SK with Korean beauty

SK with Korean beauty আমি আমার মত। নিজেকে নিজের মত গুছিয়ে রাখতে চাই।
(1)

02/08/2025

সমুদ্র সমান কষ্ট যারা দিয়েছে!
তাদের জন্য এক আকাশ সমান ক্ষমা আর হেদায়েতের দোয়া থাকলো🤲🤲

02/08/2025

সব কিছুই ঠিক তবু
কোথাও ফাঁকা
হয়তো আত্মা চায় একটু নীরব ভালোবাসা!!!

02/08/2025

সময় সর্বদা এক রকম থাকেনা।এইজন্যই মানুষ সবসময় খুশি থাকেনা, আবার সবসময় দুঃখেও থাকেনা।।।

কারো নোংরা ভাষার উওরে তুমিও যদি নোংরা কথা বলো! তাহলে কৃতিত্ব তারই , কারন তোমার মত শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে...
31/07/2025

কারো নোংরা ভাষার উওরে তুমিও যদি নোংরা কথা বলো! তাহলে কৃতিত্ব তারই , কারন তোমার মত শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে । বিনা করনে পশুরাও একে অপরকে আঘাত করেনা , কিন্তু মানুষ করে ; খোঁচায , ব্যাঙ্গায় , ঠেঙ্গায়।

31/07/2025

"অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে,
তা এক সময় চরম রাগে পরিনত হয়"

30/07/2025

রিজিক শুধু টাকা না - সঠিক মানুষ, হালাল সম্পর্ক, মানসিক শান্তি।
এইসব আল্লাহর দেওয়া রিজিক।।

আমরা নিজের সঙ্গে নিজেই-সবচেয়ে বেশি অ-ন্যা-য় করি।অন্যের খুশির জন্য ছুটতে ছুটতেনিজের ভালো থাকাটাই ভুলে যাই।সবাইকে বুঝতে গি...
30/07/2025

আমরা নিজের সঙ্গে নিজেই-
সবচেয়ে বেশি অ-ন্যা-য় করি।
অন্যের খুশির জন্য ছুটতে ছুটতে
নিজের ভালো থাকাটাই ভুলে যাই।

সবাইকে বুঝতে গিয়ে
নিজের মনের কথাই আর শোনা হয় না।
একসময় হঠাৎ টের পাই-
যাকে সবচেয়ে বেশি অ-ব-হে-লা করেছি,
সে আর কেউ নয়- আমি নিজেই।

❐ নিজের সঙ্গে অন্যায়
• লেখক: মাহবুব সরদার

30/07/2025

অহংকার আর দাম্ভিকতার বসে,মানুষের সাথে আমাদের এমন কোন আচরন করা উচিত নয়,
যার ফলে, আমাদের বিপদের কথা শুনলে, না চাইতেও মানুষের মুখে আলহামদুলিল্লাহ চলে আসে।।

30/07/2025

কারো কাছ থেকে মেসেজ না পাওয়'টাও একটা মেসেজ,
সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই।।

মানুষ তিন প্রকার... এক শ্রেণীর মানুষ হলো খাদ্যের মত,যাদের দরকার হয় সবসময়।আরেক শ্রেণীর মানুষ হলো ওষধের মতো,যাদের দরকার হয়...
28/07/2025

মানুষ তিন প্রকার...
এক শ্রেণীর মানুষ হলো খাদ্যের মত,
যাদের দরকার হয় সবসময়।
আরেক শ্রেণীর মানুষ হলো ওষধের মতো,
যাদের দরকার হয় মাঝে মাঝে।
আরেক শ্রেণীর মানুষ হলো রোগের মত,
যা আপনার কখনোই দরকার হয়না।।।

বাড়ির দূরত্ব ৫ ঘন্টার, অথচ যেতে,সময় লাগে ৫ বছর----😢😢😢প্রবাস 😢😢😢
28/07/2025

বাড়ির দূরত্ব ৫ ঘন্টার, অথচ যেতে,সময় লাগে ৫ বছর----😢😢😢
প্রবাস 😢😢😢

Address

Comilla

Telephone

+8801515609392

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK with Korean beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category