05/09/2025
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ★মায়ার বাঁধন★
একটি ছোট গ্রামে ছিল মৃদুল আর তৃষা। দু’জনের পরিচয় ছিল শৈশব থেকে। হাসি-আনন্দ, দুষ্টুমি আর পড়াশোনার সঙ্গী তারা। সময়ের সাথে সাথে মৃদুল শহরে চলে গেল পড়াশোনার জন্য, তৃষা রয়ে গেল গ্রামে।
বছর কয়েক পর মৃদুল ফিরে এলো ছুটিতে। চারদিক বদলে গেছে, কিন্তু এক জিনিস বদলায়নি—তৃষার চোখের সেই টান। দেখা হলে তৃষা হেসে বলল,
—“চলে গেলে তো আবার, কিন্তু আমার মনে হয় তুমি একটুও দূরে যাওনি।”
মৃদুল থমকে দাঁড়াল। সত্যিই, যত দূরেই থাকুক, তৃষার প্রতি সেই অদ্ভুত টানটা কখনো ছিঁড়ে যায়নি। সেটাই ছিল মায়া।
মৃদুল শহরে ফিরে গেল, তৃষা গ্রামে রয়ে গেল। দু’জনের মধ্যে হাজার মাইল দূরত্ব তৈরি হলো। কিন্তু রাতে আকাশের দিকে তাকিয়ে দু’জনই বুঝতে পারত—কোনো অদৃশ্য বাঁধন আছে, যা কখনো ছিঁড়ে যায় না।
সেই বাঁধনের নামই হলো—মায়া।