Humanity virtue

Humanity virtue ℍ𝕦𝕞𝕒𝕟𝕚𝕥𝕪 (𝕧𝕚𝕣𝕥𝕦𝕖)

❤️--------------------------❤️

(1)

23/09/2025

মিজানুর রহমান আজহারীর ওয়াজ থেকে —
“শেষ জামানায় চোর-ডাকাতরাই দেশের নেতা হবে।”
ভেবে দেখেছেন, আমরা কি সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি? 🤔

👉 আপনার মতামত কমেন্টে লিখুন।

20/06/2025

"শুক্রবার দুরুদ পাঠের দিন।

জুম্মা মোবারক ;🌻

প্রায় ২৫০০ বছর আগে গ্রিক কুস্তিগীর মাইলো অফ ক্রোটন তখনকার পরিচিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন।...
15/06/2025

প্রায় ২৫০০ বছর আগে গ্রিক কুস্তিগীর মাইলো অফ ক্রোটন তখনকার পরিচিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। অসাধারণ শক্তি ও ক্রীড়াশৈলীর অধিকারী এই ব্যক্তি আমাদের পেশী গঠনের তিনটি মৌলিক নীতি শিখিয়েছেন: খুব হালকা ওজন দিয়ে শুরু করা, নিয়মিত অনুশীলন করা, এবং ধাপে ধাপে ধৈর্য ধরে ওজন বৃদ্ধি করা।

মাইলো একদিন একটি নবজাতক ষাঁড়কে কাঁধে তুলে নেন এবং প্রতিদিন সেটিকে বহন করে হাঁটতে শুরু করেন। ষাঁড়টি ধীরে ধীরে বড় হতে থাকে, আর মাইলোও প্রতিদিন সেই বাড়তে থাকা ওজন নিয়ে হাঁটতে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পার হতে হতে ছোট্ট সেই ষাঁড়টি একটি পূর্ণবয়স্ক বিশাল ষাঁড়ে পরিণত হয়, কিন্তু মাইলো তখনও সেটিকে কাঁধে নিয়ে হাঁটতে পারতেন!

চাপ নেয়া শিখতে হবে।

13/06/2025

"Send blessings upon the Prophet ﷺ in abundance today. It's Friday – the best day of the week. Jumma Mubarak! 🌿"

"শুক্রবার দুরুদ পাঠের দিন।

জুম্মা মোবারক ;🌻

জীবনের এই কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!হয়তো আজ তোমার চারপাশে অন্ধকার। কোথাও আশার আলো নেই। একা, নিঃসঙ্গ, ক্লান্ত আর ...
12/06/2025

জীবনের এই কঠিন সময়টাই
তোমার সবচেয়ে বড় সুযোগ!

হয়তো আজ তোমার চারপাশে অন্ধকার।
কোথাও আশার আলো নেই।
একা, নিঃসঙ্গ, ক্লান্ত আর অবসন্ন লাগছে।
মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে।
কিন্তু সত্যি বলতে—এটাই শুরু!
এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি,
যেটা এখন তুমি টের পাচ্ছো না,
কিন্তু একদিন তুমি নিজেই অবাক হবে।

পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি, বড় কিছু গড়তে গেলে আগে মাটির গভীর থেকে কাঁপুনি শুরু হয়। এই দুঃসময়টা আসলে তোমার ভিতর থেকে দুর্বলতা ঝেড়ে ফেলার সময়। জীবন তোমাকে কষ্ট দিচ্ছে না, জীবন তোমাকে গড়ছে!

অনেকেই থাকে, যারা সবকিছু নিয়েই জন্মায়—সমর্থন, সুযোগ, টাকা, পরিবেশ। তারা একটা গণ্ডির মধ্যে থেকে জীবন পার করে দেয়। কিন্তু যারা শূন্য থেকে শুরু করে, তারাই নতুন গন্তব্য তৈরি করে। তারা শুধু নিজেদের জন্য না, অগণিত মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

আজ তুমি হয়তো ভাঙা ঘরের ছেলে বা মেয়ে। হয়তো তোমার হাতে কিছুই নেই—না টাকা, না পরিচিতি, না কোনো সুযোগ। কিন্তু বিশ্বাস রেখো, একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন, গ্রন্থ, উদ্যোগ কিংবা প্রতিষ্ঠান। কারণ তুমি হাল ছাড়ো নি, তুমি থেমে যাও নি!

তোমার এই যুদ্ধ এখন কেউ দেখছে না। কেউ জানে না তুমি রাতে কতটা কান্না করো, দিনে কতটা লড়াই করো। কিন্তু সময় সব মনে রাখে। একদিন ঠিক সেই গল্পই হয়ে যাবে অনুপ্রেরণার বাতিঘর, যা অন্যদের আঁধারেও আলো দেখাবে।

তাই এখনই ভেঙে পড়ার সময় নয়।
তুমি আলাদা। তুমি বিশেষ।
তোমার রক্তে বয়ে চলেছে সংগ্রামের ইতিহাস, তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র।

তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও, আগামীকাল তোমার নামেই ইতিহাস লেখা হবে।
হাল ছেড়ো না। ভয় পেও না।
কারণ তুমিই সেই ঝড়ের নাবিক, যে দিক হারিয়ে ফেলে না—বরং দিক তৈরি করে!

#অনুপ্রেরণা #আত্মউন্নয়ন #সংগ্রাম #বিপর্যয়_থেকেই_জয়

11/06/2025

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক। এক্সপ্ল্যানেশন দিতে চাইছি না। আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে চাইছি না। মিথ্যে শুনতে চাইছি না। বাহানা চাইছি না। অবহেলা চাইছি না। যে'খান যে'খান থেকে আঘাত পেয়েছি, সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না। আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না, ভরসা করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা, ও দরজায় হাত পাততে চাইছি না।

আপাতত দূরত্ব চাইছি। অনুভূতি আর মানুষের থেকে।

Humanity virtue

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Humanity virtue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share