Sk. Sharif 10

Sk. Sharif 10 আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমার ছোট্ট প্রচেষ্টা”
🌸 “নফসের বিরুদ্ধে জিহাদই আসল সাহস”

Follow for daily Islamic

i phone 17
19/09/2025

i phone 17

07/09/2025

আল্লাহ আমাদের এতটাই ভালোবাসেন যে—
✨ আমরা ভুল করলে তিনি ক্ষমা করার দরজা খোলা রেখেছেন।
✨ আমরা বিপদে পড়লে তিনি দোয়া করার সুযোগ দিয়েছেন।

❤️
06/09/2025

❤️

সে হয়তো বুঝতে পারে নাই, আমার বাবা আর ফিরে আসবে না।
06/09/2025

সে হয়তো বুঝতে পারে নাই, আমার বাবা আর ফিরে আসবে না।

03/09/2025

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যখন সলাতের আযান দেয়া হল, তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে বাতকর্ম করতে করতে (দ্রুত) পলায়ন করে, যেন সে আযানের শব্দ শুনতে না পায়। আযান শেষ হলে সে পুনরায় ফিরে আসে। আবার যখন ইক্বামাত দেয়া হয় তখন সে পলায়ন করে। ইক্বামাত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং মুসল্লীর মনে সংশয় সৃষ্টি করতে থাকে। সে তাকে বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। অথচ এ কথাগুলো সলাতের পূর্বে তার স্মরণও ছিলো না। শেষ পর্যন্ত মুসল্লী এমন এক বিভ্রাটে পড়ে যে, সে বলতেও পারে না, সে কত রাক’আত সলাত আদায় করেছে।৬৮

03/09/2025

পুরুষ মানুষ সারাজীবন ছাত্রই থাকে। মা মনে করে বউ শিখিয়ে দিয়েছে, বউ মনে করে মা শিখাইছে।💔🥹

02/09/2025

নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহ্‌র অনুগ্রহ চাইবে। কারণ, সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার আওয়ায শুনবে, তখন আল্লাহ্‌র নিকট শয়তান থেকে আশ্রয় কামনা করবে। কারণ, সে শয়তান দেখেছে।’ (বুখারী ৩৩০৩, মুসলিম ২৭২৯)

01/09/2025

নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে পাক্কা মুনাফিক এবং যার মধ্যে এর একটা থাকবে, তার মধ্যে মুনাফিকীর একটা স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করবে। (১) যখন তার নিকট কিছু আমানত রাখা হয়, তাতে সে খিয়ানত করে, (২) সে যখন কথা বলে, মিথ্যা বলে, (৩) যখন ওয়াদা করে, ভঙ্গ করে এবং (৪) যখন কারো সাথে ঝগড়া করে, তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫০)।

01/09/2025

আল্লাহ আকবর

01/09/2025

অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে বড় করে।
অহংকার করলে মানুষ দূরে সরে যায়, আর বিনয় করলে সবাই কাছে টানে।
মনে রাখবেন—যে গাছের ডালে বেশি ফল থাকে, সেই ডাল কিন্তু সবসময় নত হয়ে থাকে। 🍂

01/09/2025

সুখ বাইরে খুঁজে পাওয়া যায় না,
সুখ তো ভেতরের জিনিস 🌸

Address

Comilla
3542

Alerts

Be the first to know and let us send you an email when Sk. Sharif 10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category