08/03/2025
💥ব্যাংকের "সিনিয়র অফিসার(৯ম গ্রেড)" চাকরিতে যোগদান করলে আপনি কি কি সুবিধা:
✅প্রমোশন:
১ম প্রমোশন পেতে এভারেজ +- ৫ বছর ধরে রাখতে হবে।
আশা করা যায় সবাই এজিএম(৪র্থ গ্রেড) হবেন। এজিএম হলে ইন্টারেস্ট ছাড়া ৩০ লাখ টাকা কার লোন পাবেন। এছাড়াও মাসে ৪০ হাজার টাকা মেইনটেন্স এর জন্য পাবেন।
ডিজিএম হলে ৪৫ হাজার, জিএম হলে ৫০ হাজার।
✅বেতন:
২৩১০০ টাকা বেসিক থেকে শুরু
বাসা ভাড়া সিটি কর্পোরেশন হলে ২৩১০০ এর ৪৫%, অন্যান্য জায়গা হলে ৪০%
মেডিকেল -১৫০০
একাউন্টে ঢুকবে সিটি কর্পোরেশন হলে ৩৫৯৯০
অন্য উপজেলা / জেলা হলে ৩৪৯৯৫ (৫% স্পেশাল বেনিফিট সহ)
✅লাঞ্চ ভাতা:
প্রতি কর্মদিবসে -৪০০ টাকা করে গড়ে ৮০০০ টাকা।
::::বার্ষিক ইনসেন্টিভস::::
বেসিকে ৩-৪ গুন। ৩ গুন ধরে হিসাব করলে ২৩১০০*৩=৬৯৩০০ টাকা
মাস হিসাবে ভাগ দিলে ৬৯৩০০÷১২=৫৭৭৫ টাকা
জিপিএফ ১ বছর পর থেকে ৫-২৫% পর্যন্ত কাটাতে পারবেন। আপনার ইচ্ছা কত কাটাবেন।
সর্বমোট বেতন পড়বে
সিটি কর্পোরেশন হলে -৩৫৯৯০+৮০০০+৫৭৭৫=৪৯৭৬৫ টাকা
জেলা/ উপজেলা হলে, ৪৮৭৭০ টাকা
স্টাফ হাউজ বিল্ডিং লোন
সিনিয়র অফিসার-১ কোটি ২০ লাখ
চাকরির ৫ বছর পূর্ণ হলে পাবেন। ৪% সরল সুদে।
বাইক লোন- ৫ লাখ, ৪% সরল সুদে
চাকরির ৩ বছর পূর্ণ হলে।
হাউজ লোনের জন্য মাসে শুধু আপনার বাসা ভাড়া কেটে রাখবে। চাকরির শেষ হলে বাকি টাকা কেটে রাখবে।
চাকরি শেষ পাবেন
১. নিজের জমানো জিপিএফ এর টাকা
যেটার উপর ১২-১৩ ইন্টারেস্ট এপ্লাই হবে।
২. ল্যাম্পগ্রান্ট এর টাকা। ছুটি থাকা সাপেক্ষে সর্বোচ্চ ১৮ মাসের লাস্ট বেসিক।
৩. গ্রাচুইটি শেষ বেসিকের ৪৫% এর ২৩০ গুন।
ধরি শেষ বেসিক ১ লাখ, যার ৪৫% হলো ৪৫ হাজার। তাহলে মোট পাবে ৪৫০০০*২৩০= ১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।
৪. মাসে পেনশন পাবে ৪৫ হাজার টাকা করে। নিজে+ স্পাউস আমৃত্যু।
বাচ্চা ১৮ বছরের কম হলে বাবা মা মারা গেলে সেও পাবে।
প্রতিবন্ধী বাচ্চা হলে সারাজীবন পাবে৷
৫.সিজারে বেবি হলে ৩০/৪০ হাজার টাকা পাবেন।
✍️তথ্যসূত্র -সংগৃহীত।