Powerplay. Nur

Powerplay. Nur

02/07/2025

মানুষের মুতাও তো এতো তাড়াতাড়ি শেষ হয় না যতোটা তাড়াতাড়ি সোনা মিয়া গো উইকেট পড়ে গেলো
🤬

25/02/2024

ল্যাও ঠেলা! 🤭🫣
এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

আর তরুণরা আজ আলহামদুলিল্লাহ , সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ জাজাকাল্লাহ ইত্যাদি আরবি শব্দ তাদের কথার শেষে কিংবা প্রথমে বলতেছে এটা আবার একদল চেতনাবাজ,
নষ্ট বুদ্ধি প্রতিবন্ধীরা মেনে নিতে পারতেছে না পর্দা,হিজাব বোরকা কথা নাইবা বললাম।

©©

পাথার প্রিমিয়ার লিগের ২য় খেলায় আমরা আবারও উইন পয়েন্ট টেবিলের ১ নাম্বার দল এখন বন্ধু মহল 🏏🏏🏏🏏🏏🤸‍♀️🏃‍♂️⛹️‍♂️⛹️‍♀️🏏🏏🏆🏆🏆
16/02/2024

পাথার প্রিমিয়ার লিগের ২য় খেলায়
আমরা আবারও উইন
পয়েন্ট টেবিলের ১ নাম্বার দল এখন বন্ধু মহল
🏏🏏🏏🏏🏏🤸‍♀️🏃‍♂️⛹️‍♂️⛹️‍♀️🏏🏏🏆🏆🏆

21/01/2024

আইন কানুন নিয়ে একটা গল্প বলি
অসময়ের গল্প অবলম্বনে

স্থান : হাতিরঝিল
সময় ঃ আনুমানিক রাত ৯ টা প্লাস মাইনাস হবে

হালিম ঃ এই বাবা শোনো
বাচ্চা ঃ কি হইছে কন
হালিম ঃ পরশুরাত এখানে যে একটা মাডার হইছে তুমি কি
কিছু দেখছিলা
বাচ্চা ঃ হ দেখছিতো
হালিম ঃ তাহলে বলতো কি হইছে ঐদিন রাতে
বাচ্চা ঃ আমি রাস্তার ধারে চা বেচতাছি তিনডা মাইয়া আর
দুইডা পোলা কেক কাটছিলো
হালিম ঃ তারপর তারপর কি হইছে
বাচ্চা ঃ বলতাছি তো এতো পালমারতাছেন ক্যান
হালিম ঃ আচ্ছা ঠান্ডা মাথায় বলো
বাচ্চা ঃ তারপর দুইডা মাইয়া আর একটা পোলা গাড়ি নিয়ে
চইলা গেছে আর একটা পোলা একটা মাইয়া দুজন
দুজনরে জড়াই ধইরা দারাই ছিলো কোথ থ্যাইকা
কয়েকটা পোলা আ্যইয়া এগো লগে ঝগড়া বাধাইয়া
মারপিট বাধাই দিছে পরে একটা গিয়া ট্রাকের তলে
পইরা মারা গেছে
হালিম ঃ বন্ধু মোখলেস মাডারের ক্লু তো পাইয়া গেছি
মোখলেস ঃ কি ক্লু পাইলি বল
হালিম ঃ একটা বাচ্চা সে পরশু রাতে এখানে ছিলো
রাজসাক্ষী হয়ে সাক্ষী দিলে মেয়েটাকে বাঁচাতে
পারবো
মোখলেস ঃ দূরো ব্যাটা আদালতে এতো পুলিশ আর
আইনজীবী দেখে ভয়ে আবল তাবল বলতে শুরু
করবে পরে বলবে আমরা সাজাই নিয়া আসছি
হালিম ঃ আচ্ছা আমি বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করি
মোখলেস ঃ দেখ আগের কথায় থাকে কি না
হালিম ঃ আচ্ছা বাবু তুমি আমারে যে কথা গুলো বললা
উকিল তোমাকে জিজ্ঞেস করলে বলতে পারবা না
বাচ্চা ঃ কোন কথাগুলো যেন ভাই
হালিম ঃ এতোক্ষণ যা কিচ্ছু বলছো আমারে
বাচ্চা ঃ ঐদিন তো আমি দেশেই ছিলাম না আর কোনো ঘটনা
আমি তো কিছুই জানি আমি তো কিছু দেখিই নাই
আমি আপনার মতোই শুনছি কেবল দূরো মিআ
কোত থেকে যে আইয়েন না আপনারা
হালিম ঃ মোখলেস বন্ধু তুই যা বলছিলি আসলেই সত্য এই
পোলা তো এখনই প্যান্টে মইত্তা দিছে

মোখলেস ঃ পুলিশের চাকরী একটা অভিজ্ঞতা আছে না
সাংবাদিক হিসেবে তুই একটা অভিজ্ঞতা নিলি
হা হা হা হা......
হালিম ঃ হা হা হা.......

অসময়ে আবারও হারিয়ে গেলাম

পাথার প্রিমিয়ার লীগে আজকে ছিলো আমাদের বন্ধু মহলের প্রথম ম্যাচ খেলা- আরজু টিম বনাম বন্ধু মহল, বিকাল  ৩:০০ ২১/১/২৪টসে হেরে...
21/01/2024

পাথার প্রিমিয়ার লীগে আজকে ছিলো আমাদের বন্ধু মহলের প্রথম ম্যাচ

খেলা- আরজু টিম বনাম বন্ধু মহল, বিকাল ৩:০০
২১/১/২৪

টসে হেরে ফিল্ডিংয়ে বন্ধু মহল

নতুন মাঠ, নতুন পিচ, নতুন পরিবেশ, সবমিলে আমরা প্রতিপক্ষ টিম থেকে দশগুণ পিছিয়ে
কিন্তু তাতে কি হবে আমাদের বোলাররা সবসময়ের মতো তাদের বোলিংয়ের ধার অব্যাহত রেখেছে এই ম্যাচেও।

প্রথম বোলিং জুটি ছিলো ইমন আর রিপন দুজন মিলে অসম্ভব ভালো বল করেছো বলতে গেলে প্রতিপক্ষকে দাড়াতেই দেই নাই।

ইমন তার ব্যক্তিগত প্রথম ওভারেই আমাদের উপহার দিয়েছে একটি উইকেট দুর্দান্ত বলে। ব্যাটসম্যান বুঝে উঠার আগেই স্ট্যাম্প শেষ
তার স্পেলের দ্বিতীয় ওভারে এসে আরও দুর্দান্ত বোলিং শুরু হল। প্রতিপক্ষকে ওই ওভারে কোন বল বুঝতেই দেয় নাই ওই ওভারে মূল্যবান দুটি উইকেট তুলে নিয়ে আমাদের ম্যাচর ভিত্তি গড়ে দিয়েছিল ইমন তার তিন ওভারের স্পেল শেষ করেছে ১৪ রান খরচায় ৩ উইকেট এর বিনিময়ে

তারপর রিপন শো শুরু হল তার তুফানি বলে ম্যাচে সব সময় সব মোমেন্টই আমাদেরকে দেখিয়েছে তার ক্যারিসমেটিক স্পেল। রিপন তার তিন ওভারের স্পেল শেষে ১৫ রান খরচায় ৩ উইকেট পেয়েছিলো

তারপর মধ্যখানে কিছু বাজে ওভারের কারণে প্রতিপক্ষ ১৪ ওভার শেষে স্কোর দাঁড় করায় ১২৮/৮(১৪)

ইনিংস বিরতির পর ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে

প্রথমেই বন্ধু মহল ধাক্কা খায় শাকিলের উইকেট হারিয়ে, এরপর মাহিম নেমে টর্নেডো একটা ইনিংস খেলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে

৬ ওভার শেষে দলীয় ৫৫ রানে ব্যক্তিগত ৩০ রান করে মাহিমের উইকেট যাওয়ার পর বন্ধুমহল আবার বিপর্যয়ে পড়ে সেই বিপর্যয়ে দলের হাল ধরেন তারেক এবং ইমন দুজনের দুর্দান্ত ব্যাটিং পার্টনারশিপ বন্ধু মহলকে জয়ের বন্ধরে পৌঁছিয়ে দেয়

বন্ধু মহল ২ ওভার হাতে রেখে পাঁচ উইকেটের বিনিময়ে জয়লাভ করে

তারেক ব্যক্তিগত ৪১ রানে অপরাজিত থাকে এবং ইমনও ব্যক্তিগত ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে।

স্কোর :
আরজু টিম:- ১২৮/৮ (১৪)

বন্ধু মহল ::- ১৩৩/৫ (১২)

অভিনন্দন বন্ধু মহল টিমকে 🏏🏏🏏🏏❤️❤️🇧🇩🇧🇩🏆🏆

( # # # #স্ক্রিপ্ট_রাইটার_নূর)

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Powerplay. Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category