Smriti Nur

Smriti Nur আসসালামু আলাইকুম Amader page ta choto. Like & share

21/07/2025

আহারে সোনা বাচ্চাগুলো কত কষ্ট পেয়ে মারা গেছে। স্কুল থেকে ওরা ওর মায়ের কাছে ফিরে যাবে মা হয়ত ওর পছন্দের খাবার রান্না করে বসে আছে আর কিছুক্ষণ পরেই ছুটি হবে কিন্তু কে জানত ওরা আজকে দুনিয়া থেকে চিরতরে ছুটি নিয়ে চলে যাবে। নিজে মা হওয়ায় বুঝতে পারি সন্তান হারানো মায়েদের বেদনা তাদের অপেক্ষা আর শেষ হবে না। আফসোস আমাদের বাচ্চারা আজকাল স্কুলেও নিরাপদ না? এই ঘটনার দায় কে নিবে কাকে দিব? ১৯৭৬ সালের বিমান ২০১১ সালে আমারা কেন কিনব। আর কেন ঢাকার মত জনবহুল শহরে সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে? কে দিবে এর জবাব? জবাব চাই!

21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহত হয়ছে। স্কুল ড্রেস পরা ছোট ছোট বাচ্চাদের পুড়ে যাওয়া শরীর দেখতে খুব কষ্ট হচ্ছিল। আহারে বাচ্চাগুলো প্রতিদিনের মত স্কুলে গেছে, স্কুল ছুটি হলে বাবা মায়ের সাথে বাড়িতে যাবে কিন্তু নিয়তির নির্মম পরিহাস ওদের এখন হাসপাতালে থাকতে হবে হয়ত বাকি জীবন এই পুড়া দাগও বয়ে বেড়াতে হবে। আসলে দুর্ঘটনা বলে কয়ে আসেনা তবে তদন্ত করে যদি পাওয়া যায় যে এই সব প্রশিক্ষণ বিমান পুরানো হয়ে গেছে। তাহলে আমি বলব এই যুদ্ধবিমান জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য ব্যবহার না করাই ভালো। আল্লাহ তুমি আমাদের সকল বালা-মুসিবত থেকে রক্ষা করো।

একেবারে স্পষ্ট দুইটা হুশিয়ারি  ইউনূস সাহেব দিয়েছে আজকে। যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ না করতে পারে, যদি এখতিয়...
24/05/2025

একেবারে স্পষ্ট দুইটা হুশিয়ারি ইউনূস সাহেব দিয়েছে আজকে।

যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ না করতে পারে, যদি এখতিয়ার বহির্ভূত কোন বক্তব্য দেওয়া হয়, তাহলে কাদের জন্য কাজ করতে পারতেছে না, সবকিছু জন সম্মুখে প্রকাশ করে দেওয়া হবে।

পরের ডিসিশন জনগণ দেবে।

দ্বিতীয়ত, সংস্কার, বিচার আর সুষ্ঠু নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে সরকার জনগণকে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

দুর্দান্ত কামব্যাক।

এখতিয়ার বহির্ভূত বক্তব্যের ইঙ্গিত কোনদিকে সবাই জানেন। সেক্ষেত্রে সবকিছু জনসম্মূখে প্রকাশ করা হবে মানে ঐ পক্ষের পা হড়কানোর তথ্য সরকারের হাতে আছে।

দ্বিতীয় ইঙ্গিত কাদের দিকে, ঐটাও জানেন।

শুধু ইলেকশনের কোন প্রশ্নই নাই।

বিচার, সংস্কারের পরেই ইলেকশন হবে। এবং সুষ্ঠু ইলেকশন কথাটা উল্লেখ করছে। শুধু ইলেকশন না, সুষ্ঠু ইলেকশন।

শেষ লাইনটা গুরুত্বপূর্ণ।

যদি বিচার, সংস্কার বা সুষ্ঠু ইলেকশনের পথে এরপর কোন বাঁধা আসে, জনগণকে সাথে নিয়েই সরকার পরের পদক্ষেপ নেবে।

একা একা না। পদত্যাগ করবেও বলেনি। বলেছে জনগণকে সাথে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করবে।

কাজেই, ইউনূস পদত্যাগ করবে আর অমনি বিশেষ এক উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বানাইয়া কোন সংস্কার না করেই দুই মাসের মধ্যে ইলেকশনের খোয়াব বাদ দেন।

সংস্কারের পরেই ইলেকশন হতে হবে।

এই দেশে আর কেউ যাতে কোনদিন হাসিনা হতে না পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইউনূসকে বসানো হয়েছে।

এইটা ইউনূসের দায়।

এই দায় তাঁকে পালন করতেই হবে।

যদি এরপরেও শুধু ইলেকশন দিয়ে চলে যাওয়ানোর চেষ্টা করা হয়, ইউনূস একবার বরং জনগণের সাহায্য চাক। একবার মানুষের কাছে আইসা বলুক যে আমার হেল্প লাগবে, আমার পিছে দাঁড়াও।

ইউনূসকে ক্ষমতায় কোন রাজনৈতিক দল বসায়নি। জুলাই এর জনগণ বসাইছে।

সেই জনগণই উনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

©

ইতিহাস গড়তে যাচ্ছে মার্চ ফর গা*জা' ঢাকা,বাংলাদেশ 🇧🇩🇵🇸
12/04/2025

ইতিহাস গড়তে যাচ্ছে মার্চ ফর গা*জা' ঢাকা,বাংলাদেশ 🇧🇩🇵🇸

We Stand with Palestine
07/04/2025

We Stand with Palestine

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন?বলেছিল, ‘সে ...
06/04/2025

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন?

বলেছিল, ‘সে রাতে আমি ঘুমাতে পারি নি, কারণ আমি কল্পনা করছিলাম যে আরবরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে ইসরায়েলে ঢুকে পড়বে।

কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না, তখন আমি বুঝতে পারলাম— আমরা যা চাই তা করতেই পারি, কারণ এ এক ঘুমন্ত জাতি।’

হায় দুর্ভোগ! শ্রেষ্ঠ জাতির উত্তরসূরী এ উম্মাহ আজ কতোটা উপহাস্য!
তবে এখন তো আরবরাও ওদের সাথে হাত মিলিয়ে সাহায্য করছে। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম এর হিসাব হবে। 😢😢💔💔
আরব বিশ্ব! যদি ভুল না হই তাহলে পরবর্তী টার্গেট তোমরা।😭😭😭

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে! সব সময় জামার পকেটে টাকা রাখত।যখনই তার সন্তানরা তার কাছে...
27/03/2025

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে! সব সময় জামার পকেটে টাকা রাখত।

যখনই তার সন্তানরা তার কাছে টাকা চায়,
সে বলত: তোমার বাবার পকেট থেকে নাও।
যাতে সন্তানরা বাবার স্মৃতি ভুলে না যায়..!!

💖 || মা এক‌টি বিদ‌্যালয়
মা-বোন দের জেহান ঠিক হয়ে গেলে, সব কিছুই সুন্দর থেকে সুন্দর হবে। মাস্তুরাতের পিছনে মেহনত করা দরকার.....
রোজানা ঘরে তালিম.... মা বোনদের সাপ্তাহিক ইস্তেমায়ী তালিমে পাঠানো.... তাদের নিয়ে কখনো কখনো আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া।

তামিম যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার!একটা দেশের মূল্যবান ক্রিকেটার,তাই তার প্...
25/03/2025

তামিম যখন বুকে ব্যথা পান—
দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার!
একটা দেশের মূল্যবান ক্রিকেটার,
তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই—
হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন—
কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক?

তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি,
প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা!
এখানে সেবা পেতে হলে
তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে,
নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!
একই রিং,
একই ডাক্তার,
একই অপারেশন

আমরা যেন ভুলে না যাই..!বয়কট ✊ #বয়কট
20/03/2025

আমরা যেন ভুলে না যাই..!
বয়কট ✊

#বয়কট

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smriti Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category