Fast Time

Fast Time news & articles

লাকসামে যৌথবাহিনীর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক-৬লাকসামে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা অবৈধ মোটরসাইকেলসহ আটক ৬ আসামিকে জে...
14/07/2025

লাকসামে যৌথবাহিনীর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক-৬

লাকসামে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা অবৈধ মোটরসাইকেলসহ আটক ৬ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এইসময় তাদের কাছ থেকে ৫ টি মোটরসাইকেল, ৬ টি মোবাইল ও মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের নগদ ৪৯,২৫০ টাকা জব্দ করা হয়েছে।

জানা যায় কুমিল্লা জেলাসহ আশপাশের সীমান্ত দিয়ে দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা ব্যাক্তির সহায়তায় মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

ইতিমধ্যে লাকসাম ও আশপাশের এলাকায় হাজারেরও বেশি মোটরসাইকেল এমন অবৈধ পথে এনে আইনের চোখ ফাঁকি দিয়ে ব্যবহার করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যার কমই আইনপ্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজসে আন্তর্জাতিক সীমানা দিয়ে চোরাই পথে মোটরসাইকেল এনে লাকসামে ক্রয়বিক্রয়ের জন্য জংশন লেকপাড়ে একত্র হলে যৌথ বাহিনীর অভিযানে তারা আটক হন।

আসামীরা হলেন, লাকসাম উপজেলার খুন্তা হাজী বাড়ির আব্দুর রশিদের ছেলে সাইফুল ইসলাম সুমন (৩০), নাঙ্গলকোট উপজেলার যোগী পুকুরিয়া গ্রামের মজিবুল হকের পুত্র মাহমুদুল হাসান নাহিদ(২৩), পেরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে নুরুল ইসলাম শাহিন (২৫), ডাঃ আবু তাহেরের ছেলে মোঃ নেছার উদ্দিন (২১), অহিদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫), উত্তর লাকসামের রফিকুল ইসলামের ছেলে মোঃ তারেক।

লাকসাম থানার এজহার সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত টহলরত অবস্থায় শনিবার (১২ জুলাই) ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জংশন লেক পাড় মসজিদ সংলগ্ন এলাকায় সীমান্ত থেকে চোরাই পথে আনা মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিমকে সাথে নিয়ে বিকেল ৩.৪০ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করলে আসামীগন দৌড়ে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। পালানোর কারণ জিজ্ঞেস করলে আসামিরা চোরাই পথে মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের কথা স্বীকার করে।

এই সময় আসামী সাইফুল ইসলাম সুমন (৩০) এর দেহ তল্লাশিকালে তার হেফাজতে থাকা ১টি পালসার মোটরসাইকেল, ১টি সামস্যাং মোবাইল, নগদ ১৫,৪৫০ টাকা, মাহমুদুল হাসান নাহিদ (২৩) এর হেফাজত থেকে একটি সুজুকি মোটরসাইকেল, ১টি রিয়েলমি মোবাইল, নুরুল ইসলাম শাহিন (২৫) এর কাছ থেকে ইয়ামাহা এমটি১৫, ১টি আইফোন১৫ প্রো ম্যাক্স, নগদ ৩৩,৮০০/-টাকা, মোঃ নেছার উদ্দিন (২১) ও শরিফুল ইসলাম (২৫) দ্বয়ের কাছ থেকে ১টি ইয়ামাহা আর ওয়ান১৫ মোটর সাইকেল, আসামী নেছার উদ্দিনের কাছ থেকে ওপ্পো মোবাইল, শরিফুল ইসলামের কাছ থেকে রেডমি মোবাইল, মোঃ তারেক (৩০) এর কাছ থেকে ১টি ইয়ামাহা আর ওয়ান ৫ মোটরসাইকেল, ১টি আইফোন ১৪ মোবাইল জব্দ করা হয়।

লাকসাম থানা সূত্রে জানা যায়, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ৫টি আদায়যোগ্য শুল্ক বা কর ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের জন্য বর্নিত ঘটনাস্থলে একত্রিত হয়েছে এবং জব্দকৃত টাকা মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের টাকা বলেও স্বীকার করে।

উল্লেখ্য যে, আসামি সাইফুল ইসলাম সুমন (৩০) লাকসাম থানায় ও মাহমুদুল ইসলাম নাহিদ (২৩) এর নামে নাঙ্গলকোট থানায় ১টি করে মামলা রয়েছে।

এই বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের পর কোর্টে চালান করা হয়েছে।

চৌদ্দগ্রাম আজীবন বহিষ্কার গাঁজাসহ আটক বিএনপি নেতা জাফরগাঁজাসহ আটক  চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলে...
14/07/2025

চৌদ্দগ্রাম আজীবন বহিষ্কার গাঁজাসহ আটক বিএনপি নেতা জাফর

গাঁজাসহ আটক চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জাফর আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রামে র‌্যাবের হাতে ৩৯ কেজি গাঁজাসহ আটক হওয়ার ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন সহ-সভাপতি জাফর আহমেদকে আজীবন বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার (১৩ জুলাই) বিকেলে দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিষ্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক (দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. মিজানুর রহমান খাঁন।

লিখিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাকে দলের যেকোনো সভা-সমাবেশসহ সকল প্রকার দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এতে আরও উল্লেখ করা হয়, কোন ব্যক্তির অপরাধ এবং সংগঠন বিরোধী অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বহন করবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও এলাকায় র‌্যাব-০৭ এর অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা জাফর আহমেদকে আটক করা হয়। এ সময় তার তিন সহযোগীকেও আটক করে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। এর আগে গত ১৪ মার্চ (শুক্রবার) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ হেদায়েত উল্লাহ সবুজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালারপুল এলাকায় ২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক হন। এ সময় তার ভাই জোনায়েদ হোসেন মিলনসহ অপর ৩ সহযোগীকে আটক এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিক্সা জব্দ করে র‌্যাব। গাঁজা সহ স্বেচ্ছাসেবকদল নেতা আটকের খবরটি তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তার অপকর্মের দায় নেবেনা মর্মে উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে তাকেও বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বহিষ্কারের পরও তাকে দলীয় বিভিন্ন কর্মকান্ডে সরাসরি দেখা গেছে। মাদক যেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের পিছুই ছাড়ছেনা। স্বেচ্ছাসেবকদল নেতাদের গর্হিত এমন কাজে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিব্রত বলে জানা গেছে। সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম বিএনপি’র দলীয় শৃঙ্খলা নিয়েও জনমনে এখন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওযা...
13/07/2025

বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওযার ঘোষণা সাবেক এমপি কর্ণেল আজিম কন্যা সামিরা আজিম দোলার।

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটকলালমাইয়ে যৌথবাহিনীর পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্র...
06/07/2025

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

লালমাইয়ে যৌথবাহিনীর পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন ধরে উপজেলার সর্বত্র ইয়াবার বেচাকেনা বেড়েছে। তরুণ ও শ্রমজীবিরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি নজরে আসায় শনিবার রাতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে দুই ইয়াবা কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১শ ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৬ জুলাই) সকালে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটরা গ্রামের মৃত নও আলীর ছেলে শাহ আলম (৪০) এবং বাগমারা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ধনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এনামুক হক পারভেজ (২৪)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে লালমাইসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ১শ পিচ ইয়াবাসহ এনামুল হক পারভেজ এবং রাত সাড়ে ৩টায় পেরুল দক্ষিণের ভাটরা গ্রামের নিজ বাড়ি থেকে ৭০ পিচ ইয়াবাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে এই থানায় যোগদান করেছি। এসেই মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। আটক ২ ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সদর দক্ষিণে  ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকসদর দক্ষিণ উপজেলার জীবন্তপুর (মিস্ত্রী পুকুরপাড়) এলাকায় মাদক বিরোধী অভিযান...
06/07/2025

সদর দক্ষিণে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সদর দক্ষিণ উপজেলার জীবন্তপুর (মিস্ত্রী পুকুরপাড়) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি -২ সদস্যরা । এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

৬ জুলাই সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া নাজমুল হাসান (৩৮) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, গুরুতর আহত ২চৌদ্দগ্রামে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেত...
05/07/2025

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, গুরুতর আহত ২

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় চারজনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নর ভূমি অফিসে সামনে মনির ভেরাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী ভেন্ডার, একরাম হোসেন হোসেন ও বাপ্পী হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মনির ভেরাইটিজ স্টোরে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী মনির হোসেনের ভাই মোঃ আলী জানান, মনির হোসেন জায়গার মালিক মিলন আক্তার থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। গতরাতে আ’লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে দোকান ঘরটি ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলায় আহত আমার ভাই বর্তমানে কুমিল্লায় চিকিৎসাধীন।

জায়গায় মালিকের ছেলে তাজুল ইসলাম বলেন, জায়গাটি আমার আম্মার নামে খারিজ করা। বিগত আওয়ামী শাসনামলে তাদের দলীয় প্রভাবে আমাদেরকে জায়গায় আসতে পারিনি। জুলাই বিপ্লবের পর তারা পালিয়ে গেলে আমরা আমাদের জায়গায় দোকানঘর নির্মাণ করি। তারা আবার ফিরে এসে শুক্রবার রাতে দোকানের বিদ্যুত ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে ধারালো অস্ত্র দিয়ে হামলা ভাংচুর ও লুটপাট করে।

চৌদ্দগ্রাম থানার এসআই মোর্শেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে লাকসামে জামায়াতের দোয়া ও আলোচনা সভাসালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ,...
02/07/2025

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে লাকসামে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরনে লাকসামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বাদ মাগরিব হাউজিং এস্টেট জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ সৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, জুলাই বিপ্লব এ জাতির উপর আল্লাহর রহমত। আমরা জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান আল্লাহর দরবারে।

তিনি বলেন, আমরা আজ মূখ খুলে কথা বলতে পারছি। এটি জুলাই বিপ্লবের ফসল। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তা এখনো অর্জিত হয়নি। বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন জাতি অনন্তকাল স্মরণ করবে।

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় শহীদদের আত্মার মাগফেরাত এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ সহিদ উল্যাহর পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার শহর শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহকারী সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, সাইফুল ইসলাম খোকন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি আকতার হোসেন আজাদী, অধ্যাপক আব্দুল কাহহার, ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সিসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে লাকসামে এক কর্মী বহিষ্কার করলো জামায়াতলাকসামে দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে উপজে...
01/07/2025

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে লাকসামে এক কর্মী বহিষ্কার করলো জামায়াত

লাকসামে দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে উপজেলা জামায়াতের এক কর্মীকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের জামায়াত কর্মী মোঃ খোরশেদ আলম খন্দকারকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঐ গ্রামের সুলাইমান খন্দকার ছেলে।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. জোবায়ের ফয়সাল জানান, বহিষ্কৃত জামায়াত কর্মী মোঃ খোরশেদ আলম খন্দকার এখন থেকে সংগঠনের সাথে কোনভাবেই জড়িত নন। এমতাবস্থায় সর্বসাধারণকে ঐ ব্যক্তির সাথে যেকোনো প্রকার লেনদেন ও সম্পর্ক রাখার ব্যপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মনোহরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটকমনোহরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবার...
01/07/2025

মনোহরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মনোহরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৩০ জুন ২০২৫) রাত সাড়ে ৮টায় উপজেলার বাইশগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার বাইশগাঁও গ্রামের মৃত মো. মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত রেবন আলীর ছেলে মো. ফয়েজ (৪০)।

পরে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লাকসামে বাল্যবিয়ের দায়ে ৩ জনের ৬ মাসের কারাদণ্ডলাকসাম উপজেলার কালিয়াচৌঁ এলাকায় বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ত...
27/06/2025

লাকসামে বাল্যবিয়ের দায়ে ৩ জনের ৬ মাসের কারাদণ্ড

লাকসাম উপজেলার কালিয়াচৌঁ এলাকায় বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন ২০২৫) কালিয়াচৌঁ এলাকার ভান্ডারি ইলিয়াছের বাড়িতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।

তিনি জানান, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী এ দণ্ডাদেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরেজমিনে গিয়ে দেখতে পাই বিয়ের আয়োজন চলছিল এবং পাত্র ও পাত্রী উভয়েই অপ্রাপ্তবয়স্ক। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং ছেলে-মেয়ের বাবা ও বিয়েতে জড়িত একজনকে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরের পিতা ইব্রাহিম খলিল (৪৫), কনের পিতা তোফায়েল আহমেদ (৪৫) ও বিয়েতে জড়িত আবু তাহের ফয়েজ (৩৫)।

সদর দক্ষিণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতারমাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়...
25/06/2025

সদর দক্ষিণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ হানিফ (৩৫) অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মে মাদক পরিবহনের সময় হানিফকে প্রথম গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন।

রায় ঘোষণার পর থেকেই হানিফ আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, মোঃ হানিফ কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

আটক হানিফের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবক গ্রেপ্তারলাকসামে মঙ্গলবার (২৪ জুন) যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ...
25/06/2025

লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবক গ্রেপ্তার

লাকসামে মঙ্গলবার (২৪ জুন) যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর শহরের পূর্ব লাকসামের কাজী রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই এলাকার আবুল হাসেমের ছেলে ইব্রাহিম খলিল (৩০), উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের মরণ চন্দ্র দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস (৩৫) এবং উপজেলার কৃষ্ণপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মাকছুদ মিয়া (২৫)।

লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে লাকসামে সেনাক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী এবং লাকসাম থানা পুলিশ পৌর শহরের পূর্ব লাকসাম বাইপাস এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা, একটি সুইসগিয়ার ছুরি, একটি চাইনিজ কুড়াল, চারটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৯৩ হাজার ৪৬০টাকা, পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের তিনটি চেকবই, উদ্ধার করা হয়।

এই ব্যাপারে লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই ৪ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাকসাম থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Fast Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fast Time:

Share