
04/06/2025
*রানিরবাজারে বিশেষ অভিযান: সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক*
কুমিল্লা, ৩ জুন:
৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর-এর আওতায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার রানিরবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ বিভিন্ন অবৈধ ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মালামাল সমূহ:
১। ইয়াবা – ৭৮ টি
২। মোবাইল ফোন – ৯ টি
৩। পাওয়ার ব্যাংক – ১ টি
৪। চাপাতি – ১ টি
৫। কুড়াল – ১ টি
৬। বড় ছুরি – ১ টি
৭। কাঁচি – ২ টি
৮। কাটিং প্লাস – ১ টি
৯। সিসিটিভি ডিভিআর – ১ টি
১০। সেলাই রেঞ্জ – ১ টি
১১। বাটুল (লোহার বস্তু) – ১ টি।
১২। স্ক্রু ড্রাইভার – ২ টি
১৩। গাঁজা – ২৫০ গ্রাম
১৪। ছুরি – ১ টি
*১৫। সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় – ৩ গজ*
আটককৃত গ্যাং সদস্যদের পরিচয়:
১। চয়ন চন্দ্র শীল
পিতা: দিলীপ চন্দ্র শীল,
মাতা: রত্না রানী শীল,
গ্রাম: কোরপাই, থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা
২। মোঃ ফরিদ
পিতা: হানিফ,
মাতা: আলেয়া বেগম,
গ্রাম: চম্পক নগর, পোস্ট: দুর্গাপুর,
থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা
৩। নাসির উদ্দিন
পিতা: কাজল মিয়া,
মাতা: সেলিনা বেগম,
গ্রাম: সুলতানপুর, থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা
৪। তুহিন
পিতা: কবির উদ্দিন,
মাতা: মোমেনা বেগম,
গ্রাম ও পোস্ট: সুলতানপুর,
থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা