
20/06/2024
হয়তো তুমি ধীরে ধীরে ভুলে যাবে আমাকে এই মায়া এই ভালোবাসা কিছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নিবো, তোমার প্রতি অধিকার খাটানো - নিষিদ্ধ হয়ে যাব আমি তবে তোমাকে ভুলা যাবে না কখনো। হয়তো গোপনে হয়তো নীরবে নিভৃতে ভালোবেসে'ই যাবো চিরদিন।