চুনারুঘাটের ফেরিওয়ালা

চুনারুঘাটের ফেরিওয়ালা This page is official page of Chunarughater Feriwala. Chunarughater Feriwala is a real content creator.
(1)

its contain all of content that is social,islamic,funny,travelling etc.

09/10/2025

আমার আশায় আশায় জনমরে গেলো
তার সঙ্গে না দেখা হল.........

09/10/2025

আরেহ ভাই আজব তো !!
কিসব শুরু হইছে এইসব

রাস্তা একটা পাইলেই কি গাড়ি চালানো শুরু করা লাগবে নাকি ??
রাস্তা কি বাস ওয়ালা দের বাপের নাকি ??

রাস্তা বানাইছে কেক বেচার জন্য আর এর মধ্যে কি সব মানুষ জন গাড়ি নিয়া নামছে বুঝলাম না ব্যপার টা

04/10/2025

চুনারুঘাটে হিন্দু ছেলেকে বিয়ের দাবীতে অনশনে ২ মাসের অন্তঃসত্ত্বা মুসলিম নারী।
জানা গেছে ঐ হিন্দু ছেলের ৩ বছরের একটি মেয়েও রয়েছে এবং ঐ মুসলিম নারীর একটি ৫ বছরের ছেলেও রয়েছে তার বর্তমান স্বামী প্রবাসী।

03/10/2025

পূজায় এসে আল্লাহ তালার শুকরিয়া আদায় করেছেন জামাত নেতা।
নাউজুবিল্লাহ মিন জালিক

02/10/2025

রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ (নাউজুবিল্লাহ), এরা স্বার্থর জন্য সব কিছু বলতে পারে করতে পারে।
বলেছেন জামাতের নেতা শিশির মনির। যারা এই বক্তব্য শোনছেন নাউজুবিল্লাহ গিয়ে বাড়িতে বইলেন।

আপনার অপেক্ষায় চুনারুঘাট-মাধবপুরবাসি
27/09/2025

আপনার অপেক্ষায় চুনারুঘাট-মাধবপুরবাসি

27/09/2025

ওয়াজের সুর নিয়ে ব্যাঙ্গ না করে অন্যভাবেও তো বিনোদন দেয়া যায়? এটা কি ঠিক?

27/09/2025

বড়লেখায় পর্যটককে হু'ম'কি, পর্যটনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

আজ শুক্রবার (২৬-০৯-২৫) বড়লেখার পাথারিয়া চা বাগানের কাছে পুছুম ঝর্ণায় যাওয়ার পথে একদল স্থানীয় পর্যটক মা'রা'ত্মক হু'ম'কির সম্মুখীন হন। জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি পর্যটকদের পথরোধ করে শারীরিক ক্ষ'তির হু'মকি দেয়। আমার জানামতে স্পর্শকাতর রাষ্ট্রীয় স্থাপনা(KPI) এবং কোন প্রাইভেট প্রপার্টির মালিক তার এলাকাতে চলাচল নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু পাথারিয়া পাহাড় কোন ব্যক্তির বাপের সম্পত্তি না ইচ্ছে হলো আমি আটকে দিলাম 😡 তাই আমি প্রশাসনকে অনুরোধ করব ওই এলাকায় কোন রাষ্ট্র বিরোধী কার্যক্রম হচ্ছে কিনা তা তদন্ত করে দেখার।

এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি বড়লেখার পর্যটন সম্ভাবনার জন্য একটি গভীর হু'মকি।

🔴 স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি,
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত তদন্ত ও প্রতিকার করা হোক।

পর্যটন নিরাপদ না হলে, সৌন্দর্য থেকেও মুখ ফিরিয়ে নেবে মানুষ।
🛑 পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করুন
🌿 বড়লেখার সুনাম অক্ষুণ্ন রাখুন

#বড়লেখা

25/09/2025

এই গুলা না করে মানুষের বা//ল ফালালেও তো কিছু ইনকাম হইতো।

এই যে প্রবীণ লোকটাকে ধরে জোর করে তার চুল কেটে দিচ্ছে, এই যে এভাবে দিনের পর দিন ফকির, দরবেশ, আত্মভোলা, নিজের মতো করে থাকতে চাওয়া লোকদের ধরে ধরে তারা চুল কেটে দেয়, দাঁড়ি কেটে দেয়, কেন দেয়? মানুষটার উপকার হবে বলে? তাকে 'সুস্থ জীবন' ফিরিয়ে দেবে বলে?

না, একদমই না। যারা ভয়ংকর ওয়াহাবিবাদকে চেনেন, তারা জানেন, অন্যের উপকার করা মোটেই তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য অন্যের মত দমন করা। অন্যের বেশভূষা, পোশাক-আশাক আর চাল-চলনকে নিয়ন্ত্রণ করা। তুমি আমার মতো খাটো চুল না রেখে লম্বা চুল রাখো কেন? তোমার মাথায় জটা কেন? তুমি এভাবে লাঠি হাতে, ঝোলা কাঁদে, খালি পায়ে, আদুল গায়ে ঘুরে বেড়াও কেন? তোমাকেও আমার মতো খাটো চুল রাখতে হবে, সাইজ মতো দাঁড়ি রাখতে হবে, লম্বা জোব্বা পরতে হবে, মাথায় পাগড়ি পরতে হবে। এজন্যই ধরে ধরে আমরা তোমাদের চুল কেটে দিচ্ছি, দাঁড়ি সাইজ করে দিচ্ছি। আমরা এর নাম দিয়েছি মানবসেবা। কিন্তু আমরা জানি এই মানবসেবার আড়ালে রয়েছে ভিন্নমত, ভিন্নপথ, ভিন্নরুচি দমন করা।

জানি প্রতিবাদ করে কোনো লাভ হবে না। ভিন্নমত, ভিন্ন রুচির অধিকার সব গোল্লায় গেছে। গোল্লায় আরও যাবে। তবু এই প্রবীণের ওপর জবরদস্তি দেখে খারাপ লেগেছে। কোনো কিছু খারাপ লাগলে প্রতিবাদ করা অভ্যাস হয়ে গেছে। শত চেষ্টা করেও এই অভ্যাস থেকে বের হতে পারি না। তাই প্রবীণের ওপর এই অসহ্য নিপীড়নের প্রতিবাদ জানিয়ে গেলাম।

19/09/2025

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নিহত এক নারী
সংঘর্ষ চলমান...
সুত্র: যমুনা টিভি

18/09/2025

গত এক বছরে বন্ধ বিজিএমইএ এর ১৫৪টি পোশাক কারখানা
বন্ধের পথে আরো ২০টি পোশাক কারখানা।
কর্মহীন লাখ লাখ শ্রমিক
দায় কার?

18/09/2025

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চাসোনা

Address

Chunarughat
3320

Alerts

Be the first to know and let us send you an email when চুনারুঘাটের ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category