Ayna / আয়না

Ayna / আয়না প্রিয়জনকে দিতে পছন্দের গিফট/শপিং করু?

এক ঝুড়ি ভালোবাসা❤️
23/09/2025

এক ঝুড়ি ভালোবাসা❤️

23/09/2025

এটা আমার বানানো সর্বপ্রথম চুড়ির সেট। এটার ইতিহাস মারাত্নক। গুটি সুতায় করা এই সেটটির অর্ধেক ঢাকায় বানানো হয়েছে আমার বোনের বাসায় বসে, বাকি অর্ধেক কাজ আর ফিনিশিং কুমিল্লা আমার বাসায়। ইন্টারেস্টিং না!
খুবই সিম্পল কাজ আর কাচাঁপাকা হাতের কাজ। তবুও প্রিয় আমার, কারণ ওই যে নিজের হাতে বানানো সর্বপ্রথম চুড়ির সেট।

22/09/2025

ভিডিওতে দেখানো টিস্যুর রোল দেখে কেউ হাসবেননা প্লিজ 🙃
এটার ভিডিও করার সময় এর চেয়ে ভালো কোন ম্যাটেরিয়াল পাইনি অ্যাটাচ করার🙁। তাই এটাই আল্লাহ ভরসা বলে চালিয়ে দিলাম।
বাই দা রাস্তা টিস্যু রোল এর সমালোচনা করতে গিয়ে কেউ আমার এই নীল আকাশি সমুদ্রের প্রতি অবহেলা করবেননা হে।
ভাবুনতো সমুদ্রের পাশে নীল পোশাকের সাথে এই চুড়ির সেটটি হাতে থাকলে এখানেই তো আপনার সাজ সম্পূর্ণ । আর কি কিছূ লাগে?!!!!

22/09/2025

সুবহানআল্লাহ!!!
কোনভাবেই এই সুন্দরীর আসল রং টা ক্যামেরায় আনা সম্ভব হয়নি,,, কম করে হলেও ৪০/৪৫ টি ছবি ভিডিও বিভিন্ন এঙ্গেল থেকে তুলেছি, চেষ্টা করেছি। তবুও এটার আসল সৌন্দর্য ক্যামেরায় আনতে পারিনি।
বাস্তবে এটা আমার করা দারুণ একটা বিউটি,,,,

21/09/2025

এই চুড়ির সেটটি তৈরী করতে সময় লেগেছে ৩ দিন। হ্যা ঠিক শুনেছেন, ৩ দিন। ৩ দিনে কম হলেও ৭/৮ বার উঠেবসে তারপর ফাইনাল লুক আনতে সক্ষম হয়েছি।
এবার আপনারা বলতেই পারেন যে আপনি এক্সপার্ট না। যারা এই কাজে দক্ষ তাদের তো এতো সময় লাগেনা! আর তাছাড়া এটাতো এতো আহামরি ডিজাইন ও না!
থামেন ভাই/আপা এবার।
২ বাচ্চা (২টা ই টডলার) নিয়ে আমাকে এভাবেই নিজের কাজ করতে হয়। প্রচুর পরিমানে ধৈর্য্য, পরিশ্রম আর নিজের স্বল্পজ্ঞান কাজে লাগিয়ে আমি আমার এই ছোট্ট পেজ টা কে আবারো পুরোদমে চালু করতে চাইছি।
যেভাবে আপনারা আয়নার শুরুটাতে আমাকে সাপোর্ট করেছিলেন সেভাবেই আবার পোস্টগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করলে তবেই আমার এই পরিশ্রমের সার্থকতা।
আমি কোন সেল পোস্ট এখন দিচ্ছিনা, আর আপাতত অনলাইনে সেল করার ইচ্ছাও নেই।
আমার ক্রাফট ইনশাআল্লাহ অফলাইনে ই কাড়াকাড়িতে সেল হবে আমি বিশ্বাসী।
তবে নিজের বানানো পন্য গুলো আমি চাই আপনাদের সামনে তুলে ধরতে, আপনারাও দেখুন আমার পণ্যগুলো।
তবে সেলার আপুরা দয়া করে ডিজাইন কপি করে বা আমার ছবি/ভিডিও কপি করবেননা। আমার বানানো প্রত্যেকটা পন্য আমার নিজের করা ডিজাইন অথবা ইন্সপায়ার্ড। তাই আপনারা যারা নতুন সেলার আছেন নিজের কাজে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরুন। অন্যের গুলো কপি করে নয়।
আর সেলার আপুরা আপনাদের ভয় নেই কারণ আমিতো আগেই বললাম আমি সেল পোস্ট করছিনা বা অর্ডার ও নিচ্ছিনা।
সবাই দোয়া করবেন আর অনুপ্রেরণা দিবেন আশা করি.....

EXCLUSIVE PREMIUM QUALITY BANGLES THIS IS IN 2.8 SIZE
20/09/2025

EXCLUSIVE PREMIUM QUALITY BANGLES
THIS IS IN 2.8 SIZE

guess what!!!?😋😋
07/08/2025

guess what!!!?😋😋

my flirting skill 😶‍🌫️
10/06/2024

my flirting skill 😶‍🌫️

26/05/2024
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলতেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমযান আসলে আসমানে...
12/03/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলতেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমযান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দী করে দেয়া হয়।

কফির কাপটা হাতে দিয়ে বউ বললো " অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, আমাকে এক হাজার টাকা দাও। " দুদিন আগেই শপিং করেছে। তাই মিথ...
18/09/2023

কফির কাপটা হাতে দিয়ে বউ বললো " অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, আমাকে এক হাজার টাকা দাও। "

দুদিন আগেই শপিং করেছে। তাই মিথ্যা করে ললাম, " মাস শেষ হয়ে এসেছে, এখন হাতে টাকাপয়সা নেই। "

এক কথা দুই কথা বলতে বলতে রাত দুইটা পর্যন্ত তুমুল ঝগড়া হতে লাগলো। বিয়ের সময় তার বাবা কি কি দিয়েছে, তাকে আমি আজ পর্যন্ত যা দিছি সবকিছুর একটা লিস্ট হয়ে গেল।

সবশেষে বউ রাগ করে সকাল বেলা বাপের বাড়ি চলে যাবে বলে ঘুমিয়ে গেল। আমিও সকালে অফিসে যেতে হবে তাই ঘুমিয়ে পড়লাম।

সকাল বেলা দেখি বউ সত্যি সত্যি সবকিছু গুছিয়ে বসে আছে। আমিও আর কোনো অনুরোধ করলাম না।

বাসা থেকে রাগ করে বের হবার ভাব নিয়ে নিলাম। মানিব্যাগ থেকে ৩০০০ টাকা বের করে দিয়ে গম্ভীর হয়ে বললাম।

" তুমি তো আবার এসি বাস ছাড়া চলতে পারো না। যাওয়া আসার ১২০০+১২০০ মোট ২৪০০ আর বাকিটা পথে খরচ করবা। "

রাতে বাসায় ফিরে দেখি বউ বাসাতেই আছে। বললাম, " তুমি যাওনি? "

" না যাইনি। ড্রেস কেনার টাকা দরকার ছিল। টাকা তো পেয়ে গেছি এবার একটা নয়, তিন হাজার টাকা দিয়ে তিনটা ড্রেস কিনবো। "

মনে মনে ভাবলাম " গতকাল রাতে ১০০০ টাকা দিলেই তো হতো। এখন ২০০০ হাজার টাকা বেশি গেল, আবার শেষ রাত অব্দি ঝগড়া হলো। "

বউকে বললাম " এরপর কিছু পছন্দ হলেই বলবা। তবুও এরকম টেকনিক করবা না🥹। "

----

©️

😋😋
17/09/2023

😋😋

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayna / আয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayna / আয়না:

Share