Myin Vlogs

Myin Vlogs আসসালামু আলাইকুম, Myin Vlogs সবাইকে স্বাগতম ।।
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা এগিয়ে যাব ইনশাআল্লাহ্ ।।"অভিনন্দন সবাইকে"।।

আজকে উত্তরার বিমান বিধস্ত হওয়ার মুল গল্প😭🤦‍♂️আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training...
21/07/2025

আজকে উত্তরার বিমান বিধস্ত হওয়ার মুল গল্প😭🤦‍♂️
আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
কপি পোস্ট

উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে, স্কুল ছুটির সময় একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে...
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে, স্কুল ছুটির সময় একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস নেয়া হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা,,😥 আজ দুপুর ১.৩০ মিনিটে ঘটনা টি ঘটেছে ।

আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে,
একবার ভেবে দেখুন তো, কত মায়ের বুক আজ খালি হয়ে গিয়েছে 😭 মা তার সন্তানের ডাক আর শুনতে পাবে না 😭
আল্লাহ সকলের জন্য দয়াময় এবং রহমশীল হন, আমিন🤲😭

🤲হে আমার রব আপনি সবইকে হেফাজত করুন।

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত ...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, রোববার বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে...
21/07/2025

পুলিশ জানিয়েছে, রোববার বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

নিউ ইউর্ক এ চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং-এমআরআই মেশিন থাকা কক্ষে ঢুকে ৬১ বছর বয়সী এক ব্যাক্তি প্রাণ হারিয়ে...
21/07/2025

নিউ ইউর্ক এ চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং-এমআরআই মেশিন থাকা কক্ষে ঢুকে ৬১ বছর বয়সী এক ব্যাক্তি প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন নাসাউ কাউন্টি পুলিশ।

এনবিসি নিউজ জানায় ওই ব্যাক্তি বড় ধরনের ধাতব চেইন পড়ে অনুমতি ছাড়া প্রবেশ করে,ওই মেশিনে শক্তিশালী চুম্বকক্ষেত্র ছিলো।

পুলিশ জানায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েস্টবেরি এলাকার একটি মেডিকেল অফিসে সচল ছিলো এমআরআই মেশিনটি।ওই সময় কক্ষে ঢোকা ব্যাক্তিটির পরনে থাকা চেইন তাঁকে নিয়ে যায় মেশিনের ভিতর।এর ফলে ওই ব্যক্তি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর একটি হাসপাতালে চিকিৎসাধিন ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন।

এমআরআই মেশিনের কক্ষে যে কাউকে ধাতব বস্তু ছাড়া প্রবেশ করতে হয়
রোগীদের ক্ষেত্রে সাধারণত পোশাক পরিবর্তন করে কক্ষটিতে প্রবেশ করতে হয়।এছড়া তাদের দেহে কোনও ধাতব বস্তু যেমন স্বর্ণ,রূপা,তাবিজ,যেকোন ইমিটেশন এর জুয়েলারি ইত্যাদি আছে কি না তাও পরীক্ষা করে দেখা হয় ।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিআর নির্দেশনা অনুযায়ী এমআর পরিবেশে প্রবেশের আগে লোকজন ও বস্তুর বিষয়ে সতর্ক পরীক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ।কারণ চুম্বক এলাকায় এমন কিছু প্রবেশ করানো যাবেনা।

নিজে জানুন,শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।

সুপারস্টার শাকিব খান আমেরিকায় যাওয়ার পর দর্শক সামনে উন্মোচন করলেন নিজেকে নতুন লুকে।
21/07/2025

সুপারস্টার শাকিব খান আমেরিকায় যাওয়ার পর দর্শক সামনে উন্মোচন করলেন নিজেকে নতুন লুকে।

নেট দুনিয়ায় শাকিব খানের এই একটি ছবির দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ।অভিনয় যখন আর্ট হয়, তখন সেটা শাকিব খানের মতো কাউকে দি...
21/07/2025

নেট দুনিয়ায় শাকিব খানের এই একটি ছবির দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ।

অভিনয় যখন আর্ট হয়, তখন সেটা শাকিব খানের মতো কাউকে দিয়েই সম্ভব।এই মানুষটা শুধু স্ক্রিপ্ট পড়েন না, ফিল করেন- প্রতিটা ডায়লগ, প্রতিটা সিচুয়েশন যেন তার নিজস্ব জীবনের একটা ফ্র্যাকশন।

শাকিব খান একমাত্র মেগাস্টার, যিনি স্টারডমকে নিজেই ডিফাইন করেন।ওভারঅ্যাক্টিং, ড্রামা বা ফেক ইমোশন- এসবের কিছুই নেই। তিনি জানেন হাউ টু কন্ট্রোল স্ক্রিন উইথ সাইলেন্স, এক্সপ্রেশন আর পিওর ইমোশন।

“তাণ্ডব” দেখলে মনে হয় না আপনি কোনো সিনেমা দেখছেন, বরং এক রিয়েল লাইফ সার্ভাইভাল জার্নি দেখছেন, যেখানে হিরো রক্ত-মাটি-মাথার ঘাম দিয়ে নিজের অস্তিত্ব প্রুভ করছে।

শুধু একজন অভিনেতা না “he's a one-man show”
এক্সপ্রেশন থেকে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট থেকে পেইন- সব কিছু এত রিয়েল যে মনেই হয় না ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন কেউ।

এই সময়ের অনেক হাইপড তারকারা যেখানে স্ক্রিন ধরে রাখতে স্ট্রাগল করেন, শাকিব খান সেখানে শুধু প্রেজেন্ট না, ডমিনেট করেন!

শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান হলুদ পোশাকে দু‘জন কে কেমন মানাচ্ছে!
20/07/2025

শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান হলুদ পোশাকে দু‘জন কে কেমন মানাচ্ছে!

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা হইলো?"গয়েশ্বর ...
20/07/2025

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা হইলো?"গয়েশ্বর রায়"

আদরের একমাত্র সন্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে একা বসবাস করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
20/07/2025

আদরের একমাত্র সন্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে একা বসবাস করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে বাসায় যান ধর্ম উপদেষ্টা।
20/07/2025

অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে বাসায় যান ধর্ম উপদেষ্টা।

আজ রোববার ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।এসময় উপস্থিত কর্মকর্তা...
20/07/2025

আজ রোববার ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।এসময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

Address

Jidd Hafs

Website

Alerts

Be the first to know and let us send you an email when Myin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Myin Vlogs:

Share