News All Bangla TV

News All Bangla TV journalist
(4)

02/09/2025

সারাদেশের সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য 'আমরা স্বাগত জানাই৷ তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাগন কিছু কিছু এলাকায় মুখ দে অভিযান করছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ' উঠে এসেছে৷

31/08/2025

কুমিল্লার বরুড়া উপজেলার সদর বাজারের
সরকারি জায়গা দখল মুক্ত করার সর্বশেষ অবস্হা

30/08/2025

বরুড়া উপজেলার সদর বাজারে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করতে ব্যবসায়ীরা ব্যাস্ত৷ তবে শ্রমিকের অভাবে অনেক সরকারি জায়গা দখল মুক্ত করা যাচ্ছে না৷ এদিকে দীর্ঘ বছর পর হলেও কুমিল্লার বরুড়া সদর বাজার সরকারি জায়গা দখল মুক্ত হওয়ায় ' কুমিল্লা জেলা প্রশাসন ও বরুড়া উপজেলা প্রশাসন কে উপজেলাবাসী আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন৷

25/08/2025

শুধু জেলা শহর নয় ' কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা সদরসহ প্রতিটি উপজেলার বিভিন্ন গ্রামীন হাট-বাজার গুলোতে লাইসেন্স বিহীন 'অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ' যেখানে নেই পরীক্ষা-নিরিক্ষার উন্নতমান যন্ত্রপাতি ' নেই অভিজ্ঞ টেকনিশিয়ান ' যে কারনে প্রতারিত হচ্ছে গ্রাম-গন্জের অসহায় মানুষ৷ কুমিল্লাবাসীর দাবী প্রতিটি উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে এভাবে অভিযান চালানো হউক

24/08/2025

চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কালিয়ারচর বাজারের পার্শ্বে খালপাড়ে 'চলছে জমজমাট জুয়া খেলা ৷

11/08/2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন:
=========================
গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ
আবদুল্লাহ আল হৃদয়ঃ- গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগষ্ট ২০২৫ ইং রোজ সোমবার, বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের সার্বিক সুরক্ষার আহ্বান জানান।
দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চালনায় এই মানববন্ধনে উপজেলার জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তুহিন হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে হত্যা কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেওয়া নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর এক নগ্ন হামলা। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ এবং প্রাণনাশের হুমকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি সংঘবদ্ধ প্রচেষ্টা।
জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর তাঁর বক্তব্যে বলেন, "অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিকদের ওপর বারবার হামলার সাহস যোগাচ্ছে।"
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বলেন, "আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন।"
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম বলেন, "সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মকভাবে বিঘ্নিত। তুহিনের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।"
প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ বলেন, "আমরা কলম সৈনিক, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু নই। এই ধরনের বর্বরোচিত হামলা করে সত্যের আওয়াজকে স্তব্ধ করা যাবে না।"
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সম্প্রতি কুপিয়ে হত্যা করা হয়, যা সারা দেশের সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল হৃদয় বলেন, অতীতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির এবং সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ মহসীন আলী, মানববন্ধনে উপস্হিত ছিলেন অপূর্ব দেব, শাহিন চৌধুরী, দৈনিক সমাজ সেবা পত্রিকার সাংবাদিক শাজাহান সরকার, দেশ প্রিয় পত্রিকার সাংবাদিক মুহাম্মদ শান্ত মিয়াসহ আরও অনেকে। বক্তারা সকলেই সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। এ সময় সাংবাদিক তুহিনের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

11/08/2025
11/08/2025

বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যাগে অদ্য ১১ই আগস্ট ২০২৫ ইং বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীগনের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরন করে৷ উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ ' বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক৷

11/08/2025

বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যাগে অদ্য ১১ই আগস্ট ২০২৫ ইং বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীগনের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরন করে

Address

Cumilla
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when News All Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share