23/08/2022
নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার
August 22, 2022 - by Chunarughat & Hobigonj News24
নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার
August 22, 2022 - by barta News
নওগাঁর সাপাহারে নাপা সিরাপের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা নেওয়ার অপরাধে এক ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা। তিনি বলেন, আগের উৎপাদিত নাপা
সিরাপের দাম ২০ টাকা হওয়া সত্ত্বেও প্যাকেটের গায়ে সেই দাম মুছে ৩৫ টাকা মূল্য লিখে রাখার অপরাধে পপুলার মেডিসিন কর্নারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন, জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা অভিযান চলাকালে মাইকিং, লিফলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করার চেষ্টা করছি।এসময় থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
আরো পড়ুন> আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। তিনি রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের
কোনো শেষ নেই। তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়; সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।তিনি
বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।