RA Media

RA Media Hi, I am commentator Rasel. I love to give commentary on Cricket, Football and any other sor
(4)

খেলা দেখতে চোখ রাখুন Habibur Rahman Shajeb  পেইজে।।। দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়াম, হোমনা, কুমিল্লা। কোয়ার্টার ফাইনাল ফ...
09/07/2025

খেলা দেখতে চোখ রাখুন Habibur Rahman Shajeb পেইজে।।।
দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়াম, হোমনা, কুমিল্লা। কোয়ার্টার ফাইনাল ফুটবল খেলার সময় সূচি:
✅১১.০৭.২০২৫ ইং, শুক্রবার পূর্বহাটি বনাম গৌরিপুর ফুটবল একাডেমি একাদশ।
✅১৩.০৭.২০২৫ ইং, রবিবার চরলহনীয়া বনাম দাউদকান্দি পৌরসভা ফুটবল একাদশ।
✅১৬.০৭.২০২৫ ইং, বুধবার দুলালপুর বনাম হোমনা সদর ফুটবল একাডেমি
✅১৮.০৭.২০২৫ ইং শুক্রবার মনোয়ার সরকার স্পোর্টিং ক্লাব বনাম হায়দনগর ফুটবল একাদশ
বিঃদ্রঃ প্রতিটি খেলা জমজমাট ও প্রতিযোগিতা মূলক হবে। খেলা উপভোগ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ।

✅জরুরী নোটিশ!উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জে...
09/07/2025

✅জরুরী নোটিশ!
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০/০৭/২০২৫ খ্রি. বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ১৩/০৭/২০২৫ খ্রি. হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

খেলা.....খেলা.....খেলা।শুভ উদ্বোধন ১৯শে জুলাই ২০২৫ খ্রিঃঅত্যান্ত আনন্দের সাথে যানাচ্ছি যে বাঙ্গরা একাদশ স্পোর্টিং ক্লাব ...
09/07/2025

খেলা.....খেলা.....খেলা।
শুভ উদ্বোধন ১৯শে জুলাই ২০২৫ খ্রিঃ

অত্যান্ত আনন্দের সাথে যানাচ্ছি যে বাঙ্গরা একাদশ স্পোর্টিং ক্লাব ও গ্রাম বাসীর উদ্যোগে আয়োজিত, আসিফ মাহমুদ সজীব ভূইয়া হোন্ডা কাপ ফুটবল টূর্নামেন্টকে,,গোল্ড কাপে রুপান্তর করা হয়েছে।

চ্যাম্পিয়ন পুরস্কার( তিন ভরি গোল্ড ২২ ক্যারেট)
রানার্সআপ ১টি ফ্রিজ।
যার নাম এখন আসিফ মাহমুদ সজীব ভূইয়া গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-২০২৫খ্রিঃ@

খেলা প্রেমী ভাই বন্ধুরা বাঙ্গরা হাইস্কুল মাঠের খেলা মানেই জনসমুদ্র,আর এবারে আরো যাকজমক পূর্ণ আকর্ষনীয় ভাবে অনুষ্ঠিত হবে কুমিল্লা উত্তর জেলার সর্ব বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট,আপনি আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

বিঃদ্রঃ যারা টুর্নামেন্টে অংশ গ্রহন করতে ইচ্ছুক নিম্মে টাইয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

09/07/2025

শুভ সন্ধ্যা
বৃষ্টি বন্ধ🌧️
বৃষ্টিময় গত দু" দিন কি ভাবে সময় অতিবাহিত করলেন?

09/07/2025

জনাব ইফতেখার আহমেদ মাসুদ সাহেব দলমত নির্বিশেষে আমাদের বৃহত্তর ওয়াহেদপুর গ্রামের সকলের গর্ব,তাহার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইনশাআল্লাহ আমরা আছি ইফতেখার আহমেদ মাসুদ সাহেবের পাশে।উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি

09/07/2025

জাফরগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান জাকির হোসেন।

09/07/2025

✅✅ঐতিহ্যবাহী তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট- পঞ্চম খেলা ০৯/০৭/ ২০২৫খ্রিঃ
সময়: ০৯ জুলাই ২০২৫খ্রিঃ, বুধবার ,
বিকাল: ৩:৩০ টায় ভেন্যুঃ কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, তেতৈয়া, কসবা।

⚽নাদিম ফুটবল একাডেমি, কসবা 🆚⚽ মনিয়ন্দ, ইয়াসিন সরকার ফুটবল একাদশ, আখাউড়া।

⚽পৃষ্ঠপোষকতায় মোঃ সাহিদুল খাঁ

🟢 RA Media live স্পন্সার জনাব মোঃ কাজী কেফায়েত উল্লাহ, সভাপতি, নোয়াগাও তিনবন্ধু ক্লাব,কসবা, ব্রাহ্মণবাড়িয়া।✅✅ঐতিহ্যবাহী ...
09/07/2025

🟢 RA Media live স্পন্সার জনাব মোঃ কাজী কেফায়েত উল্লাহ, সভাপতি, নোয়াগাও তিনবন্ধু ক্লাব,কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

✅✅ঐতিহ্যবাহী তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫খ্রিঃ

⭕⭕পঞ্চম ম্যাচ⭕⭕
সময়: ০৯ জুলাই ২০২৫খ্রিঃ, বুধবার ,
বিকাল: ৩:৩০ টায় ভেন্যুঃ কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, তেতৈয়া, কসবা।

⚽নাদিম ফুটবল একাডেমি, কসবা 🆚⚽ মনিয়ন্দ, ইয়াসিন সরকার ফুটবল একাদশ, আখাউড়া।

🇧🇩🇧🇩পৃষ্ঠপোষকতায় মোঃ সাহিদুল খাঁ🇧🇩🇧🇩

⭕⭕লাইভ খেলা দেখতে চোখ রাখুন RA Media⭕⭕
সৌজন্যেঃ কাজী কেফায়েত উল্লাহ, সভাপতি, নোয়াগাও তিনবন্ধু ক্লাব।

09/07/2025

কাজী কেফায়েত উল্লাহ

09/07/2025

কাজী তামিম, কসবা, তেতৈয়া মাঠে, নাদিম ফুটবল একাদশের সাথে

09/07/2025

ইসাক সরকার, মনিয়ন্দ ফুটবল একাদশ

Address

Cumilla
3530

Alerts

Be the first to know and let us send you an email when RA Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RA Media:

Share