06/05/2025
জীবনে উপরে উঠতে গেলে অনেক বাঁধা আসবে। অনেকে চেষ্টা করবে আপনাকে নিচে নামাতে।আপনাকে কষ্ট দিবে,আপনাকে রাগানোর চেষ্টা করবে।আপনি বাধা-বিপওি অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন তাই আপনাকে দূর্বল করার চেষ্টা করবে।আপনার কেটে যাওয়া অতীত বারবার উঠাবে।আপনি যা শুনতে চান না ভাবতে চান না তাই বার বার আপনার সামনে বলবে।কারণ আপনার দূর্বলতা তাদের কাছে মজার বিষয়।তাই নিজের দূর্বলতাটাকেই নিজের শক্তি বানিয়ে নিন।নিজের লক্ষ্য পূরণ করুন।কে কি বলল তা কানে নেয়ার প্রয়োজন নেই।যারা খারাপ বলবে আপনাকে তাদের কথায় রাগ না হয়ে সুন্দর করে সেই জায়গা প্রস্থান করুন।এসব মানুষকে ইগনোর করুন।নিজের মতো করে ভালো থাকুন।আপনি কেমন তা কারো কাছে প্রমাণ করার দরকার নেই।কারণ আপনি কেমন তা আপনি এবং আপনার সৃষ্টিকর্তা জানেন।কে কি বলল,কে কি ভাবলো এতে আপনার কিছুই যায় আসেনা।তাই কেনো অন্যের কথায় নিজের মূল্যবান সময় নষ্ট করবেন?নিজের মতো করে বাঁচুন।নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যান।জীবন ভীষণ সুন্দর।সৃষ্টিকর্তা দুটি কান দিয়েছে একটি দিয়ে শুনে আরেকটি দিয়ে বের করে দেয়ার জন্যে।আজ যারা আপনার সামনে কিংবা পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করছে,মজা নিচ্ছে তাঁরাই একদিন আপনাকে বাহোবাহ দিবে যখন আপনি যোগ্যতা অর্জন করবেন।কারণ খারাপ সময় মানুষ সঙ্গ না দিয়ে আপনাকে নিয়ে সমালোচনা করবে এটাই স্বাভাবিক।
সবসময় প্রতিবাদ করতে নেই,কিছু প্রতিবাদ সময়ের উপর ছেড়ে দিতে হয়…!