Shafiqul Islam Sajib

Shafiqul Islam Sajib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafiqul Islam Sajib, Video Creator, Chunarughat.
(4)

আলোকচিত্রী শহিদুল আলমের এই ছবিটা ভূয়া। ছবিতে পিছনের লোকজনের ছায়া পড়েছে, কিন্তু সামনের কারো ছায়া নেই, এতেই প্রমাণিত হয় এট...
08/10/2025

আলোকচিত্রী শহিদুল আলমের এই ছবিটা ভূয়া। ছবিতে পিছনের লোকজনের ছায়া পড়েছে, কিন্তু সামনের কারো ছায়া নেই, এতেই প্রমাণিত হয় এটা জুড়ে দেওয়া ছবি,তাছাড়া এখন পর্যন্ত কোন বন্দীর সাথে ইসরায়েলী সেনাদের এভাবে পোজ দেওয়ার ছবি ভাইরাল হতে দেখিনি।

অথচ, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা এই ছবিটা ফেসবুকে পোস্ট করে নাকের পানি আর চোখের জল এক করে ফেলেছেন!🥴

06/10/2025
30/09/2025

২৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজী।
১১আশ্বিন ১৪৩২ বাংলা।
৪ রবিউস সানী ১৪৪৭ হিজরী।
শুক্রবার বিকেল ৫:০০ মিনিট।

29/09/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।

23/09/2025

নিষিদ্ধ হওয়া
জামায়াত শিবির আজ জনতার
কলিজার টুকরা সংগঠন হয়ে দাঁড়িয়েছে।

23/09/2025

বেডি মানুষ 😄

23/09/2025

আমেরিকার বস্তাপচা গণতন্ত্র যাদের ভালো লাগে, তাদের জন্য আজ পচা ডিমের শুভেচ্ছা!

কি হাস্যকর দেশ, আর কি হাস্যকর তাদের তথাকথিত “গণতন্ত্র” ও “বাকস্বাধীনতা”!
একটা রাষ্ট্রের প্রধান ব্যক্তি,গুরুত্বপূর্ণ সফরে গিয়েছে—তার নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত না!
চাইলেই খু+নি, স+ন্ত্রা+সী দলের লোকজন একত্রিত হয়ে গা+লা*গালি দিতে পারে, পচা ডিম ছুড়ে মারতে পারে, ইচ্ছেমতো অপমান করতে পারে—এটা নাকি তাদের “অধিকার”!
আসলে এই হচ্ছে আমেরিকার সেই বস্তাপচা গণতন্ত্রের বাস্তব রূপ!

অনেকে এর জন্য রাজনৈতিক দল বা সরকারের ওপর দোষ চাপাচ্ছেন,কেন তারা তাদের প্রোটকল নিল না, কিন্তু আমি বলি—এটা তো আমেরিকার সেই তথাকথিত গণতন্ত্রেরই উপহার!

দেখুন, হেফাজতের কিছু নেতা রাষ্ট্রীয় দাওয়াতে আ+ফ*
গা*নে গিয়েছিল—কোনো আওয়ামী লীগের বাপের সাহস আছে সেখানে গিয়ে অপমান করার?
বলবেন—ওখানে আওয়ামী লীগ নাই। ঠিক আছে,তাহলে রাজতন্ত্র থাকা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে যান,যদিও রাজতন্ত্র ইসলামে বৈধ নয় —তবুও সেখানে গিয়ে অতিথিদের অপমান করার সাহস কই?

আসলে যারা আমেরিকাকে “বাপ” বানিয়েছে, তাদের এই পচা ডিমের গণতন্ত্র ভালোই লাগবে!
তাদের এই অবস্থা হওয়া মোটেও খারাপ কিছু না। বরং ইউনুস সাহেব সহ সবাই যদি পঁচা ডিম খাইতো, তাহলে আরও ভালো হতো!

শুধু আখতারের জন্য একটুখানি খারাপ লাগছে বেচারা জুলাই বিপ্লবের অন্যতম একজন।

23/09/2025

🌸“মেয়েকে সম্মান দাও, কারণ সে-ই একদিন কারো মা হয়ে জাতি গড়ে তুলবে।”

22/09/2025

বাংলাদেশের ইতিহাসে কোন ইসলামিক বক্তা(সাবেক-বর্তমান) আপনার সবচেয়ে পছন্দের ⁉️

22/09/2025

একজন বক্তা দরকার মাহফিল করবো।

শিয়াল মুরগি শিকার করার আগে।
21/09/2025

শিয়াল মুরগি শিকার করার আগে।

Address

Chunarughat
5000

Alerts

Be the first to know and let us send you an email when Shafiqul Islam Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiqul Islam Sajib:

Share

Category