Doomdumia Lake-দুমদুমিয়া লেক

Doomdumia Lake-দুমদুমিয়া লেক Its a place for spent some leisure time

07/06/2025

ইদ মোবারক সবাইকে

30/05/2025

আজকের প্রকৃতি সুন্দর

29/05/2025

"এই প্রকৃতি রবে চিরকাল,শুধু একদিন আমি হারিয়ে যাবো নীরব দিগন্তে..."

#প্রকৃতি #দুমদুমিয়া #দমদমিয়া

সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছি.... কখনো কখনো মনে হয় আমি আর আমি নেই। সময় যেন এক অদৃশ্য নদী, তার স্রোতে প্রতিদিন একটু একটু করে...
11/05/2025

সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছি....

কখনো কখনো মনে হয় আমি আর আমি নেই। সময় যেন এক অদৃশ্য নদী, তার স্রোতে প্রতিদিন একটু একটু করে মুছে যাচ্ছে আমার চিহ্ন।
দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-চোখে কুয়াশা, মুখে এক ক্লান্ত যাত্রী।
আশেপাশে সবাই আছে, অথচ কোথাও যেন শূন্যতা।
সময় আমাকে ঠিকই এগিয়ে নিচ্ছে, কিন্তু কোথায় আমি তা জানি না।

07/05/2025

নারীর মন এমনই –
১. রাগ করলে, ভাঙাতে হবে – কিন্তু ভাঙালে আরও রেগে যাবে।
২. রাগ না ভাঙালে, চুপ থাকলে সংসারে অশান্তি করবে।
৩. শাসন করলে ঝগড়া হবে – তবে আদর করলে, সে ভাব দেখাবে।
৪. নিষেধ করলে, সেই কাজটাই করবে যা নিষেধ করা হয়েছিল!
৫. ছাড় দিলে, মাথায় উঠে যাবে – আর ভালোবাসা দেখালে, দুর্বলতা মনে করবে।
৬. চুপ থাকলে, খোঁচাবে – আর প্রশংসা করলে, বিশ্বাস করবে না!
৭. প্রশংসা না করলে, জীবন তেজপাতা হয়ে যাবে – আর কিছু কিনে দিলে, পছন্দ করবে না।
৮. সঙ্গে করে কিনতে গেলে, আবদার করবে!

04/05/2025

স্মৃতিগুলো মাঝে মাঝে আমার জানালার ধারে এসে বসে। তারা চুলে ধুলো মেখে থাকে, পুরোনো কাগজের মতো গন্ধ ছড়ায়। আমি জানি, তাদের ধাক্কা দিলে ওরা হাওয়ার মতো উড়ে যাবে, তাই চুপচাপ দেখি। ছুঁই না।

13/04/2025

তবে ভালো থেকো তুমি, শতসুখ যেনো মিলে তোমায়,,,,

03/02/2025
20/01/2025

জীবনে একবার হলেও কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসা উচিৎ,
যাতে বুঝতে পারেন কেন কাউকে ভালোবাসা উচিৎ নয়💔💔

Address

Chunarughat Bazar

Telephone

+8801601851212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doomdumia Lake-দুমদুমিয়া লেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doomdumia Lake-দুমদুমিয়া লেক:

Share