Myin Vlogs

Myin Vlogs আসসালামু আলাইকুম, Myin Vlogs সবাইকে স্বাগতম ।।
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা এগিয়ে যাব ইনশাআল্লাহ্ ।।"অভিনন্দন সবাইকে"।।

সময় না কাটলে কাটা চামচ দিয়ে চা খান, তবুও একজনের কথা অন্যজনের কাছে লাগাবেননা।🙏
25/09/2025

সময় না কাটলে কাটা চামচ দিয়ে চা খান, তবুও একজনের কথা অন্যজনের কাছে লাগাবেননা।🙏

গাজায় খাবারের তীব্র সংকট, মাটিতে পড়ে থাকা আটা রাস্তা থেকে তুলে নিচ্ছেন নারী🤲
25/09/2025

গাজায় খাবারের তীব্র সংকট, মাটিতে পড়ে থাকা আটা রাস্তা থেকে তুলে নিচ্ছেন নারী🤲

💥শুভ জন্মদিন চিত্রনায়ক  #জাফর_ইকবাল জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৫০ ঢাকা , আজ তার ৭৫তম জন্মদিন🎂বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্...
25/09/2025

💥শুভ জন্মদিন চিত্রনায়ক #জাফর_ইকবাল জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৫০ ঢাকা , আজ তার ৭৫তম জন্মদিন🎂

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন জাফর ইকবাল। আশির দশকে তিনি ছিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। শুধু রোমান্টিক তারকা হিসেবেই নয়, একজন দক্ষ অভিনেতা ও সংগীতশিল্পী হিসেবেও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।🧡

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হাম/লাকা/রী যুব/লী...
25/09/2025

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হাম/লাকা/রী যুব/লীগ নেতা মিজান চৌধুরীকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ।

হায়রে নিষ্ঠুর দুনিয়া কোথায় আমাদের মানবতা ভাইয়ের জমি দিয়ে লা-শ নিতে না দেওয়ায় পানি দিয়ে লা-শ নিচ্ছেন স্বজনরা! 😭💥
24/09/2025

হায়রে নিষ্ঠুর দুনিয়া কোথায় আমাদের মানবতা ভাইয়ের জমি দিয়ে লা-শ নিতে না দেওয়ায় পানি দিয়ে লা-শ নিচ্ছেন স্বজনরা! 😭💥

হুমায়ুন_ফরীদির প্রথম স্ত্রী ও আদরের কন্যা বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি শুধু অভিনয়ে নয়, ব্যক্তিগত জীবনেও ছি...
24/09/2025

হুমায়ুন_ফরীদির প্রথম স্ত্রী ও আদরের কন্যা বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি শুধু অভিনয়ে নয়, ব্যক্তিগত জীবনেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু

💍 প্রথম স্ত্রী মিনুঃ ১৯৮০ সালে হুমায়ুন ফরীদি বিয়ে করেন নাজমুন_আরা_বেগম_মিনুকে। তাঁদের দাম্পত্য জীবনে ছিলো আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা। এই সংসারেই জন্ম নেয় তাঁদের আদরের মেয়ে শারারাত_ইসলাম_দেবযানী। তবে চার বছরের মাথায়—১৯৮৪ সালে—এই সম্পর্কের ইতি ঘটে।

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার হাতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান🎉
24/09/2025

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার হাতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান🎉

শাহরুখের ৩৩ বছরের প্রতীক্ষার অবসান, উড়ন্ত চুম্বনে ভাসল দিল্লি 🧡
24/09/2025

শাহরুখের ৩৩ বছরের প্রতীক্ষার অবসান, উড়ন্ত চুম্বনে ভাসল দিল্লি 🧡

যুগটাই এমন আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাবে...!!❤️
24/09/2025

যুগটাই এমন আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাবে...!!❤️

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।...
23/09/2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রয়েল কোর্ট এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই বিবৃতি প্রকাশ করেছে। খবর আল আরাবিয়ার

🌸 শুভ জন্মদিন চিত্রনায়িকা  #রত্না 🌸=========🎂⚜️⚜️🎂=========✨ ঢালিউডের জনপ্রিয় মুখ রত্না, যার পূর্ণ নাম রত্না কবির সুইটি,...
23/09/2025

🌸 শুভ জন্মদিন চিত্রনায়িকা #রত্না 🌸
=========🎂⚜️⚜️🎂=========

✨ ঢালিউডের জনপ্রিয় মুখ রত্না, যার পূর্ণ নাম রত্না কবির সুইটি, জন্মগ্রহণ করেছিলেন ২৩ অক্টোবর ১৯৮৬ সালে, ঢাকায়। আজ তার ৩৯তম জন্মদিন। 🌹

🎬 রত্না প্রথম আলোচনায় আসেন ২০০২ সালে সেলিম আজমের পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ চলচ্চিত্রে ফেরদৌসের নায়িকা হয়ে। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। বিশেষ করে ‘তুমি কই তুমি কই’ গানের রোমান্টিক রত্না আজও দর্শকদের মনে রয়ে গেছে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবিতে সর্বশেষ তাকে দেখা যায়। উল্লেখযোগ্য হলো, এই ছবিটি নির্মিত হয়েছিল রত্নার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান তামান্না ফিল্মস এর ব্যানারে, পরিচালনা করেছিলেন শাহিন-সুমন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা হলো ‘টাইম মেশিন’।

💫 প্রায় দুই দশকের ক্যারিয়ারে রত্না অভিনয় করেছেন প্রায় অর্ধশতাধিক ছবিতে। তবে এক সময়কার নিয়মিত কাজ ধীরে ধীরে কমিয়ে দেন। নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন, চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ এক দশক ধরে একজন নায়কের আধিপত্যের কারণেই তার কাজের সংখ্যা কমে যায়। শেষমেশ ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসেন তিনি।

👩‍👩‍👧‍👦 বর্তমানে রত্না ঢাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার জীবন উপভোগ করছেন। নায়িকা পরিচয়ের বাইরেও এখন তিনি পরিচিত অ্যাডভোকেট রত্না হিসেবে, আর সেই পেশাতেই ব্যস্ত রয়েছেন।

🌹 জন্মদিনে এই আলোচিত নায়িকাকে অসংখ্য ভক্ত-দর্শক জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা✨

আজকাল মানুষের যোগ্যতা এবং ভালোবাসা চলে গেছে অর্থের কাছে। তাইতো অর্থশূন্য মানুষ কারো কাছে প্রিয় হয় না।💥💞
23/09/2025

আজকাল মানুষের যোগ্যতা এবং ভালোবাসা চলে গেছে অর্থের কাছে। তাইতো অর্থশূন্য মানুষ কারো কাছে প্রিয় হয় না।💥💞

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Myin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Myin Vlogs:

Share