BaboR - A StoryTeller

BaboR - A StoryTeller মানুষ জীবনে যা কিছু চায় কোন একদিন পেয়ে যায় কিন্তু আপন মানুষ হারিয়ে গেলে আর পাওয়া যায় না ।

প্রতিদিন যে পাঁচটি কাজ তোমাকে ধনী করবে: ০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডকুমেন্টারি দেখে ...
04/08/2023

প্রতিদিন যে পাঁচটি কাজ তোমাকে ধনী করবে:

০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডকুমেন্টারি দেখে হোক। কারো সাথে গল্প করে হোক। এই অভ‍্যাস তোমাকে জ্ঞানে ধনী করবে। জীবনের চলার পথকে সমৃদ্ধ করবে।

০২. প্রতিদিন কিছু না কিছু অর্থ সঞ্চয়। এক টাকা হলেও সঞ্চয় করো। জীবনের জন‍্য সঞ্চয় একটা অর্জন। এক ফোঁটা এক ফোঁটা রসে যেমন একটা কলসি ভরে যায়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন অনেক বড়ো হয়।

০৩. খারাপ কোন অভ‍্যাস ত‍্যাগের জন‍্য প্রতিদিন লড়াই করা। প্রতিদিন চেষ্টা করা। প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করা। যেমন: ধূমপানের অভ‍্যাস থাকলে সেটা ত‍্যাগ করার চেষ্টা করা। অযথা সময় নষ্টের অভ‍্যাস থাকলে সেটা দূর করার চেষ্টা করা। এমনসব খারাপ অভ‍্যাস বা বাজে নেশা ত‍্যাগ করলে জীবন অনেক দিক দিয়ে এগিয়ে যায়। খারাপ অভ‍্যাস থেকে মুক্তি, মানুষের সময় বাঁচায়, অর্থ বাঁচায়, আশু বিপদ থেকে বাঁচায়।

০৪. প্রতিদিন নতুন কিছু ভাবা। ভাবনার চর্চা একটা অভ‍্যাস। সবাই ভাবতে পারে না। দুনিয়ার যে কোন কাজের প্রথমেই কিন্তু দরকার হয় স্মার্ট ভাবনা। নতুন নতুন ভাবনার অভ‍্যাস মানুষকে স্মার্ট করে তোলে।

০৫. প্রতিদিন প্রশ্ন করার অভ‍্যাস তৈরি করা। যে কোন বিষয়ে, যে কোন জায়গায়। প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যাবে, তা নয়। কিন্তু প্রশ্ন করতে হবে। মানুষ যখন প্রশ্ন করে তখন তার আস্থা বাড়ে। তার ভাবনার জগৎ প্রসারিত হয়।

এই পাঁচটা কাজ যে প্রতিদিন করতে পারবে, তার জন‍্য জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। নিশ্চিত!
তার জীবন সমৃদ্ধ হবে অনেক দিকে। সে ধনী হবে জ্ঞানে ও ধনে। ...................…….
ALAM
@সফল মন্ত্র

আমার স্ত্রী স্কুটার অর্থাৎ বাইক চালাতে জানে কিন্তু আমি জানি না। ও আমাকে বাইকে করে অফিসে নামিয়ে দিয়ে তার নিজের অফিসে চলে ...
13/07/2023

আমার স্ত্রী স্কুটার অর্থাৎ বাইক চালাতে জানে কিন্তু আমি জানি না। ও আমাকে বাইকে করে অফিসে নামিয়ে দিয়ে তার নিজের অফিসে চলে যেতো। এতে আমার বেশ ভালো লাগতো। কিন্তু এই ভালো লাগা বেশিদিন স্থায়ী হলো না।

প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়,বন্ধু,রাস্তার অপরিচিত মানুষ এবং অফিসের সহকর্মীরা ব্যঙ্গ করে হাসতে লাগলো এবং আমাকে বলতে লাগলো,"আপনি পুরুষ হয়ে স্ত্রীর বাইকের পেছনে বসে চলাফেরা করছেন? ছি ছি! আপনি তো পুরুষ জাতির মান সম্মান ডুবিয়ে দিচ্ছেন। নিজে বাইক চালানো শিখুন। আর স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে চলাফেরা করুন।"

লজ্জা পেয়ে স্ত্রীর বাইকে চড়া বন্ধ করে দিলাম।
স্ত্রী তখন বললো,"তোমাকে বাইক চালানো শিখিয়ে দিই?"
ওর প্রস্তাবে সম্মতি দিলাম।

বাড়ির পাশে একটা খোলা মাঠ আছে, সেখানে স্ত্রী আমাকে বাইক চালানো শেখাতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত শেখা সম্ভব হলো না।

স্ত্রীর কাছ থেকে বাইক চালানো শিখছি দেখে সবাই আবারো ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাদের হাসির যন্ত্রণায় স্ত্রীর কাছ থেকে বাইক চালানো শেখা বন্ধ করে দিলাম। সেই সাথে অন্য কারো কাছ থেকে শেখার ইচ্ছেটাও চলে গেলো। ঠিক করলাম, লোকাল বাসে করে যাতায়াত করবো। বিয়ের আগে যেমন করতাম।

কিন্তু এবারো বিপত্তি বাধলো।
সবাই বলতে লাগলো,"আপনি পুরুষ হয়ে বাসে চলাফেরা করছেন। আর আপনার স্ত্রী বাইকে চলাফেরা করছে। এটা কি মানায়? আপনি তো ছোটো হয়ে গেলেন।"

সেদিন রাতে রেগে গিয়ে স্ত্রীকে বললাম, "তোমার বাইকের জন্য আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেলো। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না?"

সে স্থির চোখে আমার দিকে চেয়ে রইলো। মুখে কিছু বললো না।

এর কিছুদিন পর দেখলাম ওর বাইকটা নেই।
জিজ্ঞেস করলাম,"তোমার বাইক কোথায়?"
সে শান্ত এবং বিষন্ন গলায় বললো,"বিক্রি করে দিয়েছি।"
বাইকটা ওর বাবা কিনে দিয়েছিলেন। আমি আর কিছু বললাম না।

স্ত্রীর বাইক চালানো বন্ধ হওয়াতে আমাকে নিয়ে হাসাহাসি এবং কথা বলাও বন্ধ হয়ে গেলো। আমি স্বস্তি পেলাম।

এভাবে নির্বিঘ্নে দিন কাটতে লাগলো।

তারপর হঠাৎ করে এক রাতে আমার ভয়াবহ ভাবে বমি আর পাতলা পায়খানা শুরু হলো। এতে ভীষণ দুর্বল হয়ে পড়লাম। বমি এবং পাতলা পায়খানা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিলো না। বিছানা থেকে নেমে বাথরুম পর্যন্ত যাওয়ার সুযোগ পেতাম না। তার আগেই কাপড় নোংরা হয়ে যেতো। আর এই ময়লা কাপড় এবং আমাকে পরিষ্কার করতো আমার স্ত্রী। গোটা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নি। শুধু অসুখে ককিয়েছি। আর স্ত্রী পাশে থেকে নির্ঘুম সেবা করে গেছে।

পরদিন সকালে সে আমাকে হাসপাতালে নিয়ে গেলো। তারপর অফিস থেকে ছুটি নিয়ে আমার দেখাশোনা করতে লাগলো।

হাসপাতালে তিন দিন ছিলাম। এই তিন দিনে প্রতিবেশী, আত্মীয়, বন্ধু এবং অফিসের সহকর্মীরা হাসপাতালে এলো আমাকে দেখার জন্য। তারা বেডের পাশে বসে সহানুভূতি জানালো। এবং নানা রকম উপদেশ দিয়ে চলে গেলো। কিন্তু যে মানুষটা সার্বক্ষণিক সঙ্গে থাকলো, সে হলো আমার স্ত্রী।

সুস্থ হয়ে যেদিন বাড়ি ফিরলাম সেদিন মা আমাকে বললেন,"তোর বিপদে আপদে যে সব সময় তোর পাশে থাকবে, সে হলো তোর স্ত্রী। আর বাকিরা কিছু সময় দু:খ প্রকাশ করে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাহলে বল, কাকে তোর বেশি গুরুত্ব দেয়া উচিত?"

এরপর বললেন,"মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের উন্নতি অনেকের কাছে অসহ্য লাগে। তারা নানা কৌশলে মেয়েদের থামিয়ে দিতে চায়। যারা এমন করে তারা সুস্থ মনের মানুষ হয় না। তারা হয় বিকৃত মনের। আর এসব বিকৃত মনের মানুষদের পাত্তা দেয়ার কোনো মানে হয় না।"

পরদিন বন্ধের দিন ছিলো।
স্ত্রীকে বললাম,"চলো।"
"কোথায়?"
"বাইকের দোকানে।"
সে আশ্চর্য হয়ে বললো,"কেনো?"
"তোমাকে বাইক কিনে দেবো। তুমি পছন্দ করবে।"

এরপর বললাম,"বহুদিন তোমার বাইকে চড়া হয় না।"
স্ত্রী বললো,"লোকে হাসবে, কথা শোনাবে।"
ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললাম,"পরোয়া করি না।"

পুনরায় স্ত্রীর বাইকে করে চলাফেরা আরম্ভ করলাম। যারা হাসার তারা হাসতে লাগলো। যারা বলার তারা বলতে লাগলো। কিন্তু তাদের হাসি দেখে, কথা শুনে এবার আর বিভ্রান্ত হলাম না। তাই স্ত্রীকে থামালাম না।

কারণ ততোদিনে বুঝে গেছি, স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমারো এগিয়ে যাওয়া। স্ত্রীর উন্নতি মানে আমারো উন্নতি।

স্ত্রীর বাইক সমস্ত বাধা ডিঙ্গিয়ে স্বমহিমায় চলতে লাগলো। আমাকে নিয়ে।

"স্ত্রীর বাইক"
‌লি‌খে‌ছেন: রুদ্র আজাদ
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

এইভাবে গ্রামে সবাই একসাথে গল্প করে।
12/07/2023

এইভাবে গ্রামে সবাই একসাথে গল্প করে।

নানুরা বেঁ!চে থাকা পর্যন্তই নানুবাড়ি সুন্দর ❤️
12/07/2023

নানুরা বেঁ!চে থাকা পর্যন্তই নানুবাড়ি সুন্দর ❤️

Finally a comfortable and much needed victory for the Tigers! Alhamdulillah. ❤️🇧🇩 #কাবাঘর
12/07/2023

Finally a comfortable and much needed victory for the Tigers! Alhamdulillah. ❤️🇧🇩

#কাবাঘর

"ZAMZAM"Purest water in the world!♡︎
11/07/2023

"ZAMZAM"
Purest water in the world!♡︎

অমন চোখে মরিনি আমি যেই চোখ তোমার নই, তুমি হাত ধরবে বলে অসংখ্য হাত ফিরিয়ে দিয়ে- ছুঁয়েছি নিঃসঙ্গ জুঁই!🖤🌸
11/07/2023

অমন চোখে মরিনি আমি যেই চোখ তোমার নই, তুমি হাত ধরবে বলে অসংখ্য হাত ফিরিয়ে দিয়ে- ছুঁয়েছি নিঃসঙ্গ জুঁই!🖤🌸

হাজার রাগ হোক। হাজারবার অভিমান হোক।তবুও সবশেষে আমি একটা কথাই বলবো“তুমি একান্ত আমার তোমাকে ছাড়া আমার চলবে না...!❤️
11/07/2023

হাজার রাগ হোক। হাজারবার অভিমান হোক।
তবুও সবশেষে আমি একটা কথাই বলবো“তুমি একান্ত আমার তোমাকে ছাড়া আমার চলবে না...!❤️

তুমি পুরুষ তুমি নারীকে ভালোবাসবে, যত্ন করবে আগলে রাখবে!প্রতিদিন গাছে জল দেয়ার মতো করে নারীকে একটু একটু করে ভালোবাসবে, তব...
11/07/2023

তুমি পুরুষ তুমি নারীকে ভালোবাসবে, যত্ন করবে আগলে রাখবে!
প্রতিদিন গাছে জল দেয়ার মতো করে নারীকে একটু একটু করে ভালোবাসবে, তবেই না তারা বৃক্ষের মতো ঠায় দাঁড়িয়ে থাকবে তোমার পাশে চিরতরে। তারা সর্বস্র বিলিয়ে তোমায় ভালোবাসা দিবে!♥️🌼

11/07/2023

সেই পুরুষ মানুষ টা অসম্ভব সুন্দর,যে রা'গের মাঝেও একজন 'নারীর' সাথে কথা বলার ভ'দ্রতা ভুলে যায় 'না!"

11/07/2023

Address

কুমিল্লা, কান্দির পাড়
Comilla
3506

Telephone

+8801568568824

Website

Alerts

Be the first to know and let us send you an email when BaboR - A StoryTeller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BaboR - A StoryTeller:

Share