Khobor Plus bd- খবর প্লাস বিডি

Khobor Plus bd- খবর প্লাস বিডি Latest & breaking news of home and abroad, special reports, politics, economics, and sports.

18/08/2025

কুমিল্লা সদরের কালির বাজার ইউপির আনন্দপুর এলাকায় স্থানীয় ইউপি সদস্য বশির আহম্মেদের ফিসারিতে রাতের বিষ ঢেলে ৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ ভোর রাতের যে কোন সময় এ অপকর্ম ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা ব্রাহ্মনপাড়ায় চান্দলা হাইস্কুলের পিছনের বাঁশঝাড় থেকে ওমর ফারুক মুন্সী নামে এক যুবকের ম র দেহ উদ্ধার করেছে পুলিশ...
08/08/2025

কুমিল্লা ব্রাহ্মনপাড়ায় চান্দলা হাইস্কুলের পিছনের বাঁশঝাড় থেকে ওমর ফারুক মুন্সী নামে এক যুবকের ম র দেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা সাবেক -৯ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল   মহাসড়কঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ, সর্বদলীয় সংগ্রাম...
06/08/2025

কুমিল্লা সাবেক -৯ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ, সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে বিক্ষোভ মিছিল

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি||
“ তুর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে”—এমন গগনবিদারী শ্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক -০৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ উপজেলার ১৯–২৭ নং ওয়ার্ড এবং নবগঠিত লালমাই উপজেলা) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন।

বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁদের ব্যানারে ছিল—"আমার ঠিকানা ফিরিয়ে দাও", "আমার আসন ফিরিয়ে দাও", "বিভাজন নয়, ঐক্য চাই"।
সবার হাতে ছিল নানান প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রতিবাদী ব্যানার।

এই সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে, যার মধ্যে রয়েছে কুমিল্লার তিনটি আসন। এতে কুমিল্লা-৯ আসনের ঐতিহাসিক কাঠামোকে ভেঙে ফেলার প্রস্তাব থাকায় জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এই আসনের জনগণ বারবার বিভাজনের শিকার—এটা তারা আর মানবেন না।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এডভোকেট মুহম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়—এটা আমাদের অস্তিত্বের লড়াই।”
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান,মো. ইউসুফ আলী মীর পিন্টু,সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী,সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার,হানিফ মিয়া,সোহেল মজুমদার,
দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি,ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ।
তারা বলেন, “এই খসড়া বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আমরা আমাদের নির্বাচনী অধিকার থেকে এক চুলও পিছপা হব না।”

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এডভোকেট আখতার হুসাইন জানান—আগামী ১২ আগস্ট লালমাইতে ১৩ আগস্ট সদর দক্ষিণে বিএনপির উদ্যোগে বৃহৎ জনসভা আয়োজন করা হবে।

04/08/2025

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

04/08/2025

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-উর-রশিদ এর মৃ''ত দেহ উদ্ধার

31/07/2025

আগামীকাল সকাল ১০টা থেকে নিমসার বাজার মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে -সড়ক ও জনপদ বিভাগ।

31/07/2025

দাম বেড়েছে পেঁয়াজের কমেছে গোল আলুর দাম
নিমসার পাইকারি বাজারে পেঁয়াজ ৫৬ থেকে ৫৮টাকা কেজি, গোল আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৬ টাকা কেজি দরে। (পাইকারি)

29/07/2025

নিমসার বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জমি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হচ্ছে না! মাইকিং করে ঘোষণার পরও অদৃশ্য কারণে থমকে গেছে আগামীকালের উচ্ছেদ অভিযান!

26/07/2025

কুমিল্লা ৫ আসন থেকে বিএনপি'র মনোনয়ন পেতে পারেন ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন!

উত্তরায় বিমান দুর্ঘটনা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে আহত ১৬৪ ও পাইলট ব্যতীত ১৮ জন নিহতের সংখ্যা ন...
21/07/2025

উত্তরায় বিমান দুর্ঘটনা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে আহত ১৬৪ ও পাইলট ব্যতীত ১৮ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে আইএসপিআর। নিহতের সংখ্যা বাড়ছে ক্রমেই.. …..

18/07/2025

গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চারজনের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন-সৎকার সম্পন্ন হয়েছে৷ ৯০ জন গ্রেপ্তার৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে৷

18/07/2025

গোপালগঞ্জকে চার ভাগ করে চার জেলায় দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জামাত প্রার্থী আমির হামজা, চাইলেন ৬৩ জেলার বাংলাদেশ!

Address

Comilla
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Khobor Plus bd- খবর প্লাস বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobor Plus bd- খবর প্লাস বিডি:

Share

Category