Babul khan

Babul khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Babul khan, Digital creator, Comilla.
(1)

এতো চিন্তা কিসের
আল্লাহ তো নিজের বলছেন ধৈর্য্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে ও সুন্দর হবে ইনশাআল্লাহ

আপনাদের ভালোবাসা পেলে 100k হতে বেশি অপেক্ষা করতে হবে না

পার্টির মহাসচিব, দলের তৃতীয় সর্বোচ্চ নেতা।, কোন ইগো নাই। নিজের সহকর্মীর সাইনের সময় নিজেই ছাতা ধরেছেন। মির্জা সাহেব জাতীয়...
17/10/2025

পার্টির মহাসচিব, দলের তৃতীয় সর্বোচ্চ নেতা।, কোন ইগো নাই।
নিজের সহকর্মীর সাইনের সময় নিজেই ছাতা ধরেছেন।

মির্জা সাহেব জাতীয় রাজনীতির গর্ব, ❤️❤️❤️❤️। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিন।I

পিআর তাইলে নিশ্চিত ইনশাআল্লাহ!
17/10/2025

পিআর তাইলে নিশ্চিত ইনশাআল্লাহ!

17/10/2025

উত্তরা মসজিদের খতিব কে পাঠানো জামাতের হুঁশিয়ারির চিঠি মিম্বরে বসেই ছিড়ে ফেলেছেন খতিব সাহেব 🔥✊🇧🇩

একটা কথা আছে, 'যার সাথে হয়, সে ই বুঝে!' এই মেয়েকে নিয়ে আজকে সারাদিন দেখলাম বহু মানুষ হাসাহাসি করতেছে, কারন হচ্ছে এক্সামে...
17/10/2025

একটা কথা আছে, 'যার সাথে হয়, সে ই বুঝে!'
এই মেয়েকে নিয়ে আজকে সারাদিন দেখলাম বহু মানুষ হাসাহাসি করতেছে, কারন হচ্ছে এক্সামের মাঝে তার 'ডিভোর্স' হয়ে গেছে! এক্সামের মাঝে ডিভোর্স হয়েছে যাওয়াটা নিশ্চিত একটা 'ট্রমা!' তার বয়স ই বা আর কতো?

ইন্টারভিউ তে দেখলাম সে বললো সব বোর্ড পরীক্ষায় A+ পাওয়া ছাত্রী!
বিয়ে টাও 'এক্সিডেন্ট' এর মতো হয়ে গেছে, আবার ডিভোর্স টাও! সে বলেছে এক্সাম হলেও সে কান্না করতে করতে এক্সাম দিয়েছে যার জন্য তার রেজাল্ট মন মতো হয়নাই!

এইটা নিয়াই যে কতো মানুষ হাসি তামাশা করলো অথচ এটা হাসি তামাশা করার মতো কিচ্ছুই না! আপনারা মানুষের 'ডাউনফল' দেখে বা 'খারাপ সময়' যাচ্ছে এটা দেখলে এতো খুশি কেনো হয়ে যান? আপনার লাইফে খারাপ সময় আসেনা?
তখন কাউকে হাসতে দেখলে আপনার ভালো লাগবে???

“তিস্তা বাঁচাও” কর্মসূচি... 🇧🇩✊"জাগো বাহে, তিস্তা বাঁচাও""সবার আগে বাংলাদেশ" 🇧🇩
16/10/2025

“তিস্তা বাঁচাও” কর্মসূচি... 🇧🇩✊

"জাগো বাহে, তিস্তা বাঁচাও"
"সবার আগে বাংলাদেশ" 🇧🇩

16/10/2025
16/10/2025

" জাগো বাহে তিস্তা বাঁচাই" - এই প্রতিশ্রুতি নিয়ে আজ উত্তরবঙ্গেরচোখ ধাঁধানো সেই দৃশ্য, যেখানে হাজারো মানুষ একত্রিত হয়ে তিস্তার অবিলম্বে মহা পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার পক্ষে প্রগাঢ় দাবি জানাচ্ছে!!

মিডিয়া চুপচাপ থাকলেও আমাদের একেকজনের টাইমলাইন হয়ে যাক নিউজ মিডিয়া -

আমরা উত্তরবঙ্গের পাশে আছি! দেশের জন্য 🇧🇩 ধন্যবাদ জেলা বিএনপি-কে উদ্যোগ নেওয়ার জন্য..

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলা...
16/10/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

আজ ১৬ অক্টোবর ২০২৫, বুধবার রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার।

16/10/2025

আমিন

ফার্মার্স কার্ড উদ্যোগ-প্রতিটি কৃষক পাবেন একটি নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে তারা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ...
16/10/2025

ফার্মার্স কার্ড উদ্যোগ-

প্রতিটি কৃষক পাবেন একটি নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে তারা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভর্তুকি, ন্যায্য দাম, ঋণ, ফসল বিমা ও সরকারি ক্রয় সুবিধা পাবেন। এতে শোষণের অবসান ঘটবে এবং কৃষক জাতীয় অর্থনীতির সমান অংশীদার হবেন।

16/10/2025

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে “কিডনি বিক্রি করে চিকিৎসার জন্য বিজ্ঞাপন” এর একটি প্রতিবেদন লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— হুমায়রা জাহান হুমাশা’র পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে হুমায়রা জাহান হুমাশা’র সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Babul khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babul khan:

Share