ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম আমার গর্ভ,ইসলাম আমার অহংকার ইসলাম আমার জান্নাত

মানুষটাকে দেখতাম... সারাক্ষণ ব্যস্ত। খাওয়া নেই, ঘুম নেই, সার্বক্ষণিক ছোটাছুটি। রাতে বাসায় ফিরছে দেরি করে, সকাল হতেই বেরি...
13/07/2025

মানুষটাকে দেখতাম... সারাক্ষণ ব্যস্ত। খাওয়া নেই, ঘুম নেই, সার্বক্ষণিক ছোটাছুটি। রাতে বাসায় ফিরছে দেরি করে, সকাল হতেই বেরিয়ে যাচ্ছে। মাঝেমাঝে জিজ্ঞেস করলে বলতো, আল্লাহই তো রিযিকের জন্য পরিশ্রম করতে বলেছেন।

এরপর কয়েক বছর পর...

তার সেই ব্যস্ততা আর নেই। ব্যবসা করছে ঠিকই, কিন্তু সেই চঞ্চলতা, অস্থিরতাটুকু নেই। নামাজের সময় হলে আযান দিলেই মসজিদে চলে যাচ্ছে। বিভিন্ন দ্বীনি মাজলিসে শরিক হচ্ছে। ফ্যামিলি নিয়ে ছুটির দিনগুলোতে ঘুরতে যাচ্ছে।

ভাবলাম ব্যবসা মেবি ওয়েল স্ট্যাবলিশড হয়ে গিয়েছে। এখন আর তেমন সময় না দিলেও চলে। কিন্তু জিজ্ঞেস করাতে বললো ভিন্ন কথা।

ব্যবসা আগের চেয়ে কম। আগে ১০টাকা ইনকাম হলে এখন হয় ৮ টাকা। তবে এখন আমি রিযিক তালাশ করি, প্রতিযোগিতা করি না। আমার এখন অমুকের মত হওয়ার চাহিদা নেই। নির্দিষ্ট কোন টার্গেট নেই।

আমি দিনের ফিক্সড টাইমে রিযিক খুঁজি আর রাসূলের শেখানো দুআটা পড়ি - “আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন। আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দিন।”

আমি রিযিকের সাথে নতুন করে আল্লাহর কাছে থেকে সুকুন (প্রশান্তি) চেয়ে নিয়েছি।

ওয়া লিল্লাহিল হামদ।…

-রিজওয়ানুল কবির হাফি.

সংগৃহীত

09/07/2025
09/07/2025

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲

09/07/2025
ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
07/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।🥹🥀💙✨

স্বামী স্ত্রীর মহব্বত

07/07/2025

গুনাহ থেকে বাচতে সাদাকাহ করুন

07/07/2025

তোমার রুহ না থাকলে৷ দুনিয়ায় কিছু নাই তোমার

আল্লাহ আমাদের হেফাজত করুন
05/07/2025

আল্লাহ আমাদের হেফাজত করুন

27/12/2023

ইসলাম শান্তির ধর্ম মাজারে সেজদা দিতে পারো মসজিদে আসতে পারোনা মাওলানা আনিসুর রহমান আশ্রাফি

18/12/2023

ইসলাম শান্তির ধর্ম's broadcast

09/11/2023

এই গজলটা অনেক জায়গায় শুনেছি, কিন্তু তার মত নয়

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share