Probashi Channel

Probashi Channel ওমান প্রবাসীদের চাকরির খবর সহ অন্যান্য খবর জানতে আমাদের সাথেই থাকুন।

২০২৪ সালে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ ওমান।আন্তর্জাতিক সংস্থা গ্যালাপ প্রকাশিত গ্লোবাল সেফটি রিপোর্ট অনুযায়ী, ওমান ২০২৪ সা...
19/09/2025

২০২৪ সালে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ ওমান।

আন্তর্জাতিক সংস্থা গ্যালাপ প্রকাশিত গ্লোবাল সেফটি রিপোর্ট অনুযায়ী, ওমান ২০২৪ সালের বিশ্বের দশটি সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে স্থান পেয়েছে ।

🔹 রাতের বেলায় একা হাঁটার সময় নিরাপত্তা অনুভবের সূচকে ওমান বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে, যা দেশটির নাগরিকদের মধ্যে উচ্চমাত্রার নিরাপত্তা অনুভূতির প্রতিফলন।

🔹 "আইন ও শৃঙ্খলা" সূচকে ওমান পেয়েছে ৯১ পয়েন্ট, যা দেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগে দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।

📊 রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তা ও আইন প্রয়োগের ওপর সম্মিলিত মনোযোগই জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি বিস্তারে কার্যকর ভূমিকা রাখছে।

#ওমানপ্রবাসী #প্রবাস

19/09/2025

ওমানের সুলতানের সামরিক ফোর্স পরিদর্শন, যিনি ওমানের সর্বোচ্চ সামরিক কমান্ডার। তার নেতৃত্বে বিগ্রেড ফোর্সের সন্মানিত সফর। #ওমানপ্রবাসী

18/09/2025

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান। মধ্যপ্রাচ্যের অন্যতম বিমানবন্দর এটি। বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় রয়েছে এখন। #প্রবাস

আজ বিশ্ব বাঁশ দিবস। আজ ১৮ সেপ্টেম্বর — বিশ্ব বাঁশ দিবস (World Bamboo Day)। এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয় বাঁশের পরিবে...
18/09/2025

আজ বিশ্ব বাঁশ দিবস।

আজ ১৮ সেপ্টেম্বর — বিশ্ব বাঁশ দিবস (World Bamboo Day)। এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয় বাঁশের পরিবেশগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে।

বিশ্ব বাঁশ দিবসের উদ্দেশ্য:
- বাঁশকে টেকসই ও পরিবেশবান্ধব উপকরণ হিসেবে প্রচার করা
- কৃষক ও শিল্পীদের জন্য আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাঁশের ভূমিকা তুলে ধরা।

#প্রবাস #খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার...
18/09/2025

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে, যা সাম্প্রতিক মাসগুলোর ডলার সংকটের পর নীতিনির্ধারকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা।

রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন: জুলাই ও আগস্টে যথাক্রমে $2.47B ও $2.42B রেমিট্যান্স এসেছে, যা বাজার স্থিতিশীল করতে সহায়তা করেছে।

#প্রবাস #খবর

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি,আঞ্চলিক নিরাপত্তায় নতুন অধ্যায়।পাকিস্তান ও সৌদি আরব একটি নতুন প্রতিরক্ষা চুক্তিতে স...
18/09/2025

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি,
আঞ্চলিক নিরাপত্তায় নতুন অধ্যায়।

পাকিস্তান ও সৌদি আরব একটি নতুন প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়েছে, যার মাধ্যমে দুই দেশ পরস্পরের নিরাপত্তা ও সামরিক সহযোগিতা জোরদার করবে।

মূল দিকগুলো:
- যৌথ সামরিক প্রশিক্ষণ ও মহড়া
- গোয়েন্দা তথ্য বিনিময়
- আঞ্চলিক নিরাপত্তায় পারস্পরিক সহায়তা

এই চুক্তি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও দৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।

#সৌদিআরব #প্রবাস #খবর

আজ ওমানের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।  #ওমানপ্রবাসী
18/09/2025

আজ ওমানের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।

#ওমানপ্রবাসী

"ওমান প্রবাসী" পেজ এখন প্রবাসী চ্যানেল নামে পরিচালিত হবে।অলরেডি আমরা পেজের নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছি। "ওমান প্রবাসী"...
17/09/2025

"ওমান প্রবাসী" পেজ এখন প্রবাসী চ্যানেল নামে পরিচালিত হবে।

অলরেডি আমরা পেজের নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছি। "ওমান প্রবাসী" নামে অসংখ্য পেজ হওয়ায় টেকনিক্যাল সমস্যা ও তথ্য নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে।

আশা করি পেজের নাম মূখ্য বিষয় নয়, মূখ্য বিষয় হলো সার্ভিস।
গত দিনগুলোতে যেভাবে প্রবাসীদের জন্য কাজ করেছি, ধারাবাহিকতা সেভাবেই অব্যাহত থাকবে।

ধন্যবাদ সবাইকে...
ধন্যবাদ পাশে থাকার জন্য।

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান।গতকাল মঙ্গলবা...
17/09/2025

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান।

গতকাল মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নেন।

এই ঘটনা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী হওয়ায় নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওমানের হসপিটালের ভিতর আসলে একটা অন্যরকম শান্তি লাগে। সেবার মান অন্য রকম। যদিও বড় ধরনের চিকিৎসায় এখনো তারা পিছিয়ে।🔹এখানে ...
17/09/2025

ওমানের হসপিটালের ভিতর আসলে একটা অন্যরকম শান্তি লাগে। সেবার মান অন্য রকম। যদিও বড় ধরনের চিকিৎসায় এখনো তারা পিছিয়ে।
🔹এখানে ডাক্তারের চেম্বারের সামনে ঔষধ কোম্পানির লোক দেখা যায় না।কোন দালাল দেখা যায় না।
পরিষ্কার পরিচ্ছন্ন, কোন দূর্গন্ধ নেই। ডাক্তারগণ অনেক আন্তরিক ব্যবহার করেন।

একজন গাড়ির সিট কভার ও মাগফির কাজ জানা লোক প্রয়োজন।ভালো সেলারি,থাকা খাওয়া দেওয়া হবে।ভিসা ফ্রি দেওয়া হবে(প্রয়োজনে ভিসা ত...
17/09/2025

একজন গাড়ির সিট কভার ও মাগফির কাজ জানা লোক প্রয়োজন।

ভালো সেলারি,থাকা খাওয়া দেওয়া হবে।
ভিসা ফ্রি দেওয়া হবে(প্রয়োজনে ভিসা তেনাজ্জল করা যাবে।)
লোকেশন সুইক সানাইয়া।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 95756264

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Channel:

Share

Category