Holy Bani-হলি বাণী

Holy Bani-হলি বাণী হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম

08/09/2025

ফেইসবুক কখনো কখনো আমাদেরকে ইউজ করে! সেটা কীভাবে??

যখন দেখবেন আপনার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে ফেইসবুকে লিখেন, মিনিটে মিনিটে আমি এখানে আছি,সেখানে আছি, এমনকি অফলাইনে কোনো সমস্যার মুখামুখি হলে অনলাইনে এসে দুঃখের পোস্ট করেন, বন্ধুর সাথে মনোমালিন্য হলে সেটা ফেইসবুকে লিখেন, এমন আরও বহু বিষয়াবলী আছে যা অফলাইনের বিষয়, কিন্তু আপনি অনলাইনে নিয়ে আসেন।

এমন স্বভাব যদি আপনার মাঝে থাকে, বুঝে নিবেন আপনি ফেইসবুক চালান না, আপনাকে ফেইসবুক চালাচ্ছে। এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বুঝে নিবেন আপনি মানষিক ভারসাম্যহীন।

🪡Monsurul hoque

07/09/2025

ঐক্যের ব্যাপারে আমরা আন্তরিক: জমিয়তে ওলামায়ে ইসলাম |

#ঐক্য
#জমিয়তে_ওলামায়ে_ইসলাম
#রাজনীতি
#বাংলাদেশ

#ইসলামি_রাজনীতি
#সংবাদ

07/09/2025

চরমোনাইর ফজু পাগলাদের কিছু ভিডিও আছে,
একটা একটা করে দিবো নাকি?

07/09/2025

গতকাল গিয়েছিলাম বিশিষ্ট ওয়ায়েজ আইয়ুব বিন সিদ্দিক সাহেবের মাদরাসায়, মাদরাসার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর।

03/09/2025

হেফাজত কেন জামায়াতের সাথে নয়
বিএনপির সাথে ঐক্যে আগ্রহী
সৈয়দ মবনু

হেফাজতে ইসলামের আমীর শ্রদ্ধেয় শায়েখ মুহিবুল্লাহ বাবুনগরী জামায়াতের সাথে ঐক্যের বিরুদ্ধে এবং বিএনপির সাথে ঐক্যের পক্ষে বক্তব্য দিয়েছেন। এতে জামায়াত এবং প্র-জামায়াতের অনেক ক্ষুব্ধ হয়ে তাকে গালাগালি করছেন। এ বিষয়ে দেওবন্দী এক আলেমকে প্রশ্ন করলে তিনি বলেন, জামায়াতের কেউ আল্লামা মুহিবুল্লাহ, আল্লামা আহমদ শফি, কিংবা শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (র.) কে গালি দিলেও আমি কষ্ট পাই না। কারণ যারা হযরত উসমান (রা.) এর মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীকে আমানতের খিয়ানতকারী তোহমত দিতে পারে, তারা যে কাউকে মিথ্যা তোহমত দিয়ে গালাগালি করতে অসুবিধা হবে না। চিন্তা করুন কোথায় আহমদ শফি আর মুহিবুল্লাহ বাবুনগরী আর কোথায় উসমান? আরে, উসমান তো ঐ ব্যক্তি যার কাছে রাহমাতুল্লিল আলআমিন হযরত নবী করিম (স.) তার দুই মেয়েকে বিয়ে দিয়ে জিননুরাইন উপাধীর অধিকারী করে দিয়েছিলেন। উসমান তো ঐ সাহাবী যার জন্য আল্লাহপাক কিয়ামতের দিন হিসাবের খাতা বন্ধ করে দিয়েছেন। উসমান তো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। সেই উসমানকে যে দলের প্রতিষ্ঠাতা আমানতের খিয়ানতকারী তোহমত দিতে পারেন, সেই দলের কর্মিরা শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (র.) কিংবা আল্লামা আহমদ শফি, অথবা বাবুনগরীকে তোহমত দিচ্ছে, তা খুব বড় কিছু করছে না।
জানতে চাইলাম; কওমিতে পড়ুয়া অনেকে জামায়াতের পক্ষে কথা বলছেন,? তিনি বললেন, আমার আফসুস কওমি মাদরাসায় পড়ে কিংবা কওমি মাদরাসার আলেমদের সাথে চলাফেরা করেও যারা প্র-জামায়াত, বা প্র-মাওদূদী হয়ে কথা বলেন তাদের জন্য।
হেফাজতের আমির বলেছেন, জামায়াতের সাথে ঐক্য না করে তারা বিএনপির সাথে ঐক্য করতে রাজি। এজন্য কওমি ঘরের যারা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সমালোচনা করছেন তাদের সংখ্যা যাতে কওমি ঘরে আর বৃদ্ধি না হয় সে জন্যই আল্লামার এই উদ্যোগ বা চেষ্টা। অনেকের প্রশ্ন; বিএনপির মতো সেকুলার দলের সাথে ঐক্যে অসুবিধা নেই, অথচ জামায়াতের মতো ইসলামী দলে অসুবিধা? সমস্যা তো এখানে। সাদা কাপড়ে রঙ লেগে যায় বলে আমরা সাদা কাপড়ের সাথে এমন কাপড় এক সাথে বিজাইনা যার রঙ পরিবর্তনের সম্ভবনা রয়েছে। এতে সাদা কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়। জামায়াতে ইসলামের অবস্থা সেই রঙ যাওয়া কাপড়ের মতো। তারা যেকোন কাপড়ের রঙকে নষ্ট করে দিতে পারে তার নিজের রঙ দিয়ে। এটাকেই বলে প্র-জামায়াত। জামায়াত কোনদিন নিজে কিছু করতে পারবে না, তবে অন্যকে তার নিজের রঙে রঙিন করার চেষ্টায় ধ্বংস করে দিবে। জামায়াত যখন বিএনপির সাথে মিশেছে, বিএনপিতে তাদের রঙ বিতরণ করে বিএনপির অস্থিত্ব ম্লাণ করে দিয়েছিলেো। বিএনপিকে সেই স্থান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে। তারা বেরিয়ে আসতে পেরেছে, যেহেতু তাদের রাজনৈতিক আদর্শ আর জামায়াতের রাজনৈতিক আদর্শে শুধু নয়, সংস্কৃতিতে, পোশাকে, কর্মসূচীতেও ব্যবধান রয়েছে। তারপরও বিএনপি তার অনেক কর্মিকে লষ্ট করেছে। নন-জামায়াতি ইসলামপন্থীদের জামায়াতের সাথে ঐক্যের পর আর নিজেদের ঈমান-আকিদা রক্ষা করা সম্ভব হবে না। কারণ সাধারণ মানুষ আকিদার গভীর তত্ত্ব তেমন বুঝেন না এবং তারা আকিদা নিয়েও তেমন লেখাপড়া করেন না। অথচ তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। আমার মাঝেমধ্যে প্রশ্ন জাগে মনে; কিয়ামতের মাঠে যদি মাওলানা মওদূদী সাহেবকে হযরত রাসুল (স.) প্রশ্ন করেন; মিস্টার, তুমি যে আমার মেয়ের জামাই উসমানকে আমানতের খিয়ানতকারী তোহমত দিলে, আমি কি না বুঝে আমার দুই মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছি? আর আল্লাহ যদি প্রশ্ন করেন, ওহে নাদান, আমি যার উপর রাজি ও খুশি হয়ে জান্নাতের সুসংবাদ দিলাম, তুই তাকে তোহমত দিলে আমানতের খিয়ানতকারী? তখন মওদূদী সাহেব কি জবাব দিবেন? কি জবাব দিবেন এই দলের নেতা-কর্মীরা যদি তাদেরকে স্বয়ং রাসুল (স.) জিজ্ঞেস করেন, তোমরা আমার আমার মেয়ের জামাইকে তোহমতদাতাদের দলে গিয়ে কীভাবে আমার শাফায়াত আশা করো? কিংবা আল্লাহ যদি বলেন, আমি যাকে আমানতদার মনে করে জান্নাতি ঘোষণা দিলাম, রাসুল যাকে আমানতদার মনে করে দুই মেয়ে বিয়ে দিলেন, তাকে যারা আমানতের খিয়ানতকারী তোহমত দিলো তোমরা তার দলে থেকে কীভাবে আমার দয়া আশা করো? তখন কি জবাব দিবেন আমার জামায়াতি বন্ধুরা?
আকিদার এই জায়গাগুলোই আমাদেরকে জামায়াতে ইসলামীর সাথে ঐক্যে প্রতিবন্ধকতা তৈরি করে। জামায়াতের সাথে কিংবা তাদের নেতা-কর্মীদের সাথে আমাদের দেওবন্দীদের ব্যক্তিগত কোন বিরোধ নেই। বিরোধ হলো আকিদাগত।
৬ এপ্রিল ২০২৫
©

02/09/2025
জীবন আপন গতিতে চলছে!
30/08/2025

জীবন আপন গতিতে চলছে!

23/08/2025

সুনামগঞ্জ -০৩
খেজুর গাছের শোডাউন

গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা শীর্ষক দেয়ালিকা প্রকাশহবিগঞ্জ:গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা শীর্ষক দেয়ালিকা ...
19/08/2025

গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা শীর্ষক দেয়ালিকা প্রকাশ

হবিগঞ্জ:
গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা শীর্ষক দেয়ালিকা প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ উমেদনগর ক্যাম্পাস শাখা। এতে ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্যরা কিভাবে রাজপথে থেকে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে এবং নিজেরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে—তা লেখনী, চিত্র ও স্লোগানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী।

নেতৃবৃন্দ উমেদনগর ক্যাম্পাস শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—
“ছাত্র জমিয়তের সংগ্রামী ইতিহাস কলমের মাধ্যমে সংরক্ষণ করতে হবে। দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হলো দেয়ালিকা প্রকাশ। এর মাধ্যমে নতুন প্রজন্ম অতীতের ত্যাগ ও সংগ্রামের কথা জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে।”

তারা আরও বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জমিয়ত সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের গণআন্দোলনের প্রতিটি পর্বেই ছাত্র জমিয়তের কর্মীরা সর্বদা রাজপথে থেকে নিজেদের আত্মত্যাগের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা কলম ও কণ্ঠের মাধ্যমে ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে।

#দেয়ালিকা
#ছাত্র_জমিয়ত
#সভাপতি
#সাধারণ_সম্পাদক

19/08/2025

নবীগঞ্জ - বাহুবলে খেজুর গাছের শোডাউন

18/08/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হবিগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থী M***i Siddikur Rahman ভাইয়ের নির্বাচনি শোডাউন নবীগঞ্জ এ অনুষ্ঠিত হয়।

15/01/2025

আপা.............
আপনি চট করে এসে পট করে ঢুকে পড়েন 😂

Address

Chunarughat Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Holy Bani-হলি বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category