16/11/2025
💥নাচে_কে_সেরা? –শাবনূরের থেকে মৌসুমি নাকি অভিনয়,নাচ,এক্সপ্রেশন সবকিছুতে এগিয়ে। এমনটাই দাবি করে মৌসুমির কিছু ভক্তরা। এমন দাবি হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না।
শাবনূর যেভাবে নাচতে পারে, সেখানে মৌসুমি থাকলে কোমড়ের হাড্ডি-গুড্ডি খুলে পড়তো এতদিনে। কিভাবে শাবনূরের নাচের সাথে মৌসুমিকে দাঁড় করায় এরা? 'তোমাকে চাই' সিনেমার 'আমার নাকেরি ফুল বলে রে তুমি যে আমার' গানে শাবনূরের পরিবর্তে মৌসুমি থাকলে নিশ্চিত গানটার গুষ্টি উদ্ধার করে ছাড়তো। এরপর 'স্বপ্নের পৃথিবী' তে ম্যাসিভ হিট যে ৩ টা নৃত্য নির্ভর একক গান শাবনূরের- 'জ্যোতিসী গো জ্যোতিসী', 'আমার সোনার অঙ্গে ফুল ফুটিলো', 'ঐ বাঁশিরো সুরে' এই গানগুলোতে মৌসুমি নাচলে পাহাড় থেকে পড়ে সোজা সমুদ্রে যাত্রা করতো হয়তো।
মৌসুমি যদি শাবনূরের থেকে ভালো নাচতে পারে তাহলে ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে শাবনূর এত ডাক পেয়েছিলো কেন? সেখানে শাবনূর ক্ল্যাসিক্যাল এবং ফোক দুইধরনের ডান্সই করেন এবং 'তুমি যে আমার কবিতা' গানের সাথে অভিনয় মডেলিংও করেন।
মৌসুমির 'অন্তরে অন্তরে' সিনেমার 'কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো' গানটা ঐসময় সুপার ডুপার হিট হয়। বাংলাদেশ বেতারে সর্বাধিকবার প্রচারিত গানটার মধ্যে এটাও একটা তবে মৌসুমি এই গানে যেভাবে তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে গানটা শেষ করেছে তা সত্যিই হাস্যকর। সিনেমা রিলিজ হবার পর মৌসুমি বিটিভির একটা অনুষ্ঠানে একই গানের পারফরম্যান্স করেছিলো। বিশ্বাস করেন- পাড়ার টুনিও নাচ না শিখে এর থেকে ভালো নাচতে পারে। শুধু হাত নাড়লো, কোমড় নাড়ালো কিন্তু হাত,পা, কোমড়ের কোন মেলবন্ধন নাই। যেমন তেমন করে লাফিয়ে নাচটা যেভাবে শেষ করলো তা সত্যিই হাস্যকর। মনে হলো অনুষ্ঠানের নাম ছিলো- 'যেমন খুশি তেমন নাচো।' মৌসুমি ভক্তরা যদি আগরতলা আর চকির তলার পার্থক্য না বোঝে তাহলে আর কি করা যাবে বলেন?
মৌসুমিকে ছোট করছি না। উনি নিঃসন্দেহে বড় মাপের অভিনেত্রী তবে শাবনূরের ধারে কাছে যাবার মতো কোন একটা বিষয় দেখি না। এই ধরুন এক্সপ্রেশনের কথা- শাবনূর প্রতিটা গানেই তার এক্সপ্রেশন দিয়ে যে অভিনয়টা করে তা কোন একটা গানে করতে পেরেছে মৌসুমি? শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেই এক্সপ্রেশন হয়? শাবনূরের মতো কমেডি, স্যাড, রোমান্টিক এক্সপ্রেশন মৌসুমি কোনদিন দিতে পারে নাই। তবে একটা বিশেষ এক্সপ্রেশন দিতে মৌসুমি সবার থেকে এগিয়ে। সেটা দেখতে ও বুঝতে হলে আপনাকে অবশ্যই 'বৌয়ের সম্মান' এবং 'পরাধীন' এর মতো সামাজিক সিনেমাগুলো দেখতে হবে। বিশেষ করে গানগুলোতে বাস্তবসম্মত এক্সপ্রেশনের চূড়ান্ত লেভেল ছাড়িয়ে যাবার যথেষ্ট চেষ্টা ছিলো।
অভিনয়ের বিষয়ে আর একদিন বলবো তবে 'নিম্বুরা' কিংবা 'এমন নাচ আমি নাচবো রে পানিতে আগুন জ্বালবো রে' গান দুটোতে শাবনূরের পরিবর্তে মৌসুমিকে নিলে হয়তো মৌসুমি তার নাচের চূড়ান্ত দক্ষতা দেখিয়ে দিতে পারতো।
বাই দ্যা ওয়ে, শাবনূর নাকি লবিং করে, এমনটা বলে মৌসুমির ভক্তরা। তাহলে আমার প্রশ্ন-তুখোড় নাচ জানা ক্যারেক্টারে 'দেবদাস' চলচ্চিত্রে চন্দ্রমুখীর চরিত্র করে কে জানি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো? লবিংটা আসলে কে করছে শুরু থেকে আপনারাই বলুন এবার.....
এত এত উদাহরন আছে যেগুলো ১০০ টা পোস্টেও লিখে শেষ করা সম্ভব নয়। পার্ট-২ চাইলে শেয়ার দিয়ে একটা কমেন্ট করে যান🎬