Maa Meye moments

Maa Meye moments “একজন মা আর তার মেয়ের প্রতিদিনের ছোট ছোট গল্প। ভালোবাসা, শেখা, হাসি-কান্না — সব মিলিয়ে MaaMeye Moments।”
(105)

বাচ্চা হবার পর একজন মায়ের ঘুমের গল্প 🥺🥱👩‍🍼 মা –বাচ্চার পাশে আধঘুম, একহাত সবসময় বাচ্চার উপর,চোখ আধখোলা—যেনো ছোট্ট নড়াচড়...
27/09/2025

বাচ্চা হবার পর একজন মায়ের ঘুমের গল্প 🥺🥱

👩‍🍼 মা –
বাচ্চার পাশে আধঘুম, একহাত সবসময় বাচ্চার উপর,
চোখ আধখোলা—
যেনো ছোট্ট নড়াচড়াতেই জেগে যাবে 🥺💔

👨‍🍼 বাবা –
বাচ্চার পাশেই ঘুম,
কিন্তু আশেপাশে ভূমিকম্প হলেও টের পাবে না 😭😂
যাই হোক শুভ সকাল 🌸




26/09/2025

ঝড় থেমে গেলে তুমি মনে রাখতেও পারবে না কীভাবে সেটা পার করে এলে, কীভাবে টিকে থাকতে পেরেছিলে। এমনকি নিশ্চিতও হতে পারবে না, সত্যিই কি ঝড় থেমেছে।
কিন্তু একটা ব্যাপার নিশ্চিত—ঝড় পেরিয়ে যখন তুমি বেরিয়ে আসবে, তুমি আর আগের সেই মানুষটা থাকবে না।
এটাই তো এই ঝড়ের মূল উদ্দেশ্য।
শুভ রাত্রি 🌃🌃

আসসালামু আলাইকুম, শুভ সকাল☀️সকালে ঘুম থেকে উঠেই আমার আম্মুর কাজ তার বারান্দা চেক করা,কি কি ফুল তার জন্য অপেক্ষা করছে 😍আম...
26/09/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল☀️
সকালে ঘুম থেকে উঠেই আমার আম্মুর কাজ তার বারান্দা চেক করা,কি কি ফুল তার জন্য অপেক্ষা করছে 😍আমার আম্মুর হ্যাপিনেস 🌸

ছুটি তো  শুরু হলো ঠিকই ,কিন্তু আমার জন্য যেনো সেই একই দায়িত্বের ভীড়। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়... ইচ্ছে করে একটু রি...
25/09/2025

ছুটি তো শুরু হলো ঠিকই ,কিন্তু আমার জন্য যেনো সেই একই দায়িত্বের ভীড়। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়... ইচ্ছে করে একটু রিলাক্স করি, মন খুলে হাসি, মন খুলে ঘুরি। কিন্তু দায়িত্বের বাঁধনে সব ইচ্ছে আটকে থাকে... 💔
মা হয়ে গেছি আমি, এখন আর ছোট নেই… বড় হয়ে গেছি।বড়দের নাকি আনন্দ করতে নেই, শুধু দায়িত্বই পালন করতে হয়…" তাই নাকি আপু রা?




এই রোদ মাখা দুপুরে এক বাটি টক মিষ্টি ফুচকা নাহলে পেটে শান্তি আসে না❤️🌶️
25/09/2025

এই রোদ মাখা দুপুরে এক বাটি টক মিষ্টি ফুচকা নাহলে পেটে শান্তি আসে না❤️🌶️



শুভ রাত্রি 🌃
24/09/2025

শুভ রাত্রি 🌃

"বৃষ্টি মানেই কারো কাছে রোম্যান্স 💕,কারো কাছে খিচুড়ি আর ডিম ভাজি 😋।তোমাদের কাছে বৃষ্টি মানেই কী?"
24/09/2025

"বৃষ্টি মানেই কারো কাছে রোম্যান্স 💕,
কারো কাছে খিচুড়ি আর ডিম ভাজি 😋।
তোমাদের কাছে বৃষ্টি মানেই কী?"

শুভ সকাল 🌸ডিম টা আম্মু ভেজে দিছে,বাকি টা আমি করে নিয়েছি(মানে খাওয়া টা) 😜
23/09/2025

শুভ সকাল 🌸
ডিম টা আম্মু ভেজে দিছে,বাকি টা আমি করে নিয়েছি(মানে খাওয়া টা) 😜

শুভ সকাল 🌸কার কার এলাকায় বৃস্টি হচ্ছে?এভাবেই বৃষ্টির  দিনে পানিতে নৌকা বানিয়ে ছেড়েছেন কে কে?
22/09/2025

শুভ সকাল 🌸
কার কার এলাকায় বৃস্টি হচ্ছে?এভাবেই বৃষ্টির দিনে পানিতে নৌকা বানিয়ে ছেড়েছেন কে কে?

“যা তুমি হারিয়েছো, তা হয়তো তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ, আল্লাহ উত্তম জানেন কোনটা তোমার জন্য ভালো।”সবাই অনেক অনেক ভাল...
21/09/2025

“যা তুমি হারিয়েছো, তা হয়তো তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ, আল্লাহ উত্তম জানেন কোনটা তোমার জন্য ভালো।”
সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ- সুন্দর একটা স্বপ্ন দেখে ঘুম ভাংগুক সবার ইনশাল্লাহ 🌻🌻
শুভ রাত্রি 🌱🌱

এই মুহূর্তে আমার এই অবস্থা 🥺আপনাদের কি অবস্থা আপুরা?
21/09/2025

এই মুহূর্তে আমার এই অবস্থা 🥺আপনাদের কি অবস্থা আপুরা?

ছুটির দিন আসলে মায়েদের একটাই শান্তি বাচ্চার রাগ কিছুটা বাচ্চার বাবার উপর ফেলতে পারে 🥴🙈🙉কথা ঠিক কিনা বলেন?যাই হোক শুভ সক...
20/09/2025

ছুটির দিন আসলে মায়েদের একটাই শান্তি বাচ্চার রাগ কিছুটা বাচ্চার বাবার উপর ফেলতে পারে 🥴🙈🙉

কথা ঠিক কিনা বলেন?
যাই হোক শুভ সকাল 🌸

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa Meye moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share