Troll Football

Troll Football Trolling

একটা ট্যাপ ইন দিসে তাও এটা ক্লিয়ার অফ-সাইড ছিল  বাবাগো সকাল থেকে এখন পর্যন্ত ফেসবুকে ঢুকাই যাচ্ছে না।যদি মেসির মত স্কোর ...
05/06/2025

একটা ট্যাপ ইন দিসে তাও এটা ক্লিয়ার অফ-সাইড ছিল বাবাগো সকাল থেকে এখন পর্যন্ত ফেসবুকে ঢুকাই যাচ্ছে না।
যদি মেসির মত স্কোর করত এই বয়সে তাইলে আর দুনিয়াই থাকা যাইত না

We are looking forward to it..
04/06/2025

We are looking forward to it..

🎮 নতুন গেম দোকানের গ্র্যান্ড ওপেনিং! 🎉

অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে গেল!
কালকে (5/6/2025 ) উদ্বোধন হচ্ছে আমাদের স্বপ্নের গেমিং শপ "Gamer's Heaven"

⚡ পাবেন সব ধরনের নতুন ও ক্লাসিক গেম
⭐ প্লে স্ট্যাশন 4 এর প্রাইজ প্রতি ঘন্টায় ১২০ টাকা এবং প্লে স্ট্যাশন 5 এর প্রাইজ প্রতি ঘন্টায় ১৫০ টাকা।
💥 স্পেশাল ওপেনিং অফার!
🎁 প্রথম 20 জন ক্রেতার জন্য থাকছে চমৎকার ডিসকাউন্ট।
⭐প্লে স্ট্যাশন 4 এর প্রাইজ ৯০ টাকা এবং প্লে স্ট্যাশন 5 এর প্রাইজ ১১০ টাকা প্রতি ঘন্টায়।

📍 লোকেশন: [পীরের বাজার (নতুন বাজার) চুনারুঘাট]
🕓 সময়: সন্ধ্যা ৬ টা থেকে।

বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, দেখা করি এবং গেমিং জগতে একসাথে পা রাখি! ❤️

🫣
02/06/2025

🫣

5 goals and 3 assists in the last 3 games. 🙌🏻🇦🇷
02/06/2025

5 goals and 3 assists in the last 3 games. 🙌🏻🇦🇷

১ম জন: আল্ফ্রেদো ডে স্টেফানো🇦🇷 যিনি রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা প্লেয়ার। ⭐২য় জন: লিওনেল মেসি🇦🇷 যিনি বার্সেলোনা এবং ফু...
01/06/2025

১ম জন: আল্ফ্রেদো ডে স্টেফানো🇦🇷 যিনি রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা প্লেয়ার।
⭐২য় জন: লিওনেল মেসি🇦🇷 যিনি বার্সেলোনা এবং ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার।
⭐ ৩য় জন: দিয়াগো ম্যারাডোনা যিনি নেপোলির ইতিহাসের সেরা প্লেয়ার এবং ফুটবল ইতিহাসে মেসির পরেই সে ইতিহাসের সেরা প্লেয়ার।
⭐ এখন কথা হচ্ছে অন্য কোনো ন্যাশনে কি এরকম প্লেয়ার দেখাতে পারবেন যারা ক্লাব এবং ইতিহাসে নিজদেরকে অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছে, হ্যা অবশ্যই দেখা পারবেন তবে ফুটবলে না চাপাবাজীতে।

🚨 Simone Inzaghi: " শুধুই যে আমরা ফাইনাল ম্যাচে ৫ গোল হজম করেছি তা কিন্ত না,  আরেকদল আছে যারা ফাইনালে বার্সেলোনার বিপক্ষ...
01/06/2025

🚨 Simone Inzaghi: " শুধুই যে আমরা ফাইনাল ম্যাচে ৫ গোল হজম করেছি তা কিন্ত না, আরেকদল আছে যারা ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৫ গোল হজম করেছে"😀

1967: Inter gives Celtic a treble1972: Inter gives Ajax a treble2023: Inter gives Man City a treble2025: Inter gives PSG...
01/06/2025

1967: Inter gives Celtic a treble
1972: Inter gives Ajax a treble
2023: Inter gives Man City a treble
2025: Inter gives PSG a treble

পিএসজি ছাড়লাম ইউসিএল জিত্যে কিন্ত আমার এ কি অবস্থা। 😀
31/05/2025

পিএসজি ছাড়লাম ইউসিএল জিত্যে কিন্ত আমার এ কি অবস্থা। 😀

পিএসজির বদলে আজকে বার্সেলোনার সেলিব্রেশন করার কথা কিন্ত-----
31/05/2025

পিএসজির বদলে আজকে বার্সেলোনার সেলিব্রেশন করার কথা কিন্ত-----

কষ্ট তখনই লাগে যখন ভাবি ইন্টারের বিপক্ষে হেরে বার্সেলোনার সুন্দর একটা ইউসিএল জার্নি শেষ হয়েছিল।কিরে সোমারের বাইচ্চা আজকে...
31/05/2025

কষ্ট তখনই লাগে যখন ভাবি ইন্টারের বিপক্ষে হেরে বার্সেলোনার সুন্দর একটা ইউসিএল জার্নি শেষ হয়েছিল।
কিরে সোমারের বাইচ্চা আজকে তো দেখি সেভই দিতে পারিস না।😖

ইন্টার মিলান আসলে প্যারিসের হাই প্রেসিং এর সামনে টিকতেই পারছে না।শুধুই ব্যাক পাস এবং লং পাস দিয়ে বল নষ্ট করছে ইন্টার।সেক...
31/05/2025

ইন্টার মিলান আসলে প্যারিসের হাই প্রেসিং এর সামনে টিকতেই পারছে না।
শুধুই ব্যাক পাস এবং লং পাস দিয়ে বল নষ্ট করছে ইন্টার।
সেকেন্ড হাফে সম্ভবত পিএসজি সেই হাই প্রেসিং ধরে রাখতে পারবে না দেখা যাক কাম ব্যাক করতে পারে কি না ইন্টার।

Address

Chunarughat

Alerts

Be the first to know and let us send you an email when Troll Football posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Troll Football:

Share