09/07/2025
একটা সময় ছিল, আমরা সবাই ব্যস্ত ছিলাম নিজের মতো—
কে কোথায়, কী করছে—তার খোঁজ রাখার মতো সময় বা মানুষ কেউ ছিল না।
তারপর একদিন, ফেসবুকে কারও একটুখানি লাইক,
কারও ইনবক্সে হাই,
কারও কোনো পোস্টে কমেন্ট করে হেসে ফেলা—
এই ছোট ছোট জিনিসগুলো থেকেই শুরু হলো পরিচয়।
পরিচয়টা ধীরে ধীরে বন্ধুত্বে বদলে গেলো।
আজ অনেকেই আছি, কেউ খুব কাছের, কেউ কিছুটা দূরের,
তবু এই ভার্চুয়াল জগতে কিছু মানুষ এমনভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছে—
যাদের কখনও দেখিনি, তাও মনের মানুষ হয়ে গেছে।
তোমরা যারা আছো, নিয়ম করে খোঁজ নাও,
ভালো কিছু হলে পাশে থাকো,
কষ্ট হলে বোঝার চেষ্টা করো—
তোমরা শুধু ফেসবুক ফ্রেন্ড না,
তোমরা আমার গল্পের সবচেয়ে সুন্দর চরিত্র!
বন্ধুত্ব মানে পাশে থাকা নয় সবসময়,
বন্ধুত্ব মানে মনে থাকা, অনুভবে বাঁচিয়ে রাখা।