নাজমুল হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা
মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা।
✅ অভিযানে বেশ কিছু ভেজাল কীটনাশক ও সার জব্দ ও ধ্বংস করা হয়।
🚫 কৃষকদের সুরক্ষায় ও নিরাপদ কৃষি চর্চার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।
📢 কৃষকদের প্রতি আহ্বান – সঠিক ও অনুমোদিত উৎস থেকে কৃষি উপকরণ সংগ্রহ করুন।
📌 পুরো অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। দেখে শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।
#ভেজাল_বিরোধী_অভিযান
#চুয়াডাঙ্গা
#দামুড়হুদা
#কৃষি_অধিদপ্তর
#নিরাপদ_কৃষি
#ভেজাল_পণ্য_বর্জন
#কৃষকের_সুরক্ষা
#বাংলার_কৃষি
#কৃষি_অভিযান
#দুলালনগর