01/09/2025
একদিন এক ব্যাটা সৃষ্টিকর্তাকে বলল, আমার বউ কোনো কাজ করে না, খালি ঘুমায়। তুমি আমাকে আমার বউ বানায়া দাও। আর বউকে আমার কাজ দাও। সৃষ্টিকর্তা বললেন, তথাস্তু। পরদিন সকালে সে দেখল, সে তার বউ হয়ে গেছে আর তার বউ সে হয়ে গেছে। ঘুম থেকে উঠেই তার বউ সেজেগুজে গটগট করে অফিস চলে গেল। আর সে সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে নাশতা বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে দুপুরের রান্না করল। তারপর গিয়ে কাপড় কাচল, রোদে শুকাল, ভাঁজ করল, ছেলেকে স্কুল থেকে আনল, বিকালে নাশতা বানালো, ছোট্ট ছেলেকে মাঠে খেলতেও নিয়ে গেল। সন্ধ্যায় রাতের খাবার বানাল। সবাইকে খেতে দিল। এসব করে করে এক দিনেই সে ক্লান্ত হয়ে গেল। কোনোমতে চার/পাঁচ দিন গেল। না পারতে সে সৃষ্টিকর্তাতে বলল, আমি আর পারতেছি না মালিক! আমাকে আমি বানায়া দাও। বউকে আবার আমার বউ বানায়া দাও। সৃষ্টিকর্তা বললেন, সে আর হয় না রে পাগলা! কাল রাতে তুই প্রেগ্ন্যান্ট হয়ে গেছিস। ৯ মাস পর যোগাযোগ কর ব্যাটা!