
23/06/2025
আমরা কুমিল্লার মানুষ যে দেশের প্রতিটি ক্ষেত্রেই সেরা। কুমিল্লার শাফায়াত সেটা আবার প্রমাণ করল।
রান্নার মহামঞ্চ; সেরা রাধুনি সিজন-৮ এর মাছরাঙা টেলিভিশনের শো তে সেরা-৫ এ থেকে সে প্রতিনিধিত্ব করছে। আমাদের কুমিল্লাবাসী এবং Talents Of Comilla-TOC পেজ থেকে তার জন্য শুভকামনা রইল। শাফায়াত তুমি প্রমাণ করে দাও কুমিল্লা জেলা সেরাদের সেরা। শাফায়াত যেন সেরা রাধুনি সিজন-৮ এ' চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লার সুনাম বয়ে আনতে পারে তার জন্য অনেক দোয়া ও ভালবাসা রইল।