Omar Faruque - ওমর ফারুক

Omar Faruque - ওমর ফারুক A reliable place to learn Mathematics and Physics. Welcome! I'm Omar Faruque. My goal is to spread awareness and knowledge through engaging videos on my page.

I create a variety of videos focusing on entertainment, Islamic, and social informative content. Please follow my page and stay with us. Thank You All. ❤

01/12/2024

ঘটনাটি খুলনার।
এক বাবার ছয় সন্তান। এক ছেলেকে সব সম্পত্তি রেজিষ্ট্রি করে দেন। হঠাৎ করে তিনি মারা যান। দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু বাকি পাঁচ সন্তান সম্পত্তির বুঝ না পেয়ে দাফনে বাধা দেয়। মৃত ব্যক্তি পাঁচ সন্তানকে ঠকিয়েছেন জানিয়ে ইমাম সাহেব জানাজা পড়াতে অস্বীকৃতি জানান। বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ আসে।

ঘটনার আকস্মিকতায় যে ছেলেকে সমূদয় সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়েছেন সেই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যায়। দুইদিন ধরে লাশ উঠানে পড়ে আছে। এলাকাবাসীরও একই কথা। সম্পত্তির সুষ্ঠু বন্টন ছাড়া তারা জানাজা দিবেন না।

যে ছেলেকে জীবদ্দশায় এতো ভালোবেসে অন্য পাঁচ সন্তানকে ঠকিয়ে সমূদয় সম্পত্তি রেজিস্ট্রি করে দিলেন সেই ছেলে লাশ উঠানে রেখেই পালিয়েছে ! জানাজা দেওয়ার মতো কৃতজ্ঞতাও নেই ! তাহলে ভাবুন, পরকালের কথা ! অথচ উত্তরাধিকার সম্পত্তির বুঝ দেওয়ার আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই !

বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে লাশ রেখে পলাতক ছেলে, দাফন আটকে দিল ৫ মেয়ে ! দুইদিন ধরে লাশ খাটে !---------------------...
30/11/2024

বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে লাশ রেখে পলাতক ছেলে, দাফন আটকে দিল ৫ মেয়ে ! দুইদিন ধরে লাশ খাটে !
---------------------------------------------------------------------
খুলনার পাইকগাছায় পাঁচ কন্যাকে সম্পত্তি ফাঁকি দিয়ে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেওয়ায় পিতার মরদেহ দাফন করতে দিচ্ছেন না মেয়েরা। ৩০ নভেম্বর দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে একমাত্র ছেলে মামুন পিতার মরদেহ বাড়িতে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়েছেন। দুদিন ধরে মরদেহ বাড়ির উঠানে পড়ে রয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে।

জানা গেছে, সাকাত গাজী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর ভোর ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে দাফন করার ব্যবস্থা করলে মামুনের পাঁচ বোন মরদেহ দাফনে বাধা দেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলে মামুন তার পরিবার নিয়ে কৌশলে পালিয়ে যায়। সাকাত গাজীর কন্যা লাবনী আক্তার জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে আমাদেরকে না জানিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছেন।

ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন জানান, সাকাত গাজীর মৃত্যুর সংবাদ শুনে বাদ জোহর জানাজার ঘোষণা দেওয়া হয় কিন্তু মৃতের ৫ কন্যা এসে জানাজা এবং মরদেহ দাফনে বাধা দেওয়ায় মুসল্লিসহ গ্রামবাসী সিদ্ধান্ত নেন যে, মৃত সাকাত গাজী তার মেয়েদের হক নষ্ট করায় জানাজা পড়াবেন না।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শরিক ফাঁকি দেওয়ায় মৃত গাজীর মরদেহ দাফন করতে দিচ্ছে না কন্যারা। এমন সংবাদ পেয়ে কন্যাদের সাথে কথা বলে দাফনের জন্য ওসি তদন্তসহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে আলোচনার মাধ্যমে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত আছে।

আহারে বাবার সম্পদ ! যে সম্পদের জন্য ভাই-বোনের সম্পর্ক ছিন্ন করতে হয় ! ভাই-বোনকে ঠকিয়ে গোপনে রেজিস্ট্রি করতে হয় ! বাবার লাশ উঠানে পড়ে থাকে ! এই অসম্মানের জন্যই বাবা সন্তানকে গড়ে তুলেছেন? অথচ উত্তরাধিকার সম্পত্তির বুঝ না দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই ! আল্লাহপাক বুঝার তাওফিক দান করুন।

ওভার ডোজে থেরাপি দেওয়া হোক।
25/11/2024

ওভার ডোজে থেরাপি দেওয়া হোক।

25/11/2024

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

অসাধারণ ভদ্র, ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্য প্রমোটকারী,পরমতসহিষ্ণু, উদার পন্থী একজন মানুষ। আমাদের সকলের প্রিয় দাঈ , বর্তম...
17/11/2024

অসাধারণ ভদ্র, ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্য প্রমোটকারী,পরমতসহিষ্ণু, উদার পন্থী একজন মানুষ।

আমাদের সকলের প্রিয় দাঈ , বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, রাষ্ট্র চিন্তক, জনপ্রিয় ও নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় পতিত হন। যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয়।
তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন। পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আসুন সকলে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।

★★★মন খারাপের খবর★★★বাংলাইশ নিবাসী মাত্র এক বছরের বড় ভাই মোঃ মনির হোসেন আজ বাদ মাগরিব স্ট্রোক জনিত কারণে দুনিয়ার সফর শেষ...
13/11/2024

★★★মন খারাপের খবর★★★
বাংলাইশ নিবাসী মাত্র এক বছরের বড় ভাই মোঃ মনির হোসেন আজ বাদ মাগরিব স্ট্রোক জনিত কারণে দুনিয়ার সফর শেষ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। আল্লাহপাক তাঁর ত্রুটিগুলো মার্জনা করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। পরিবারকে সবর করার শক্তি দান করুন।

নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! ছেলেটার নাম সা'দ।  বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের প...
13/11/2024

নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!

ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে !!
এমন মানুষ আপনি কোথায় পাবেন যে বর্তমান সময়ে আপনার জন্য মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে..।

#বিশ্বাসঘাতকতায়_মানুষ_সবচেয়ে_বেশি_কষ্ট_পায়।
©

শাহরাস্তি উপজেলার সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব Khaza Mainuddin Aueo স্যার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি...
11/11/2024

শাহরাস্তি উপজেলার সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব Khaza Mainuddin Aueo স্যার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব), লোহাগড়া, চট্টগ্রাম, পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা।

নি:সন্দেহে আপনি একজন শিক্ষা ও শিক্ষক বান্ধব কর্মকর্তা। আল্লাহপাক আপনাকে আরও সম্মানিত করুন।

★★★শোক সংবাদ★★★ছনুয়া খলিল মিস্ত্রি বাড়ি নিবাসী মোঃ ছিদ্দিকুর রহমান মৌলভীর দ্বিতীয় পুত্র জনাব মোঃ সামছুর রহমান হুজুর কিছু...
10/11/2024

★★★শোক সংবাদ★★★
ছনুয়া খলিল মিস্ত্রি বাড়ি নিবাসী মোঃ ছিদ্দিকুর রহমান মৌলভীর দ্বিতীয় পুত্র জনাব মোঃ সামছুর রহমান হুজুর কিছুক্ষন আগে দুনিয়ার সফর শেষ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহপাক তাঁর ত্রুটিগুলো মার্জনা করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।

08/11/2024

★মজার বিষয়★
ব্যাংকের পরিচালক ওরা, চেয়ারম্যান ওরা, ঋণ গ্রহীতা ও খেলাপী ওরা, পাচারকারী ওরা !
আর আমরা শুধু ওদের জন্যই টাকা জমা দিতাম !

07/11/2024

আমাদের সকলের জানা খুবই প্রয়োজন
মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত
Collected

07/11/2024

অভিনন্দন প্রিয় স্যার!
আমার ইউনিভার্সিটি লাইফের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, অত্যন্ত স্পষ্টবাদী, বিভিন্ন ক্লাসের গণিত বইয়ের লেখক প্রফেসর ড. Payer Ahmed স্যার,
সাবেক চেয়ারম্যান,গণিত বিভাগ ও
সাবেক ডীন, বিজ্ঞান অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

নবনিযুক্ত উপাচার্য
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আপনার জন্য নিরন্তর শুভকামনা। 💝💝

Address

Vill/Shibpur, PO/Bernaiya, PS/Shahrasti, Dist/Chandpur
Comilla
3623

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruque - ওমর ফারুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruque - ওমর ফারুক:

Share