You can learn any more.

You can learn any more. This page is created for any educated information, private or government job circular,Medical information and other information published for every sector.

06/06/2025

দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা..... োবারক
#বিজ্ঞাপন

14/04/2025

এখনও ওয়ার্কআউট করা হয়নি তাই ডিএমএফদের সম্মানজনক প্রিফিক্স নির্ধারন করা হয়নি। নাকি কোন আর কোন দিন হবে না???

08/04/2025

সাংগঠনিক বিবৃতি
প্রিয় ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ। আসসালামু আলাইকুম।

আপনারা চেম্বার প্রাকট্রিস নিয়ে হতাশায় আছেন।ঔষধ লেখা নিয়ে ভয়ে আছেন।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কোন ধরনের ভয়ের কারন নেই। ঔষধ লেখা নিয়ে কোন ভয় নেই। ৪৬২ টি ঔষধ লেখার অনুমতি মহামান্য হাইকোর্ট ডিভিশন অনুমতি প্রদান করেছেন।
সকল ডকুমেন্টস কেন্দ্রীয় বিডিএমএ কাছে আছে।
আগামী শুকবার ১১ তারিখ সকল ডকুমেন্টস আপনাদের স্ব স্ব জেলা বিডিএমএ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় গনের কাছে পাবেন।

কেন্দীয় বিডিএমএ আপনাদের নিরাপদ চেম্বার করার জন্য সকল প্রকার
পদক্ষেপ গ্রহন করেছেন।
বিশেষ দৃষ্টব্য : যারা এন্টি বিডিএমএ তথা বিডিএমএ কে নিয়ে অনেক গবেষণা করেন।দালালী করে বেড়ান তারা দয়া করে দুরে থাকবেন। কারন দালাল, প্রতারক,যারা বাবা দের চুল কাটতে শেখানোর চেষ্টা করেন,মাদার সংগঠনের বিরুদ্ধে অবস্থান তথা জারজদের মত আচারন তাদের বিডিএমএ, নিয়ে সমালোচনা করার কোন অধিকার নেই। গঠনতন্র পড়ে দেখবেন।

যারা মনির সাদাফ কে নিয়ে গঠন মূলক সমালোচনা করেন তারা আমার আপনজন,বন্ধু। আর যারা জারজের মত সমালোচনা করেন দয়া করে আপনারা মনির সাদাফের অবদান যে কাজে আছে, সে কাজের সুবিধা নিবে না।কারন সে গুলো না জায়েজ হবে।

ধন্যবাদ
মহাসচিব

আকাশে উড়ে মানুষ, বাতাসে ভাসে লাশের গন্ধ।😭
06/04/2025

আকাশে উড়ে মানুষ, বাতাসে ভাসে লাশের গন্ধ।😭

কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সংবাদ কাভার করতে গেলে মেড...
21/03/2025

কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সংবাদ কাভার করতে গেলে মেডিকেল শিক্ষার্থীদের হামলায় যমুনা টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টি ফোরসহ পাঁচজন সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

14/03/2025
12/03/2025

ডিএমএফ এক বেওয়ারিশ লাশ :

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।হয়তো ডিএমএফ দের ভাগ্যে ভালো কিছু রয়েছে। আজ যদি রায় ডিএমএফ দের পক্ষে আসতো,তাহলে এমবিবিএস রা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতো।এটা শতভাগ সত্যি কথা।আদালত রায় দিয়েছে।রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।আমাদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে।লড়াই সেখানেও হবে।এর যথাযথ উদাহরণ সম্প্রতি প্রাইমারী স্কুল শিক্ষক নিয়োগ।আদালত রায় দিলেও পরবর্তীতে সুপ্রীম কোর্ট তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। ডিএমএফ দেরও অধিকার ফিরিয়ে দিবেন আদালত সেই কামনা করছি।

এবার আসি ভিন্ন কথায়।এমবিবিএস দের ডিএমএফ কে নিয়ে নানা রকম ভুল ও বিভ্রান্তিকর তথ্য সবাইকে মর্মাহত করেছে। যা মেনে নেওয়াটা কষ্টকর।
ডাক্তার লেখা নিয়ে যদি তাদের সমস্যা হয়,তবে ডিএমএফ দের উচ্চ শিক্ষার বিষয়ে কথা বলে না কেন? নীতি নির্ধারক রা তো সবাই এমবিবিএস। শুধু এজন্যই?

যুগে যুগে নিম্ন শ্রেণির মানুষ নির্যাতিত হয়ে আসছে।শুধু ক্ষমতা ও আর্থিক দূর্বলতার কারণে।
একজন ধর্ষক কিংবা বড় অপরাধী অপরাধ করেও ক্ষমতা ও টাকার জোরে অপরাধ থেকে রেহাই পেয়ে যায়। প্রশাসন থেকে শুরু করে সকলে তাদের পক্ষ নয়।ধামাচাপা দিয়ে দেয় অপরাধ।

কিন্তু একজন অসহায় লোক যদি ন্যুনতম অপরাধ করে তবে তার শাস্তি বিশাল।।

একজন হিন্দু ও মুসলিম ছেলেমেয়ে যদি পালিয়ে বিয়ে করার চিন্তা করে তবে,যদি তারা গরীব অসহায় হয় তবে তাদের শাস্তি ভয়াবহ। আর যদি বিত্ত শালী হয়,তবে সমাজ সেই সমপর্ক আনন্দের সহিত মেনে নেবে।

ডিএমএফ দের নেই কোন অভিভাবক, নেই অর্থকড়ি।নেই রাষ্ট্রকে জিম্মি করার ক্ষমতা। তাদের দেখ ভালোর কেউ নেই। থাকলেও দাঁড়াতে পারেনা। আর তাদের দাবিও পূরণ হয় না।।
নেই উচ্চ শিক্ষা, নেই আত্মস্বীকৃতি। এ যেন এক পরিচয় হীন বেওয়ারিশ লাশ।
নতুবা
এক পতিতার ঘরে জন্ম নেওয়া বাবা হীন সন্তান ডিএমএফ।যার দায়ভার কেউ নিতে চায় না।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি |
11/03/2025

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি |

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি |
11/03/2025

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি |

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when You can learn any more. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share