Neaz Morshed

Neaz Morshed বাঙালির অর্ধেক জীবন পার হয়ে যায় জন্ম নিবন্ধন,এন আইডি,কাবিন নামা, পাসপোর্ট। সমাধানের লক্ষ্যে এই পেইজ
(2)

এই পেজটি একটি সেবামূলক পেজ। এর মাধ্যমে মানুষকে পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন এবং ভিসা , বিষয়ে তথ্য সরবরাহ করে থাকি। বৃহৎ আকারে সেবা প্রদানের উদ্দেশ্য
নতুন, পুরাতন, প্রয়োজনীয় বৈধ নথি তৈরি করতে সহায়তা ও পরামর্শ দাতা।
ইদানিংকালে আমাদের কাগজ পত্র নিয়ে সবচেয়ে ভেশি যেই সমস্যা গুলা মুখামুখি হই তারমধ্যে অন্যতম হলো পাসপোর্ট, এনআইডি এবং জন্মনিবন্ধন এর সমস্যা গুলা।

ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই য

াবতীয় সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সব কিছু অনলাইনে নিজে করার ব্যাবস্থা করে দিয়েছে। কিন্তু আমারা সাধারন মানুষ ইন্টারনেটের সঠিক ব্যবহার না জানায় নিজেরা করে নিতে পারি না।

মূলত আমারা এই যাবতীয় সমস্যা গুলা আপনাদের সমাধান দেয়াড় জন্য এই পেইজে খোলা হয়েছে। আপনারা আপনাদের সমস্যা গুলা সুন্দর করে লিখে কমেন্ট/ইনবক্সে মেসেজে করবেন, আপনাদের সহযোগিতা করার জন্য থেকে যেটুকু সম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
এই সমস্যাগুলোর সমাধান হিসেবে নাগরিকগনের মৌলিক প্রয়োজনের সকল সনদ বাংলাদেশের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে “জনগণের দোরগোড়ায় সেবা“ পৌছে দেয়ার উদ্ভাবনী উদ্যোগে সরকারী সেবায় নাগরিকগণের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
পাসপোর্ট অফিস,জাতীয় পরিচয় পএ জেলা জনশক্তি অফিস
আপনি কি পাসপোর্ট, এন আইডি এবং অনলাইনে যাবতীয় কাজ করতে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুচ্ছেন? তাহলে এই পেইজটি আপনার জন্য। আপনার সুবিধার্থে আমরা প্রতিনিয়ত সরকারি নিয়মানুসারে সকল প্রকার অনলাইন আবেদন প্রক্রিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিবো যাতে করে ঘরে বসে নিজেই সঠিক ভাবে আবেদন করতে পারেন। নয় কোন প্রতারকের শিকার।

সার্বক্ষণিক কল সেন্টার এবং চ্যাট সেবা।
বিদেশযাত্রার ধাপগুলো আরও সহজ করতে সঠিক তথ্য ও পদ্ধতিসহ আরও অনেক কিছু!

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
21/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

জ‍্যাম x টিসিবি কাল্দিরপাড়, কুমিল্লা শহর
01/09/2025

জ‍্যাম x টিসিবি
কাল্দিরপাড়, কুমিল্লা শহর

30/08/2025

পাসপোর্টে যেসব ভুলের কারণে আপনি #ভিসা না পেতে পারেন

কুমিল্লা, ধর্মসাগর পাড় 😊❤️ধন্যবাদ কুমিল্লা বাসি সাজেশন দিয়ে সাহায্য করার জন্য ❤️❤️‍🩹
27/08/2025

কুমিল্লা, ধর্মসাগর পাড় 😊❤️

ধন্যবাদ কুমিল্লা বাসি সাজেশন দিয়ে সাহায্য করার জন্য ❤️❤️‍🩹

26/08/2025

পাসপোর্ট করতে কি কি কাগজ জমা দিতে হয় তা বিস্তারিত এই ভিডিওতে #পাবলিক #হারানো

20/08/2025

👉 #পাসপোর্ট সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি #👈
👉 #আপনি কি নতুন ই-পাসপোর্ট করাতে চান?
👉 #আপনার কি পাসপোর্ট এ ভুল আছে সংশোধন করাতে চাচ্ছেন.?
👉 #খুব কম সময় পাসপোর্ট সংশোধন করে দেওয়া হয়
-----------------👇👇👇
🔴আমাদের সেবা সমূহ:
-------------------------------------
👉 #নতুন ই-পাসপোর্ট (M.R.P 2 M.R.P) রি-ইস্যু..
👉 #নাম পরিবর্তন। পেন্ডিং/ব্যাকএন্ড/3 দিনে ক্লিয়ার..
👉 #স্থান পরিবর্তন। যে কোন জেলা..
👉 #বয়স পরিবর্তন। সর্বোচ্চ 10 বছর পর্যন্ত..
👉 #হারানো পাসপোর্ট উঠানো।.

👉 #নষ্ট হওয়া পাসপোর্ট..
উঠানো ইত্যাদি সকল সমস্যার সমাধান করে
দেওয়া যাবে।।
বিস্তারিত তথ্য জানতে কল করুণ
01711237684whatsapp
ঠিকানা:নোয়াপাড়া কুমিল্লা

19/08/2025

এখন যারা ই পাসপোর্ট করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য সহজেই খুব কম সময়ের মাধ্যমে ই পাসপোর্ট তৈরি করতে দিতে পারি আমরা #প্রবাসি #পাসপোর্ট #ইপাসপোর্ট

বাংলাদেশ ছিল বিশ্বের প্রথম দেশগুলোর একটি যারা সম্পূর্ণ ই-পাসপোর্ট চালু করেছে!২০২০ সাল থেকে বাংলাদেশ ধাপে ধাপে মেশিন-রিডে...
19/08/2025

বাংলাদেশ ছিল বিশ্বের প্রথম দেশগুলোর একটি যারা সম্পূর্ণ ই-পাসপোর্ট চালু করেছে!

২০২০ সাল থেকে বাংলাদেশ ধাপে ধাপে মেশিন-রিডেবল ই-পাসপোর্ট চালু করেছে।
এতে রয়েছে বায়োমেট্রিক ডেটা, চিপ-ভিত্তিক সিকিউরিটি আর আন্তর্জাতিক মানের ICAO স্ট্যান্ডার্ড।
এমনকি ১০ বছর মেয়াদী, ৪৮ বা ৬৪ পাতার ই-পাসপোর্টও নাগরিকরা পাচ্ছেন।

কিন্তু দুঃখজনক সত্য হলো—
এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমাদের ভিসা সুবিধা বিশ্বে মাত্র ৪৩টি দেশে সীমাবদ্ধ।
অর্থাৎ প্রযুক্তিতে আমরা এগোলেও, আন্তর্জাতিক আস্থা না বাড়ায় গ্লোবাল পাওয়ার কমেই রয়ে গেছে।

💬 প্রশ্ন হচ্ছে—শুধু প্রযুক্তি দিয়ে কি পাসপোর্টের মান বাড়ানো সম্ভব? নাকি দরকার শক্তিশালী কূটনীতি ও দেশের ভাবমূর্তি উন্নয়ন?
আপনার মতামত দিন কমেন্টে!

17/08/2025

নতুন পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন।
#ইপাসপোর্ট

পাসপোর্ট আবেদন সংশোধন যেভাবে করবেন!কি কি তথ্য সংশোধন করা যাবেঃ এখন পাসপোর্টের সব তথ্যই সংশোধন করা যাচ্ছে। তবে বয়স সংশোধন...
17/08/2025

পাসপোর্ট আবেদন সংশোধন যেভাবে করবেন!

কি কি তথ্য সংশোধন করা যাবেঃ
এখন পাসপোর্টের সব তথ্যই সংশোধন করা যাচ্ছে। তবে বয়স সংশোধন এর ক্ষেত্রে শুধুমাত্র ৫ বছর পর্যন্ত বিবেচনা করা হচ্ছে।
সকল ধরনের সংশোধন আবেদন করতে সাধারন বা নতুন পাসপোর্ট আবেদন করতে যেসব কাগজপত্র লাগে তার সাথে নিম্নোক্ত কাগজপত্রগুলো লাগবে অতিরিক্ত হিসেবে।

এভিডেভিড বা হলফনামাঃ
এটা হল প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে করা এভিডেভিড বা হলফনামা। মূলত এটি এমন একটি দলিল যেখানে আপনি ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির থেকে হলফ করেছেন যে আপনি এই তথ্য বা তথ্যগুলো পরিবর্তন করতে চান। এটি করতে আপনাকে আইনজীবী বা আইনজীবী সহকারীর নিকটে যেতে হবে।

এখন সংশোধন আবেদন কিন্তু সাধারন আবেদনের মত ঝামেলাহীন না। আপনি কি তথ্য পরিবর্তন করতে চান তার উপর নির্ভর করে যে পাসপোর্ট অফিস আপনার আবেদন গ্রহন করবে কিনা। তাই সবচেয়ে ভাল হবে যদি আপনি আগে পাসপোর্ট অফিসের এডি বা পরিচালকের সাথে কথা বলে নিতে পারেন।

আর একটা বিষয় হল সংশোধন আবেদন করলে তথ্য মিসম্যাচের কারনে Pending Backend Verification বা ABIS চেকে আটকে থাকে অনেকদিন। বর্তমানে এখানে কমপক্ষে ১ মাস আটকে থাকে। আপনার জরুরি হলে পাসপোর্ট অফিসের এডি বা পরিচালকের সাথে একাধিকবার দেখা করে তাকে বোঝাতে পারেন যে আপনার দ্রুত দরকার। তিনি চাইলে এই স্টেপ একটু দ্রুত পার করতে পারবেন।

16/08/2025

ePassport এ বাবা মা এর নাম কিভাবে লিখাবো ? ePassport Application

আপনার NID Card এ আপনার বাবা মা এর নামের সাথে আপনার বাবা মা এর NID কার্ড এ তাদের নামের বানানের মিল না থাকলে ePassport Application এ কিভাবে লিখবেন ।

এমন যদি হয় আপনার পাসপোর্টটি হঠাৎ হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না!  এমতো অবস্হায় আপনার করনীয় কি?🥇প্রথমত আপনি নিকটস্থ...
14/08/2025

এমন যদি হয় আপনার পাসপোর্টটি হঠাৎ হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না! এমতো অবস্হায় আপনার করনীয় কি?
🥇প্রথমত আপনি নিকটস্থ থানায় একটি জিডি করবেন,যদি সরাসরি যেতে না পারেন অনলাইনে করলেও হবে।
🥈জিডির অনলাইন কপি পিন্ট করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন সঙ্গে কিছু ডকুমেন্টস সাবমিট করবেন যেমন: জিডির কপি,হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি,এনআইডি কার্ডের ফটোকপি। এই ডকুমেন্টস গুলো সাবমিট করার পর ফি জমা দিবেন। ফি চাইলে আপনি ব্যাংকে অথবা বিকাশেও জমা দিতে পারবেন।তার পর ফিঙ্গার দেওয়ার জন্য আপনচর সুবিধা মতো একটি ডেইট বুকিং করবেন।
🥉বুকিং করা ডেইট ও টাইমের মধ্যে পাসপোর্ট অফিসে যাবেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফাইল জমা দিলে কর্তৃপক্ষ আপনার ফিঙ্গার রেখে একটি স্লিপ দিয়ে দেবে ঐ স্লিপটি সাবধানে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
কয়েকদিনের মধ্যেই মেসেস আসবে আপনার পাসপোর্ট রেডি 👌👌

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Neaz Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share