CumillaViews24.Com

CumillaViews24.Com ইতিহাস ঐতিহ্যের পূর্ণভূমি কুমিল্লায় ঘটে যাওয়া মূহুর্তের খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।

*রানিরবাজারে বিশেষ অভিযান: সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক*কুমিল্লা, ৩ জুন:৩৩ পদাতিক ডিভিশনের...
04/06/2025

*রানিরবাজারে বিশেষ অভিযান: সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক*

কুমিল্লা, ৩ জুন:
৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর-এর আওতায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার রানিরবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ বিভিন্ন অবৈধ ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মালামাল সমূহ:
১। ইয়াবা – ৭৮ টি
২। মোবাইল ফোন – ৯ টি
৩। পাওয়ার ব্যাংক – ১ টি
৪। চাপাতি – ১ টি
৫। কুড়াল – ১ টি
৬। বড় ছুরি – ১ টি
৭। কাঁচি – ২ টি
৮। কাটিং প্লাস – ১ টি
৯। সিসিটিভি ডিভিআর – ১ টি
১০। সেলাই রেঞ্জ – ১ টি
১১। বাটুল (লোহার বস্তু) – ১ টি।
১২। স্ক্রু ড্রাইভার – ২ টি
১৩। গাঁজা – ২৫০ গ্রাম
১৪। ছুরি – ১ টি
*১৫। সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় – ৩ গজ*

আটককৃত গ্যাং সদস্যদের পরিচয়:
১। চয়ন চন্দ্র শীল
পিতা: দিলীপ চন্দ্র শীল,
মাতা: রত্না রানী শীল,
গ্রাম: কোরপাই, থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা

২। মোঃ ফরিদ
পিতা: হানিফ,
মাতা: আলেয়া বেগম,
গ্রাম: চম্পক নগর, পোস্ট: দুর্গাপুর,
থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা

৩। নাসির উদ্দিন
পিতা: কাজল মিয়া,
মাতা: সেলিনা বেগম,
গ্রাম: সুলতানপুর, থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা

৪। তুহিন
পিতা: কবির উদ্দিন,
মাতা: মোমেনা বেগম,
গ্রাম ও পোস্ট: সুলতানপুর,
থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা

19/03/2025

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর ও জেলার দুই গ্রুপের মধ্যে সংঘ'র্ষ

11/03/2025

বাড়ি কুমিল্লা দেবীদ্বার 💥
বয়স ১৩। প্রেমের টানে ভেগে যাচ্ছিল, পুলিশে ধরায় পরিচয় দিছে খালাতো ভাইবোন।
😑

15/02/2025

লাকসামে তায়েফ এয়ারকন
AC BUS Service Grand Opening!!

ঢাকা থেকে বিপুলাসার পর্যন্ত বৃহত্তর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে তায়েফ এয়ারকন সার্ভিস চালু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বাসটির কাউন্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের ম্যানেজিং ডিরেক্টর ও লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির। তিনি তার বক্তব্যে বলেন, “ঢাকা থেকে বিপুলাসার যাতায়াতে তায়েফ এয়ারকন সার্ভিস সর্বস্তরের মানুষের সেবকের ভূমিকায় থাকবে। আমরা মানুষের সেবার মান শতভাগ নিশ্চিত করতে চাই এবং এই প্রকল্পটি পরিচালনা করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একমাত্র এয়ারকন (এসি) বাস সেবা প্রদান করতে পারা একটি বিশেষ অর্জন এবং এ সেবা ব্যবস্থাকে অগ্রসর করতে বৃহত্তর এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের পরিচালক ও সড়ক-পরিবহন কেন্দ্রীয় নেতা শওকত হোসেন শিহাব, নির্বাহী পরিচালক তরুণ উদ্যেক্তা নাঙ্গলকোটের সাইয়েদ মুহাম্মদ রুবেল, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম শিফন, আবদুর রহিম প্রমুখ।

এছাড়া, তায়েফ এয়ারকন সার্ভিসের বিপুলাসার ও নাথের পেটুয়া কাউন্টারের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তায়েফ এয়ারকন সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরো উন্নত করবে।

15/02/2025

লাকসামে তায়েফ এয়ারকন
AC BUS Service Grand Opening!!

ঢাকা থেকে বিপুলাসার পর্যন্ত বৃহত্তর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে তায়েফ এয়ারকন সার্ভিস চালু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বাসটির কাউন্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের ম্যানেজিং ডিরেক্টর ও লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির। তিনি তার বক্তব্যে বলেন, “ঢাকা থেকে বিপুলাসার যাতায়াতে তায়েফ এয়ারকন সার্ভিস সর্বস্তরের মানুষের সেবকের ভূমিকায় থাকবে। আমরা মানুষের সেবার মান শতভাগ নিশ্চিত করতে চাই এবং এই প্রকল্পটি পরিচালনা করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একমাত্র এয়ারকন (এসি) বাস সেবা প্রদান করতে পারা একটি বিশেষ অর্জন এবং এ সেবা ব্যবস্থাকে অগ্রসর করতে বৃহত্তর এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের পরিচালক ও সড়ক-পরিবহন কেন্দ্রীয় নেতা শওকত হোসেন শিহাব, নির্বাহী পরিচালক তরুণ উদ্যেক্তা নাঙ্গলকোটের সাইয়েদ মুহাম্মদ রুবেল, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম শিফন, আবদুর রহিম প্রমুখ।

এছাড়া, তায়েফ এয়ারকন সার্ভিসের বিপুলাসার ও নাথের পেটুয়া কাউন্টারের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তায়েফ এয়ারকন সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরো উন্নত করবে।

13/01/2025

কুমিল্লা জামায়াত নেতা কতৃক কলেজ শিক্ষক লাঞ্চনার মুল ঘটনা।

ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির নতুন কমিটি নিজস্ব প্রতিবেদক :ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির নতুন কার্...
09/12/2024

ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক :
ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২০২৭ সেশনের জন্য এ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মো. আমান উল্লাহ আমানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক মাহবুবুল হক, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো. ওমর ফারুক, আমিনুল ইসলাম শামীম ও মো ওমর ফারুক ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আইয়ুব নবী, মো. রাকিব মজুমদার, শাহীনুর রহমান, মো. মোহন তালুকদার ও সাইমুন সাফায়েত, সাংগঠনিক সম্পাদক এস এম পারভেজ ভূঁইয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. রুবেল, মো. বেলাল ভূঁইয়া, ইঞ্জিনিয়ার শেখ আহাম্মদ, মো. হারুনুর রশিদ, ও মো. সালাউদ্দিন, কোষাদক্ষ জাবেদ আহমেদ ভূঁইয়া, সহ-কোষাদক্ষ পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মিলন মাহমুদ, সহ প্রচার সম্পাদক ইফতেখার বাশার, প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সুজন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহাম্মদ ভূঁইয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এস এম মানিক,ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার কাজল, নির্বাহী সদস্যরা হলেন- অধ্যাপক আবদুল হাই, মো. জাফর ছাদেক, মো. আবুল হাশেম, মো. মিজানুর রহমান, আবুল কাশেম, মো. লোকমান হোসেন, মো. আবুল বাশার তালুকদার, কুলসুম পপি ও মো. আতাউর রহমান।
গত ৩০ নভেম্বর ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির আয়োজনে ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য এবং এলাকার গুনীজনদের জীবনী নিয়ে প্রথম বারেরমত প্রকাশিত স্মরনিকা 'হোমনাবাদ' এর মোড়ক উন্মোচন ও সাধারন সভা রাজধানীর নয়া পল্টনস্থ সানগ্রী লা ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উপদেষ্ঠা সদস্য, কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সমিতির সাবেক সভাপতি শেখ শাহজাহান সাজু বলেন, আমরা দায়িত্ব পালন কালে এলাকার উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষ এবং বন্যাসহ বিভিন্ন দুর্যোগ কালে মানুষের কল্যাণে ব্যাপক কাজ করেছি। বিশেষ করে ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য এবং এলাকার গুনীজনদের জীবনী নিয়ে প্রথম বারেরমত 'হোমনাবাদ' নামক একটি স্মরনিকা প্রকাশ করতে সক্ষম হয়েছি। যাহা আমাদের সফলতার একটি মাইল ফলক। আশা রাখছি নতুন কমিটি আরো ভালো ভালো কর্মকান্ড আমাদের উপহার দিবেন।

চৌদ্দগ্রামে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের সমাবেশস্টাফ রিপোর্টার:-২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খ...
28/10/2024

চৌদ্দগ্রামে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের সমাবেশ

স্টাফ রিপোর্টার:-

২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচার দাবি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠের আলোচনা সভা সমাবেশে পরিণত হয়। উপজেলা জামাযাতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা উত্তর ছাত্রশিবির এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য শাহাব উদ্দিন, মাস্টার আবদুল কাদের, মহসিন কবিরসহ বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। আলোচনা শেষে ২৮ অক্টোবর হামলার একটি ভিডিও প্রদর্শনী দেখানো হয়।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে। সর্বশেষ গত আগস্ট মাসে জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা সে সময় আল্লাহর সাহায্য কামনা করেছিলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।

11/10/2024

মিজানুুর রহমান আজহারী সাহেবকে মালেশিয়া প্রবেশ করেছেন! ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে মালেশিয়া প্রবেশ করতে দেওয়া হয়!!

11/10/2024

চৌদ্দগ্রামে দ্রুত গতিতে এসে চলন্ত গাড়ীর নিচে মোটর সাইকেল: মারা গেলেন ২ বন্ধু
আলোকিত রিপোর্ট
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় অপরজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুস্করনী গ্রামের সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫) একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সাগর (২২)। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওসি বলেন, শুক্রবার বিকেলে দেলোয়ার হোসেন সহ তিন বন্ধু মোটর সাইকেল যোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের মোটর সাইকেলটির অনেক গতি ছিল। মহাসড়কের লালবাগ এলাকায় পৌঁছালে আরোহীরা চলন্ত একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে তিন আরোহী চিটকে মহাসড়কের উপরে পড়ে। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উদ্ধার করে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাগরকে নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। এদের অপর বন্ধু রায়হানের অবস্থায় আশংকা জনক। তার অবস্থা আশংকা জনক হওয়ায় মৃত দেলোয়ারের মৃতদেহ তার স্বজনদের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোবেল বলেন, গুরুত্বর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও দেবিদ্বারের কৃতি সন্তান ব্যারিস্টার Muhammad Abu Bakr Molla তার নিজ জন্মভুমি...
08/10/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও দেবিদ্বারের কৃতি সন্তান ব্যারিস্টার Muhammad Abu Bakr Molla তার নিজ জন্মভুমি দেবিদ্বারে পৌছালে জেলা জামায়াত ও উপজেলা নেতৃবৃন্দ উনাকে ফুলেল শুভেচ্ছায় ও সম্বর্ধনায় সিক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অন্চলের টীম সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার সোসাইটি ঢাকা সভাপতি আবু সাঈদ ফারুক,জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল শহিদ।

বক্তব্য রাখেন দেবিদ্বার সোসাইটি ঢাকা সাধারন সম্পাদক সোলায়মান কবির মাসুম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপ্যাল মুফতি আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হাকিম সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

11/09/2024

কুমিল্লা চৌদ্দগ্রাম বাস পুড়িয়ে ৮ জন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাবে মেয়র মিজান, উপজেলা চেয়ারম্যান আব্দুস ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান জালাল সহ আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হইছে!!

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when CumillaViews24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CumillaViews24.Com:

Share