Myin Vlogs

Myin Vlogs আসসালামু আলাইকুম, Myin Vlogs সবাইকে স্বাগতম ।।
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা এগিয়ে যাব ইনশাআল্লাহ্ ।।"অভিনন্দন সবাইকে"।।

🎬 বাংলা সিনেমার সবচেয়ে হিট গান দেয়া শিল্পী ক/ন/ক/চাঁপা ও তার সন্তান❤️
16/11/2025

🎬 বাংলা সিনেমার সবচেয়ে হিট গান দেয়া শিল্পী ক/ন/ক/চাঁপা ও তার সন্তান❤️

ভোট হয়ে যাক— আপনারা কি চান ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক? মন খুলে ভোট দিন🧡👍
16/11/2025

ভোট হয়ে যাক— আপনারা কি চান ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক? মন খুলে ভোট দিন🧡👍

💥চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্ব...
16/11/2025

💥চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) সরারসি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এছাড়া এই ঐতিহাসিক দেখানো হবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তবে কোন কোন স্থানে এই রায় দেখানো হবে তা ঠিক করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

ঢালিউডের কিং খান মেগা স্টার শাকিব খান ও তার পুত্র আব্রাম খান জয়💥
16/11/2025

ঢালিউডের কিং খান মেগা স্টার শাকিব খান ও তার পুত্র আব্রাম খান জয়💥

💥নাচে_কে_সেরা? –শাবনূরের থেকে মৌসুমি নাকি অভিনয়,নাচ,এক্সপ্রেশন সবকিছুতে এগিয়ে। এমনটাই দাবি করে মৌসুমির কিছু ভক্তরা। এমন ...
16/11/2025

💥নাচে_কে_সেরা? –শাবনূরের থেকে মৌসুমি নাকি অভিনয়,নাচ,এক্সপ্রেশন সবকিছুতে এগিয়ে। এমনটাই দাবি করে মৌসুমির কিছু ভক্তরা। এমন দাবি হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না।

শাবনূর যেভাবে নাচতে পারে, সেখানে মৌসুমি থাকলে কোমড়ের হাড্ডি-গুড্ডি খুলে পড়তো এতদিনে। কিভাবে শাবনূরের নাচের সাথে মৌসুমিকে দাঁড় করায় এরা? 'তোমাকে চাই' সিনেমার 'আমার নাকেরি ফুল বলে রে তুমি যে আমার' গানে শাবনূরের পরিবর্তে মৌসুমি থাকলে নিশ্চিত গানটার গুষ্টি উদ্ধার করে ছাড়তো। এরপর 'স্বপ্নের পৃথিবী' তে ম্যাসিভ হিট যে ৩ টা নৃত্য নির্ভর একক গান শাবনূরের- 'জ্যোতিসী গো জ্যোতিসী', 'আমার সোনার অঙ্গে ফুল ফুটিলো', 'ঐ বাঁশিরো সুরে' এই গানগুলোতে মৌসুমি নাচলে পাহাড় থেকে পড়ে সোজা সমুদ্রে যাত্রা করতো হয়তো।

মৌসুমি যদি শাবনূরের থেকে ভালো নাচতে পারে তাহলে ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে শাবনূর এত ডাক পেয়েছিলো কেন? সেখানে শাবনূর ক্ল্যাসিক্যাল এবং ফোক দুইধরনের ডান্সই করেন এবং 'তুমি যে আমার কবিতা' গানের সাথে অভিনয় মডেলিংও করেন।

মৌসুমির 'অন্তরে অন্তরে' সিনেমার 'কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো' গানটা ঐসময় সুপার ডুপার হিট হয়। বাংলাদেশ বেতারে সর্বাধিকবার প্রচারিত গানটার মধ্যে এটাও একটা তবে মৌসুমি এই গানে যেভাবে তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে গানটা শেষ করেছে তা সত্যিই হাস্যকর। সিনেমা রিলিজ হবার পর মৌসুমি বিটিভির একটা অনুষ্ঠানে একই গানের পারফরম্যান্স করেছিলো। বিশ্বাস করেন- পাড়ার টুনিও নাচ না শিখে এর থেকে ভালো নাচতে পারে। শুধু হাত নাড়লো, কোমড় নাড়ালো কিন্তু হাত,পা, কোমড়ের কোন মেলবন্ধন নাই। যেমন তেমন করে লাফিয়ে নাচটা যেভাবে শেষ করলো তা সত্যিই হাস্যকর। মনে হলো অনুষ্ঠানের নাম ছিলো- 'যেমন খুশি তেমন নাচো।' মৌসুমি ভক্তরা যদি আগরতলা আর চকির তলার পার্থক্য না বোঝে তাহলে আর কি করা যাবে বলেন?

মৌসুমিকে ছোট করছি না। উনি নিঃসন্দেহে বড় মাপের অভিনেত্রী তবে শাবনূরের ধারে কাছে যাবার মতো কোন একটা বিষয় দেখি না। এই ধরুন এক্সপ্রেশনের কথা- শাবনূর প্রতিটা গানেই তার এক্সপ্রেশন দিয়ে যে অভিনয়টা করে তা কোন একটা গানে করতে পেরেছে মৌসুমি? শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেই এক্সপ্রেশন হয়? শাবনূরের মতো কমেডি, স্যাড, রোমান্টিক এক্সপ্রেশন মৌসুমি কোনদিন দিতে পারে নাই। তবে একটা বিশেষ এক্সপ্রেশন দিতে মৌসুমি সবার থেকে এগিয়ে। সেটা দেখতে ও বুঝতে হলে আপনাকে অবশ্যই 'বৌয়ের সম্মান' এবং 'পরাধীন' এর মতো সামাজিক সিনেমাগুলো দেখতে হবে। বিশেষ করে গানগুলোতে বাস্তবসম্মত এক্সপ্রেশনের চূড়ান্ত লেভেল ছাড়িয়ে যাবার যথেষ্ট চেষ্টা ছিলো।

অভিনয়ের বিষয়ে আর একদিন বলবো তবে 'নিম্বুরা' কিংবা 'এমন নাচ আমি নাচবো রে পানিতে আগুন জ্বালবো রে' গান দুটোতে শাবনূরের পরিবর্তে মৌসুমিকে নিলে হয়তো মৌসুমি তার নাচের চূড়ান্ত দক্ষতা দেখিয়ে দিতে পারতো।

বাই দ্যা ওয়ে, শাবনূর নাকি লবিং করে, এমনটা বলে মৌসুমির ভক্তরা। তাহলে আমার প্রশ্ন-তুখোড় নাচ জানা ক্যারেক্টারে 'দেবদাস' চলচ্চিত্রে চন্দ্রমুখীর চরিত্র করে কে জানি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো? লবিংটা আসলে কে করছে শুরু থেকে আপনারাই বলুন এবার.....

এত এত উদাহরন আছে যেগুলো ১০০ টা পোস্টেও লিখে শেষ করা সম্ভব নয়। পার্ট-২ চাইলে শেয়ার দিয়ে একটা কমেন্ট করে যান🎬

জনপ্রিয় জুটি নাইম শাবনাজ সাথে দিঘি❤️
16/11/2025

জনপ্রিয় জুটি নাইম শাবনাজ সাথে দিঘি❤️

💥কিংবদন্তি  #হুমায়ুন_ফরিদী একমাত্র মেয়ে দেবযানী বাংলা অভিনয় জগতের অবিস্মরণীয় কিংবদন্তি হুমায়ুন ফরিদী— যাঁর সংলাপ, উপস্থি...
15/11/2025

💥কিংবদন্তি #হুমায়ুন_ফরিদী একমাত্র মেয়ে দেবযানী

বাংলা অভিনয় জগতের অবিস্মরণীয় কিংবদন্তি হুমায়ুন ফরিদী— যাঁর সংলাপ, উপস্থিতি আর অভিনয় এখনো শিহরণ জাগায় দর্শকের হৃদয়ে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর একমাত্র মেয়ে শারারাত ইসলাম দেবযানী সম্পর্কে খুব কম মানুষই জানেন।

👉দেবযানী, যাকে সবাই চেনে “দেবযানী ফরিদী” নামে— ছিলেন ফরিদীর প্রথম সংসারের সন্তান। জীবনের সবচেয়ে আদরের মানুষ ছিলেন তার বাবা।

📖 একসময় দেবযানী জানিয়েছিলেন, তিনি বাবাকে নিয়ে একটি স্মৃতিকথার সংকলন করতে চান, যাতে আগামীর প্রজন্ম জানতে পারে ফরিদীর শিল্পীজীবন ও অজানা ব্যক্তিজীবনের গল্পগুলো।

❤️ বাবার প্রতি দেবযানীর ভালোবাসার কিছু মুহূর্ত এখনো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এক সাক্ষাৎকারে জানা যায়— একবার তিনি মেয়েকে একসঙ্গে ১০টি লাল শাড়ি কিনে দিয়েছিলেন… শুধু তাকে খুশি করার জন্য!

🥲হৃদয় স্পর্শ করা আরেকটি তথ্য হলো— জীবনের শেষ মুহূর্তে ফরিদী ছিলেন তাঁর মেয়ের বাসায়। বাবার শেষ শ্বাসটিও ছিল মেয়ের সান্নিধ্যে।

📚 সম্প্রতি প্রকাশিত “হুমায়ুন ফরিদী: সাধারণ এক অসাধারণ” বইয়েও রয়েছে দেবযানীকে ঘিরে বহু আবেগঘন স্মৃতি।

হুমায়ুন ফরিদী শুধু অভিনয়ে নয়— একজন বাবা হিসেবেও ছিলেন অসাধারণ। আজও তাঁর গল্প, তাঁর স্মৃতি, আর তাঁর মেয়ের প্রতি অসীম মমতা ছড়িয়ে আছে অসংখ্য মানুষের হৃদয়ে🧡🥀

৪০+ বছরে পুএ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা ও ছেলের জন্য শুভকামনা 🧡💥
15/11/2025

৪০+ বছরে পুএ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা ও ছেলের জন্য শুভকামনা 🧡💥

১৯৮৯ সালের একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং ও বিজ্ঞাপন জগতে পা রাখেন সাদিয়া ইসলাম মৌ।  সেই সময় সর্বোচ্চ ১ লক্ষ ট...
15/11/2025

১৯৮৯ সালের একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং ও বিজ্ঞাপন জগতে পা রাখেন সাদিয়া ইসলাম মৌ। সেই সময় সর্বোচ্চ ১ লক্ষ টাকার বিনিময়ে তিনি বিজ্ঞাপনটি তে কাজ করেন। যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই💥

অসাধারণ লাগছে হলুদ শাড়িতে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত 💥
15/11/2025

অসাধারণ লাগছে হলুদ শাড়িতে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত 💥

🎬 নায়ক  ানী ও নায়িকা মৌসুমীর কন্যা:  #ফাইজা🌹​ওমর সানী এবং মৌসুমী ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় তারকা দম্পতি। তাদের দ...
15/11/2025

🎬 নায়ক ানী ও নায়িকা মৌসুমীর কন্যা: #ফাইজা🌹

​ওমর সানী এবং মৌসুমী ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় তারকা দম্পতি। তাদের দুই সন্তানের মধ্যে মেয়ে হলেন ফাইজা ​তার বড় ভাই হলেন ফারদিন এহসান স্বাধীন।

ফাইজা বর্তমানে যুক্তরাষ্ট্রে (USA) পড়াশোনা করছেন। ফাইজা প্রায়শই তার মা মৌসুমীর সঙ্গে থাকেন এবং মৌসুমী তাকে সঙ্গ দিতেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
​ওমর সানী এবং মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুই সন্তান ফারদিন ও ফাইজা 💥

ইউটিউবে ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত...
14/11/2025

ইউটিউবে ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা —"শাবনূর"

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Myin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Myin Vlogs:

Share