15/09/2023
❤চিকেন বিরিয়ানি রেসিপি❤
উপকরণ:
চিকেন -১ কেজি
টক দই - ৫ টেবিল চামচ
আদা,রসুন বাটা - ১ টেবিল চামচ করে
(মরিচ,ধনিয়া,জিরা)গুঁড়া - ১+১/২ চা চামচ করে
রাঁধুনি মাংসের মসলা -১+১/২ চা চামচ
গরম মসলার গুঁড়া- ৩/৪ চা চামচ(পৌনে ১ চা চামচ)
লবণ - স্বাদ মতো
তেল -৩/৪ কাপ
আলু -২ টা (মাঝারি সাইজের)
পোলাও এর চাল -২ কাপ (মেজারমেন্ট কাপের)
পেঁয়াজ কুচি -১ কাপ
এলাচ, লবঙ্গ - ৪,৫ টা করে
এলাচ,দারচিনি - ২ টা করে
গোল মরিচ - ৮,১০ টার মতো
পেঁয়াজ বেরেস্তা -১/৪ কাপ
কাঁচা মরিচ -৫,৬ টা
চিনি -১ চা চামচ
ঘি -১ টেবিল চামচ
গোলাপ জল /কেওড়া জল- ২ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
একটা বোলে চিকেনের টুকরো গুলোর সাথে বাটা মসলা,গুঁড়া মসলা আর স্বাদ মতো লবন যোগ করে ভালো ভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবেন।
চাল গুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে এই ফাঁকে হাঁড়িতে তেল দিয়ে আলু দুটো অল্প লবন আর মরিচের গুঁড়া মাখিয়ে লালচে করে ভেজে তুলে নিবেন।এপর্যায়ে চাল গুলো ভালো ভাবে ধুয়ে একটা স্ট্রেইনারে রেখে পানি ঝরিয়ে নিবেন।এবার ঐ একই হাঁড়িতে পেঁয়াজ কুচি আর আস্ত গরম মসলা একত্রে দিয়ে পেঁয়াজ বাদামি হলে মেরিনেট করে রাখা চিকেন আর ভেজে রাখা আলু মিনিট পাঁচেক কষিয়ে নিয়ে এক কাপের মতো গরম পানি এ্যাড করে ঢেকে রান্না করবেন তেল উপরে ভেসে উঠা আসা পর্যন্ত।কিছুটা মসলা সহ আলু আর চিকেন গুলো একটা পাত্রে তুলে নিয়ে হাঁড়িতে থাকা তেল মসলার সাথে চাল গুলো দিয়ে নেড়েচেড়ে চার ৪-৫ মিনিট ভেজে নিয়ে ৩ কাপ ফুটন্ত গরম পানি আর স্বাদ মতো লবন দিয়ে মিডিয়াম লো আঁচে ঢেকে রাখবেন।পানি শুকিয়ে এলে(কিছু টা পানি থাকা অবস্থায়) তুলে রাখা চিকেন,আলু দিয়ে চালের সাথে উল্টে পাল্টে মিশিয়ে একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিটের মতো।দশ মিনিট পর আলতো হাতে উল্টে পাল্টে কাঁচা মরিচ, বেরেস্তা, ঘি, কেওড়া/ গোলাপ জল, চিনি আর কয়েক ফোঁটা ফুড কালার ছড়িয়ে দিয়ে ২০-২৫ মিনিটের মতো দমে রাখলেই তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি।
💖শুকরিয়া💖