SaaD-the Light

SaaD-the Light attitude is my approach.
# I didnt lose follower, a follower lost me.
never dream just work cumilla

06/08/2025
"আলো-আঁধারের দিনলিপি"আলো-আঁধারির এই পথ ধরেচলছি প্রতিদিন, নীরবে নীরবে।জীবনে যতটা প্রাপ্তি জোটে,ঠিক ততটাই অপূর্ণতা ছোটে।ভা...
05/08/2025

"আলো-আঁধারের দিনলিপি"

আলো-আঁধারির এই পথ ধরে
চলছি প্রতিদিন, নীরবে নীরবে।
জীবনে যতটা প্রাপ্তি জোটে,
ঠিক ততটাই অপূর্ণতা ছোটে।

ভালোবাসা আসে, আবার সরে যায়,
ভালো সময় হাসায়, খারাপ সময় কাঁদায়।
এই শহরের জানালার মতো —
কারও ঘরে আলো, কারও নিভে যাওয়া রাত।

প্রতিটা রাত শেষে আসে ভোর,
আশা রাখে প্রতিটি হৃদয়জোড়া চোর।
চাঁদের আলোয় গাঁথা কিছু স্বপ্ন,
অপেক্ষা করে — ধৈর্যের সম্মান পেতে।

প্রাপ্তি না হোক আজ,
অপ্রাপ্তির বুকে গড়ে তুলি সাজ।
কারণ জীবন মানে শুধু পাওয়া নয়,
জীবন মানে — অপেক্ষার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া এক অদ্ভুত অভ্যেস।

01/06/2025
31/05/2025

চুপচাপ থাকাটা কথা না বলা যেন এক ধরণের অভিমান, নিজের সাথে, পৃথিবীর সাথে, প্রিয় মানুষদের সাথে।

31/05/2025

অভিমান জমতে জমতে একদিন পাথরের মতো শক্ত সম্পর্কটাই হারিয়ে যায়।

31/05/2025

কখনো কখনো মনে হয়, কষ্টগুলো বুঝি কথা বলতে চায়, কিন্তু শুনার মতো কেউ নেই।

31/05/2025

মনে মেঘ জমেছে
তো কি হয়েছে!!!
মেঘ থেকে বৃষ্টি নামুক
শেষে না হয় বৃষ্টিবিলাস করে নিব।।।

31/05/2025

যাকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম সময়ে বুঝতে পারলাম তারা সেটার যোগ্যই না,
যে ফ্রেন্ড কে অবহেলা করেছি বুঝতে পারলাম সেই আসল বন্ধু।

31/05/2025

যাকে বা যাদেরকে আমি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় মনে করি,
সেকি আমাকে গুরুত্বপূর্ণ মনে করে???
না-ও তো করতে পারে!!

Address

Comilla

Telephone

+8801760095649

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaaD-the Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaaD-the Light:

Share