
19/09/2025
২০২৪ সালে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ ওমান।
আন্তর্জাতিক সংস্থা গ্যালাপ প্রকাশিত গ্লোবাল সেফটি রিপোর্ট অনুযায়ী, ওমান ২০২৪ সালের বিশ্বের দশটি সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে স্থান পেয়েছে ।
🔹 রাতের বেলায় একা হাঁটার সময় নিরাপত্তা অনুভবের সূচকে ওমান বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে, যা দেশটির নাগরিকদের মধ্যে উচ্চমাত্রার নিরাপত্তা অনুভূতির প্রতিফলন।
🔹 "আইন ও শৃঙ্খলা" সূচকে ওমান পেয়েছে ৯১ পয়েন্ট, যা দেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগে দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।
📊 রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তা ও আইন প্রয়োগের ওপর সম্মিলিত মনোযোগই জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি বিস্তারে কার্যকর ভূমিকা রাখছে।
#ওমানপ্রবাসী #প্রবাস