Online APB News

  • Home
  • Online APB News

Online APB News মানব সেবায় একধাপ এগিয়ে "আলোকিত প্রজন্?

Online A.P.B News,,,,,,,প্রশ্নফাঁসের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ছাপাখানার কর্মচারীরাও জড়িত থাকতে পারে বলে জানি...
17/12/2017

Online A.P.B News,,,,,,,
প্রশ্নফাঁসের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ছাপাখানার কর্মচারীরাও জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। সকালে তিনি সচিবালয়ে শিক্ষাখাতে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযানের বিষয়ে তুলে ধরেন শিক্ষামন্ত্রীর কাছে। কমিশনার বলেন, দুদক প্রশ্নফাঁসের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রীও বলেছেন- প্রশ্নপত্র ফাঁসের আসল জায়গা বিজি প্রেস। তবে তিনি দাবি করেন, এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। কিছু শিক্ষকের অনৈতিক অবস্থানের কারণে সরকার প্রশ্নফাঁস রোধে ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধা, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার-মন্...
17/12/2017

মুক্তিযোদ্ধা, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার-মন্ত্রিবর্গ ও সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। এরপর একে একে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর দলীয় নেতাদের নিয়ে ৫ বারের সংসদ সদস্য ছায়েদুল হকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে দুদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ছায়েদুল হককে। ৭৫ বছর বয়সে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চিলির দক্ষিণাঞ্চলে আকস্মিক ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাতের এই দুর্ঘটনায়...
17/12/2017

চিলির দক্ষিণাঞ্চলে আকস্মিক ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাতের এই দুর্ঘটনায় এখনও ১৫ জন নিখোঁজ। পুলিশ জানায়, পার্বত্য শহর হিসেবে পরিচিত ভিল্লা সান্তা লুসিয়া’য় হঠাৎ করেই শুরু হয় ভূমিধস। এখন পর্যন্ত চিলির ৪ নাগরিক ও এক বিদেশী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারোই পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ভূমিধসে চাপা পড়েছে একটি স্কুল, বেশ কয়েকটি ঘর-বাড়ি আর ভোট কেন্দ্র। দেশটিতে রোববার প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেত একে ‘দুর্যোগ কবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেন। সেখানকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ারও নির্দেশ দেন তিনি।

"আলোকিত প্রজন্ম বাংলাদেশ"নাঙ্গলকোট এর উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ।
20/09/2017

"আলোকিত প্রজন্ম বাংলাদেশ"নাঙ্গলকোট এর উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ।

কাতারের আল ওয়াকরা এলাকায় নিজ রুমে এক বাংলাদেশির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মনির হোস...
25/08/2017

কাতারের আল ওয়াকরা এলাকায় নিজ রুমে এক বাংলাদেশির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন। মনিরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের শহিদ মিয়ার ছেলে। Nuralam Akash online A P B News Qatar

Breaking News-এইচএসসিতে এবার পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ; জিপিএ-৫ এর সংখ্যা ৩৩ হাজার ২৪২।মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭ দশ...
23/07/2017

Breaking News-

এইচএসসিতে এবার পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ; জিপিএ-৫ এর সংখ্যা ৩৩ হাজার ২৪২।

মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ২ শতাংশ; জিপিএ-৫ এর সংখ্যা ১৮১৫।

কারিগরিতে ৮১ দশমিক ৩৩; জিপিএ-৫: ২৬৬৯

সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নের কারণে পাশের হার ও জিপিএ-৫ কমেছে: শিক্ষামন্ত্রী

ব্রেকিং নিউজ,,,,কুমিল্লা বোর্ডের পাশের হার ৪৯.৫২ শতাংশ।নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্...
23/07/2017

ব্রেকিং নিউজ,,,,কুমিল্লা বোর্ডের পাশের হার ৪৯.৫২ শতাংশ।
নিজস্ব প্রতিবেদক ●
কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬’শ ৭৮ জন।

গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে। গত বছর এই হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ছিল ৫ পেয়েছে ১ হাজার ৯’শ ১২ জন।

রবিবার সকালে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

চট্টগ্রাম বন্দরে বাড়ছে জাহাজ জট অপেক্ষমান পণ্যবাহী জাহাজের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে বন্দরের সক্ষমতার অভাবকে দুষছেন ব্যবসায়...
21/07/2017

চট্টগ্রাম বন্দরে বাড়ছে জাহাজ জট
অপেক্ষমান পণ্যবাহী জাহাজের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে
বন্দরের সক্ষমতার অভাবকে দুষছেন ব্যবসায়ীরা

কুমিল্লা প্রতিনিধি,,,Online A.P.B News....বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উদযাপন করা হ...
20/07/2017

কুমিল্লা প্রতিনিধি,,,
Online A.P.B News....
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জিলা স্কুলে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরসহ বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্তমান ও সাবেক ছাত্রদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। এ সময় সাবেক ও বর্তমান ছাত্ররা বাদ্য বাজিয়ে ও বন্ধুদের সাথে ছবি তুলে আনন্দ প্রকাশ করে।

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের শিকার হন।
20/07/2017

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের শিকার হন।

রাজধানী ও আশেপাশের রেলক্রসিংয়ের ২৩টি অনুমোদনহীন।গত ৬ মাসে ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত ১৭৬ জন!
20/07/2017

রাজধানী ও আশেপাশের রেলক্রসিংয়ের ২৩টি অনুমোদনহীন।
গত ৬ মাসে ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত ১৭৬ জন!

07/07/2017

জৱুৱী এক ব্যাগ A+ৱক্তেৱ প্ৰয়োজন একজন অপারেশনের রোগির জন্য।এখনি লাগবে রক্তটা প্লিজ।রোগি নিউ ভীশন হাসপাতালে আছে।
যোগাযোগঃ01836198681

মাথার খুলি দিয়ে নির্মিত ভবনের সন্ধান মিললো মেক্সিকোতেন্যাশনাল ইনস্টিউট অব অ্যানথ্রোপলজি এন্ড হিস্ট্রির তিন শিক্ষার্থী খ...
03/07/2017

মাথার খুলি দিয়ে নির্মিত ভবনের সন্ধান মিললো মেক্সিকোতে

ন্যাশনাল ইনস্টিউট অব অ্যানথ্রোপলজি এন্ড হিস্ট্রির তিন শিক্ষার্থী খুলিগুলো পরীক্ষা করছেন।
মেক্সিকো সিটির একটি এলাকায় প্রত্নতত্ত্ববিদেরা এমন একটি উঁচু ভবনের খোঁজ পেয়েছেন যেটি মানুষের মাথার খুলি দিয়ে নির্মিত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে প্রত্নতত্ত্ববিদেরা ওই ভবনটিতে অন্তত সাড়ে ছয়শো মাথার খুলির সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে খনন যত এগুবে খুলির সংখ্যা আরো বাড়বে।
ভবনের ওপরের দিকে বসানো খুলিগুলো নারী ও শিশুদের।
এই আবিষ্কার দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি প্রাচী আজটেক সাম্রাজ্যের নরবলীর সংস্কৃতির অংশ এবং ওই আমলের সভ্যতা-সংস্কৃতি নিয়ে নতুনভাবে ভাবিয়ে তুলছে
খুলি-নির্মিত ভবনটির ভাঙা ভাঙা অংশ দেখে মনে হয়, এটি নলাকৃতির ছিল। এখন যেখানে মেক্সিকোর রাজধানীর অবস্থান সেখানেই একসময় আজটেকের রাজধানী 'টেনোকটিটলান' ছিল, আর রাজধানীর প্রধান মন্দির ছিল 'টেম্পলো মায়োর'।
স্পেনীয় দখলদার যোদ্ধারা এই মন্দির কাছাকাছি আরেকটি জায়গায় একসঙ্গে বিন্যস্ত এ রকম অনেক খুলি দেখে ভয় পেয়েছিলেন। কারণ সেগুলো প্রাক-ঔপনিবেশিক যুগের মেসোআমেরিকান সংস্কৃতির চিহ্ন বহন করে।
ইতিহাসবিদরা সে নিয়েও ভাবছিলেন।
কিন্তু ২০১৫ সালে প্রত্নগবেষকেরা মেক্সিকো সিটির পুরনো অংশে যে খননকাজ শুরু করেছিলেন তা এখনো শেষ হয়নি।
খুলি দিয়ে নির্মিত
দলের জৈব নৃবিজ্ঞানী রদ্রিগো বোলানোস বলছেন "মাথার খুলি দেখে প্রথমে আমরা ভাবছিলাম কোনো তরুণ যোদ্ধার দেহাবশেষ। কিন্তু পরবর্তীতে যখন আমরা নারী ও শিশুদের মাথার খুলি পাই তখন বুঝলাম এরা যুদ্ধে যেতে পারে না।এটা সম্পূর্ণ নতুন। আমাদের কাছে এর কোনো রেকর্ডও নেই"।
কিন্তু সেখানে নারী ও শিশুর অনেক খুলি দেখে মানুষকে বলি দেয়া বা উৎসর্গ করার সংস্কৃতির ইঙ্গিত মেলে।
আজটেক ও অন্যান্য মেসোআমেরিকান সংস্কৃতির মধ্যে সূর্যের উদ্দেশ্যে নরবলি দেয়ার রীতি ছিল।
নৃবিজ্ঞানী রাউল বারেরা বলছেন, খুলিগুলো ভবনে বসানোর আগে সেগুলো দেখার জন্য হয়তো জনসম্মুখে রাখা হয়েছিল (নুরআলম আকাশ Online APB news)

আলোকিত প্রজন্ম বাংলাদেশ এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ,,,,,Online A.P.B News
24/06/2017

আলোকিত প্রজন্ম বাংলাদেশ এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ,,,,,
Online A.P.B News

৩ জেলায় পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশতঅতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৪৯ জন নিহত হবার খবর প...
13/06/2017

৩ জেলায় পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশত

অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৪৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে।এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৩৫ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মাসজারুল মান্নানের সূত্রে আমাদের রাঙ্গামাটি সংবাদদাতা জানিয়েছেন, রাঙ্গামাটি শহরে মানিকছড়িতে ৪ জন সেনা সদস্যসহ রাঙ্গামাটি শহরে ১৯ জন, কাউখালী উপজেলায় ৯ জন, কাপ্তাই উপজেলায় ৫ জন ও বিলাইছড়ি উপজেলায় ২ জনসহ মোট ৩৫ জন পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছে। জেলা প্রশাসক জানান, প্রতিক্ষনে আরো মৃতের খবর আসছে। মৃতের সংখ্যা আরা বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

রাঙ্গামাটির মানিকছড়িতে নিহত সেনা সদস্য ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন, মেজর মাহাফুজ, ক্যাপ্টেন তানভির, কর্পোরল আজিজ, সৈনিক শাহিন।
সকালে মানিকছড়িতে প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে মাটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তা পরিস্কারের কাজ করতে গিয়ে তারা পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত হন।

অন্যদিকে পাহাড় ধসে বান্দরবানে ছয়জন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং চন্দনাইশে আট জন নিহত হয়েছেন এছাড়া খারাপ আবহাওয়ার কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে।
তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে Nuralam Akash online A P B News Qatar

এ ভাবেই ঘন্টার পর ঘন্টা বাহিরে  রোদের মধ্যে দাঁড়িয়েথাকে আমাদের দেশের রেমিটেন্স স্বচ্চল রাখা শ্রমিক ভাইয়েরা,,,, এদের কষ্ট...
13/06/2017

এ ভাবেই ঘন্টার পর ঘন্টা বাহিরে রোদের মধ্যে দাঁড়িয়ে
থাকে আমাদের দেশের রেমিটেন্স স্বচ্চল রাখা শ্রমিক ভাইয়েরা,,,, এদের কষ্ট দেখার কেউ নেই।
সংযুক্ত আরব আমিরাত দুবাই কন্সুলেট জেনারেল
শ্রমিকদের সেবায় যারা নিয়োজিত তারা প্রতিনিয়ত এভাবেই খেয়ালিপনা করে কাজ না করে এভাবেই কষ্ট দিচ্ছে তাদের, প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল ১০ টা পর্যন্ত এভাবেই সবাই কে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়,,,,,,,
এখানে কয়েক জনের সাথে কথা বলতেই বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন,,,,,,

দুবাই ঘুরে শাহাদাত হোসাইন
Online A.P.B News

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Online APB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share