Sohel uddn

Sohel uddn content

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ★মায়ার বাঁধন★একটি ছোট গ্রামে ছিল মৃদুল আর তৃষা। দু’জনের পরিচয় ছিল শৈশব থেকে। হাসি-আনন্দ, দুষ্টুমি আর পড়াশ...
05/09/2025

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ★মায়ার বাঁধন★

একটি ছোট গ্রামে ছিল মৃদুল আর তৃষা। দু’জনের পরিচয় ছিল শৈশব থেকে। হাসি-আনন্দ, দুষ্টুমি আর পড়াশোনার সঙ্গী তারা। সময়ের সাথে সাথে মৃদুল শহরে চলে গেল পড়াশোনার জন্য, তৃষা রয়ে গেল গ্রামে।

বছর কয়েক পর মৃদুল ফিরে এলো ছুটিতে। চারদিক বদলে গেছে, কিন্তু এক জিনিস বদলায়নি—তৃষার চোখের সেই টান। দেখা হলে তৃষা হেসে বলল,
—“চলে গেলে তো আবার, কিন্তু আমার মনে হয় তুমি একটুও দূরে যাওনি।”

মৃদুল থমকে দাঁড়াল। সত্যিই, যত দূরেই থাকুক, তৃষার প্রতি সেই অদ্ভুত টানটা কখনো ছিঁড়ে যায়নি। সেটাই ছিল মায়া।

মৃদুল শহরে ফিরে গেল, তৃষা গ্রামে রয়ে গেল। দু’জনের মধ্যে হাজার মাইল দূরত্ব তৈরি হলো। কিন্তু রাতে আকাশের দিকে তাকিয়ে দু’জনই বুঝতে পারত—কোনো অদৃশ্য বাঁধন আছে, যা কখনো ছিঁড়ে যায় না।

সেই বাঁধনের নামই হলো—মায়া।

05/09/2025

শুভ সকাল
আজ শুক্রবার...

03/09/2025

#কথা দিয়ে কথা রাখলো না বন্ধু"

প্রতিশ্রুতির হাত ধরে এগিয়েছিলাম,
ভাবতাম পাশে থাকবে,
কথার বাঁধনে গড়া সেই আস্থায়
গোপন করিনি কিছুই।

কিন্তু—
একদিন দেখি প্রতিশ্রুতির খাতায়
শূন্য পাতার মতো পড়ে আছো তুমি।
কথা দিয়ে কথা রাখোনি,
ফেলে গেলে ভরসার বুক ভাঙা নদীতে।

বন্ধুত্ব কি এতই হালকা?
যে কথার ওজন টেকে না সময়ের ভারে?
তবু মনে রাখো—
যে বন্ধু কথা ভাঙে,
সে শুধু বন্ধুকেই হারায় না,
হারায় নিজের বিশ্বাসযোগ্যতাকেও।

31/08/2025

#ছায়াহীন_মানুষ

গভীর অরণ্যের প্রান্তে ছোট্ট গ্রামটা। সেখানে হঠাৎ একদিন হাজির হলো অচেনা এক মানুষ। লম্বা দেহ, ফ্যাকাশে মুখ, চোখদুটো গভীর কুয়াশার মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়ের ব্যাপার—তার কোনো ছায়া নেই। সূর্যের আলোয় দাঁড়িয়েও মাটিতে তার কোনো প্রতিচ্ছবি পড়ে না।

প্রথম দিন গ্রামবাসীরা ভেবেছিল চোখের ভুল। দ্বিতীয় দিনে ভয় ঢুকে গেল তাদের মনে। তারা তাকে ডাকে—“ছায়াহীন মানুষ”। কারো মনে হলো তিনি অভিশপ্ত, কারো ধারণা তিনি ভূত, আবার কারো মতে তিনি হয়তো কোনো অলৌকিক শক্তির অধিকারী।

কিন্তু সেই মানুষটা একেবারেই শান্ত। গ্রামের মসজিদের ধারে বসে বাচ্চাদের গল্প শোনাত, বৃদ্ধদের সঙ্গ দিত। ধীরে ধীরে সবাই টের পেলো, মানুষটা ভয়ংকর নয়, বরং অদ্ভুত রকম দয়ালু।

একদিন গ্রামের এক কিশোর তাকে জিজ্ঞেস করল—
“চাচা, আপনার ছায়া নেই কেন?”

লোকটা হেসে বলল,
“ছায়া হারানো মানে সব আলো হারানো নয়, বাবা। একদিন আমার ছায়া ছিল। কিন্তু আমি যখন প্রিয় মানুষটিকে হারালাম, তখন আমার ভেতরের আলো নিভে গেল। সেই দিন থেকেই ছায়া আমার থেকে দূরে চলে গেছে।”

ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল—
“তাহলে কি ছায়া আবার ফিরে আসবে?”

লোকটা আকাশের দিকে তাকিয়ে বলল,
“হয়তো একদিন, যখন আমি আবার ভালোবাসতে শিখব, তখন আলো আমাকে গ্রহণ করবে, ছায়াও ফিরে আসবে।”

কথাটা বলে তিনি হেঁটে চলে গেলেন অরণ্যের পথে। গ্রামবাসীরা বহুদিন তাকে খুঁজে পায়নি। তবে চাঁদের রাতে অনেকে বলে, অরণ্যের ভেতরে একা একা বসে থাকতে দেখা যায় তাকে—অপেক্ষায়, ভালোবাসার আলোয় নিজের ছায়া ফিরে পাওয়ার আশায়।

31/08/2025

শুভ রাত্রি....
ভালো কাটুক আপনাদের প্রতিটি সময়..

30/08/2025

কেউ কোন দিন আমারে ত কথা দিলো না.....

28/08/2025

শুভ সকাল
আজ শুক্রবার...

28/08/2025

শুভ সকাল
আজ বৃহ:প্রতিবার

 #স্বপ্ন_পুরীশিহাব প্রতিদিন রাতেই ঘুমোতে যাওয়ার আগে একটা অদ্ভুত অনুভূতি পেত। চোখ বন্ধ করলেই মনে হতো, সে যেন এক ভিন্ন জগত...
27/08/2025

#স্বপ্ন_পুরী

শিহাব প্রতিদিন রাতেই ঘুমোতে যাওয়ার আগে একটা অদ্ভুত অনুভূতি পেত। চোখ বন্ধ করলেই মনে হতো, সে যেন এক ভিন্ন জগতে পা রাখছে—এক জগৎ, যেখানে কোলাহল নেই, নেই দুঃখ কিংবা ভয়। সেখানে রঙিন প্রজাপতিরা মানুষের সাথে কথা বলে, গাছে গাছে ঝরে পড়ে সোনালি আলো, আর আকাশের চাঁদ নদীর জলে নেমে খেলা করে।

এই জগতটার নাম সে দিয়েছে “স্বপ্ন পুরী”।

কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন স্বপ্ন পুরীতে শিহাবের দেখা হয় এক মেয়ের সাথে। তার নাম নন্দিতা। সে নাকি এই পুরীর রক্ষক। নন্দিতা বলে, “শিহাব, তুমি এখানে আসতে পারছো কারণ তোমার হৃদয় এখনো স্বচ্ছ। কিন্তু সাবধান, একদিন যদি তোমার মনে লোভ বা ভয় জন্মায়, তবে এই পুরী তোমাকে আর গ্রহণ করবে না।”

শিহাব অবাক হয়—
“এটা কি তবে সত্যি? নাকি শুধু আমার কল্পনা?”

দিন যায়, রাত যায়। প্রতিদিন সে নন্দিতার সঙ্গে দেখা করে, কথা বলে, কখনও কখনও হাত ধরে হাঁটে আলোকিত ফুলের বাগানে। ধীরে ধীরে শিহাব বুঝতে পারে, সে নন্দিতাকে ভালোবেসে ফেলেছে।

এক রাতে শিহাব জিজ্ঞেস করল,
“নন্দিতা, আমি কি কখনো এই স্বপ্ন পুরীতে চিরদিন থাকতে পারব? তোমার সঙ্গে, সব দুঃখ ভুলে?”

নন্দিতা হেসে উত্তর দিল,
“স্বপ্ন পুরী শুধু তাদের জন্য, যারা বাস্তবের পৃথিবীকে ভালোবাসতে জানে। তুমি যদি বাস্তব ছেড়ে পুরোপুরি স্বপ্নে থাকতে চাও, তবে এ পুরী ভেঙে যাবে। কারণ স্বপ্ন আর বাস্তব একসঙ্গে টিকে থাকে।”

শিহাবের চোখ ভিজে ওঠে। বুঝতে পারে, নন্দিতা তার স্বপ্ন হলেও, তাকে ভালোবাসার মানে হলো নিজের বাস্তব জীবনে আলো জ্বালানো।

সেদিন রাতেই শিহাব জেগে উঠে জানলার বাইরে তাকায়। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর জলে তার প্রতিফলন—একেবারে স্বপ্ন পুরীর মতো। মনে হলো, নন্দিতা যেন দূর থেকে ফিসফিস করে বলছে—

“তুমি যেখানে ভালোবাসা খুঁজে পাবে, সেখানেই স্বপ্ন পুরী তৈরি হবে।”

27/08/2025

শুভ রাত্রি......

27/08/2025

শুভ সকাল
আজ বুধবার

26/08/2025

শুভ সকাল
আজ মঙ্গলবার.....

Address

Nasirnagar, Brahmanbaria
Comilla
3440

Telephone

+8801911349976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel uddn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel uddn:

Share