The Insaf Foundation

The Insaf Foundation This is non-profitable foundation.We work for social walfare. So please support us and follow us ☘️🖤

"আস্তাগফিরুল্লাহ"
20/07/2025

"আস্তাগফিরুল্লাহ"

19/07/2025

‘হে আদমসন্তান, যদি তুমি জানতে যে তোমার মৃত্যু কতটা নিকটবর্তী তাহলে তুমি তোমার সুদীর্ঘ আশাগুলো পরিত্যাগ করতে, এবং আরও অধিক নেক আমল করতে চাইতে, আর এই দুনিয়ার সাথে আরও কম যুক্ত হতে, দুনিয়ার পরোয়া কমই করতে।
যদি তুমি সঠিক পথে না চলে থাক তাহলে (মৃত্যুর পর) তুমি অনুশোচনায় ভুগবে, তোমার পরিবার ও চাকর-বাকরেরা তোমাকে কবরে রেখে যাবে, তোমার সবচাইতে প্রিয় সন্তানও তোমাকে সেখানে একা ফেলে আসবে, আর তোমার বাবা ও আত্মীয়স্বজনরা তোমাকে চিরতরে পরিত্যাগ করবে। তখন না তুমি জীবনে ফিরতে পারবে আর না নেক আমল বাড়াতে পারবে। কাজেই অনুশোচনা ও কষ্টে ভোগার আগেই কিয়ামাতের দিনের জন্য যথাসাধ্য আমল করে নাও.
[হিলইয়াতুল আওলিয়া(৪/৬৯)]

"কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে,
কেউ জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে।"

[ সূরা লুকমান: ৩৪ ]

19/07/2025

দুনিয়া হচ্ছে সাপের মতো। এটিকে স্পর্শ করলে কোমল মনে হয়, কিন্তু এর ভিতর বিষে ভরপুর! যে অজ্ঞ এর প্রতারণায় পড়ে, সে তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান লোক এর কবল থেকে নিজেকে বাঁচিয়ে চলে❤️🙏🤲❤️

19/07/2025

সহজ একটি দোয়া: 🤲

رَبِّ زِدْنِي عِلْمًا
রব্বি যিদনি ইলমা।

বাংলা অর্থ:
হে আমার প্রভু! আমাকে জ্ঞান বৃদ্ধি দান করুন। 💐

ফিরে দেখা ,আলহামদুলিল্লাহ 💌
18/07/2025

ফিরে দেখা ,
আলহামদুলিল্লাহ 💌

18/07/2025

ছোট দানও মূল্যবান:

রাসূল (সা.) বলেছেন:

“আর্ধেক খেজুর হলেও দান করো, কারণ তা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে।”
📘 (বুখারী ও মুসলিম)

🌿 দান বিপদ দূর করে:রাসূলুল্লাহ (সা.) বলেছেন:“সদকা রাগান্বিত প্রভুর ক্রোধ নিবারণ করে এবং মরণকে দূর করে।”📘 (তিরমিজি: ৬৬৪)
18/07/2025

🌿 দান বিপদ দূর করে:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“সদকা রাগান্বিত প্রভুর ক্রোধ নিবারণ করে এবং মরণকে দূর করে।”
📘 (তিরমিজি: ৬৬৪)

18/07/2025

🌸 জুমার সেরা আমলগুলো সংক্ষেপে:

✅ গোসল করা
✅ উত্তম পোশাক পরা
✅ দাড়ি পরিষ্কার রাখা (পুরুষদের জন্য)
✅ সূরা কাহফ পাঠ
✅ বেশি বেশি দরূদ
✅ মসজিদে সময়মতো যাওয়া
✅ খুতবা মনোযোগ দিয়ে শোনা
✅ দোয়া ও তওবা করা

18/07/2025
18/07/2025
শুভ জুমু'আহ মোবারক 🌺 আমরা কম বেশী সবাই এইদিনের করনীয় কী তা জানি, তারপর ও রিমাইন্ডার দিলাম,যদি কিছু সওয়াবের অংশীদার হওয়া ...
18/07/2025

শুভ জুমু'আহ মোবারক 🌺 আমরা কম বেশী সবাই এইদিনের করনীয় কী তা জানি, তারপর ও রিমাইন্ডার দিলাম,যদি কিছু সওয়াবের অংশীদার হওয়া যায়। আপনারা চাইলে শেয়ার করে অন্য কাওকে জানানোর সুযোগ করে দিতে পারেন। 💓💓💓





18/07/2025

Good Morning!
--Dua is your morning shield. Never leave home without it. 🛡️
🤲

Address

Muradnager
Comilla
3542

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Insaf Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Insaf Foundation:

Share