06/06/2025
লক্ষিপুরে মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়ায় মসজিদের ইমাম মাওলানা কাউসারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
হায়রে মুসলিম!হায়রে ইমানদার! ঈদ কর আনন্দ কর। সমাজ বিধ্বংসী মাদক যা মহান আল্লাহ হারাম করেছেন তা প্রতিরোধ করা শুধু ইমাম কাউসারের দায়িত্ব।আর আমরা ঘুমাবো।চুপ থাকবো।
এই জীবন হলো স্বার্থপর, ইতর, বর্বর, নিচু শ্রেণীর মানুষদের কাজ।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি মৃত্যু বরণ করা যায় সেই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু।
কয়জনের ভাগ্যে আছে মাওলানা কাউসার ভাইয়ের মতো শহীদ হওয়া?
আসুন,আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে জিহাদ করি।শরীয়তের দেওয়া দণ্ড-বিধি ৮০ দোর্রার বিধান বাস্তবায়ন করি প্রত্যেক মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদের সামনে খুঁটির সাথে বেঁধে।
আসুন, আমরা মহান আল্লাহর দেওয়া বিধানকে আর অপমান না করি।